নিউজিল্যান্ডের ছন্দ বিপিএলেও চান শরীফুল
০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
আগের বছর বল হাতে আলো ছড়িয়ে গত বছরটা চোটের সাথে লড়াই করেই কেটেছে ইবাদত হোসেন আর তাসকিন আহমেদের। সেই সুযোগটা দুহাতে লুফে নিয়েছেন শরীফুল ইসলাম। বল হাতে দুর্দান্ত কেটেছে তরুন এই পেসারের। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে এই মুহূর্তে দলের সেরা বোলার শরীফুলই। অথচ কয়েক মাস আগেও একাদশে জায়গা নিশ্চিত ছিলো না তার। পারফরম্যান্সে দারুণ উন্নতি করে প্রভাব রাখছেন তিনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজ সেরা। কিউইদের মাঠে সীমিত ওভারের সিরিজে বাংলাদেশের আর কারো নেই এমন অর্জন। দেশে ফিরে বাঁহাতি পেসার জানালেন, এই ছন্দ আসছে বিপিএলেও ধরে রাখতে চান তিনি।
নিউজিল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নেন শরীফুল। তার আগে ওয়ানডে সিরিজে নেন ৭ উইকেট। রোববার শেষ টি-টোয়েন্টিতে দল হারলেও ১৭ রানে ২ নিয়ে লড়াই করেন তিনি। সিরিজে একটি রেকর্ডও হয়েছে শরিফুলের। ফিন অ্যালেনকে টি-টোয়েন্টি সিরিজে প্রতি ম্যাচেই আউট করেছেন তিনি। অ্যালেনকে এর আগের তিন দেখাতেও শিকার ধরেন শরীফুল। টানা ছয়টি টি-টোয়েন্টি একই ব্যাটারকে আউট করার বিরল নজির গড়েন শরীফুল। নিউজিল্যান্ড সিরিজ শেষে বছরের প্রথম দিন লম্বা বিমান ভ্রমণের ধকল সয়ে গতপরশু মাঝরাতে দেশে ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে নেমে শরীফুল গণমাধ্যমের সামনে হাজির হয়ে জানান দল আরেকটু ভালো করলে বেশি তৃপ্তি পেতেন তিনি, ‘আলহামদুলিল্লাহ, আমার বছরটা খুব ভালো গিয়েছি। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরও ভালো লাগত। ভালো একটা সিরিজ গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজ আমাদের পক্ষেই ছিলো। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি না হলে হয়ত আমরাই জিততাম।’
নিউজিল্যান্ডের মাঠে সীমিত ওভারের খেলায় এর আগে কেবল হারই দেখেছে বাংলাদেশ। ২৭ হার নিয়ে গিয়ে এবার ওয়ানডেতে আসে প্রথম জয়, পরে টি-টোয়েন্টিতেও জেতে বাংলাদেশ। প্রথমবার সেদেশে রঙিন পোশাকের খেলায় কোন বাংলাদেশি ক্রিকেটার হন সিরিজ সেরা। তার আশা আগামীতে এটা হতে থাকবেন নিয়মিত দৃশ্য, ‘কেবল তো শুরু। আগামীতে আরও অনেকেই হবে (নিউজিল্যান্ডের মাঠে সিরিজ সেরা)। এখন থেকেই আমরা ঘুরে দাঁড়াবো। যেকোনো কন্ডিশনে গেলেই সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ দেশে ফিরে কদিনের বিশ্রামের পর নামতে হবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির আসর বিপিএলে। দুর্দান্ত ঢাকার হয়ে এই আসরে দেখা যাবে শরীফুলকে। বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চান ঘরোয়া আসরেও, ‘অবশ্যই বিপিএলে ভালো করার ব্যপারে আত্মবিশ্বাসী। কারণ গত কিছু ম্যাচ আমি ভালো খেলেছি। এটা আমাকে বুস্ট-আপ করবে বিপিএলে ভালো খেলার জন্য। আমি চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে।’
আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসরে ভেন্যু বরাবরের মতোই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট; দলও ৭টি। বিপিএলের গত কয়েকটি আসরের সঙ্গে এবারের পার্থক্য অন্য জায়গায়। অনেক বছর পর এবার আবার প্রায় প্রতিটি দলেই দেখা যাবে বড় বড় বিদেশি তারকাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার