পাকিস্তানের বিপক্ষে ফিরছেন উইলিয়ামসন
০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে শুরুতে দলে থাকলেও পরে সরিয়ে নেওয়া হয়েছিল কেন উইলিয়ামসনকে। এবার পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফের নিউজিল্যান্ডের নেতৃত্বে দেখা যাবে তাকে।
পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য বুধবার ১৫ জনের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। চোট কাটিয়ে এই সংস্করণের দলে ফিরেছেন ম্যাট হেনরিও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে ২০২৩ বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রকে।
উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে এই সংস্করণে সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে। এরপর গত ৩১ মার্চ আইপিএলের ম্যাচে চোট পেয়ে তিনি বাইরে ছিটকে যান। অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষে অক্টোবরে বিশ্বকাপ দিয়ে তিনি মাঠে ফেরেন। ফেরার ম্যাচেই চোট পেয়ে আবার কিছুদিনের জন্য বসে থাকেন বাইরে। এজন্যই তাকে নিয়ে সাবধানতা অবলম্বন করে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিপক্ষেও সিরিজের সব ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটারকে খেলতে দেখা যাবে না। সিরিজের চতুর্থ ম্যাচে তার বদলে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
বিশ্বকাপের মাঝামাঝি সময়ে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গিয়েছিলেন হেনরি। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরছেন তিনি। আগামী ৫ জানুয়ারি সুপার স্ম্যাশ টুর্নামেন্টে কেন্টারবুরি কিংসের জার্সিতে খেলবেন এই ফাস্ট বোলার। পরের সপ্তাহেই জাতীয় দলে যোগ দেবেন তিনি।
নিউজিল্যান্ডের স্কোয়াডে ফিরছেন বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকা ওপেনার ডেভন কনওয়েও। এছাড়া চোট কাটিয়ে সিরিজের শেষ তিন ম্যাচ খেলবেন পেসার লকি ফার্গুসন। তার জায়গায় প্রথম দুই ম্যাচে খেলবেন ফাস্ট বোলার বেন সেয়ার্স।
তবে এই সিরিজেও থাকছেন না কাইল জেমিসন ও মিচেল ব্রেসওয়েল। দুজনেই ইনজুরি কাটিয়ে উঠছেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় থাকছেন না ট্রেন্ট বোল্ট ও জিমি নিশাম।
রবীন্দ্রর বিশ্রামের বিষয়ে কোচ গ্যারি স্টিড বলেন, ‘রবীন্দ্র মত তরুণ খেলোয়াড় নিউজিল্যান্ড ক্রিকেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার সুস্থতার দিকে নজর রাখতে চাই আমরা।’
‘দলের একমাত্র খেলোয়াড় বা স্টাফ সদস্য হিসেবে গত পাঁচ মাসে পাঁচটি দেশে বিরতিহীনভাবে সফর করেছে সে; আর এভাবে চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
আগামী জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রবীন্দ্র আছেন জানিয়ে স্টিড বলেন, ‘আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের পরিকল্পনায় সে খুব ভালোভাবেই আছে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার দলে ফিরবেন সে।’
আগামী ১২ জানুয়ারি ইডেন পার্কে শুরু হবে সিরিজ। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক) [১, ২, ৪ ও ৫ নম্বর ম্যাচ], ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জোশ ক্লার্কসন [শুধু তৃতীয় ম্যাচ], ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন [৩, ৪ ও ৫ নম্বর ম্যাচ], ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স [১ ও ২ নম্বর ম্যাচ], টিম সেফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার