গতি আগুনে ভষ্ম কেপ টাউন
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
কেপটাউনে অদ্ভুতুড়ে এক দিন দেখল ক্রিকেট বিশ্ব। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে খুশির জোয়ারে ভাসছিল ভারত। তাদের সেই খুশি টিকল মাত্র কয়েক ঘণ্টা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরাও যে গুটিয়ে গেল মাত্র ১৫৩ রানে! সেখান থেকে আর কোনো রান যোগ না করতেই অলআউট হয়ে গেছে রোহিত শর্মার দল। মানে কোনো রান যোগ না করেই ১১ বলের ব্যবধানে ভারত হারিয়েছে শেষ ৬ উইকেট! টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল এই প্রথমবার। শেষ ৫ উইকেট জুটিতে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে দ্বিতীয় ইনিংসে ৩ রান তুলতে শেষ ৫ উইকেট হারিয়েছিল তারা।
রিপোটটি লেখা পর্যন্ত ৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা ১০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩৭। এই রান তুলতেও শেষ টেস্ট খেলতে নামা ডিন এলগারকে হারিয়েছে আফ্রিকানরা। তার আগে দুই দলের ২০ উইকেট পড়তে খেলা হয়েছে মাত্র ৫৮.১ ওভার (দ.আফ্রিকা ২৩.২ আর ভারত ৩৪.৫ ওভার)।
এর আগে নিজের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ওভারে এইডেন মারক্রামকে ফিরিয়ে মোহাম্মদ সিরাজের শুরু। এরপর আর থামাথামির নাম নেই ভারতীয় এই পেসারের। একের পর এক ছোবল দিতে থাকলেন তিনি প্রতিপক্ষ শিবিরে। চাপে থাকা সিরাজের আগুনে পুড়ে ছাই হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। পঞ্চাশ পেরুতেই গুটিয়ে গেল স্বাগতিকরা। ভারতীয় বোলারদের ছোবলে কেপ টাউন টেস্টের প্রথম সেশনেই ৫৫ রানে শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস!
ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড এটি। এর আগে ২০২১ সালে ওয়াংখেড়েতে ৬২ রানে ভারতের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আর দক্ষিণ আফ্রিকা ২০১৫ সালে নাগপুরে অলআউট হয়েছিল ৭৯ রানে। ঘরের মাঠে এটি দক্ষিণ আফ্রিকার পঞ্চম সর্বনিম্ন স্কোর, কেপ টাউনে চতুর্থ। নিজ আঙিনায় ১২৫ বছরের মধ্যে এত কম রানে অলআউট হয়নি তারা। সবশেষ ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কেপ টাউনেই ৩৫ রানে শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর সবমিলিয়ে ১৯৩২ সালের পর এটি তাদের সর্বনিম্ন স্কোর।
স্বাগতিকদের ব্যাটিং ধ্বংসস্তূপে পরিণত করেন সিরাজ একাই। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৫ রানে নেন ৬ উইকেট! টেস্টে তার আগের সেরা বোলিং ছিল ৬০ রানে পাঁচটি। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার সিরাজ। তার আগে কীর্তিটি ছিল মানিন্দার সিংয়ের, ১৯৮৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি অবশ্য হেরেছিল ভারত। অসাধারণ বোলিং পারফরম্যান্স করে আরেকটি কীর্তিও গড়েছেন সিরাজ। ভারতের বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবচেয়ে কম রানে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তার। জাসপ্রিত বুমরাহ ও অভিষিক্ত মুকেশ কুমার নেন দুটি করে উইকেট। কোনো রান দিয়ে ২ শিকার ধরেন মুকেশ।
হালকা ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে ব্যাটিং নিয়েই যেন বিপদ ডেকে আনে দক্ষিণ আফ্রিকা। সিরাজের বলে মারক্রাম সিøপে ধরা পড়লে শুরু প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ের। টানা নয় ওভারের এক স্পেলেই ৩ মেডেন দিয়ে ৬ উইকেট তুলে নেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার কেবল দুইজন ব্যাটসম্যান স্পর্শ করতে পারেন দুই অঙ্ক। দলটির প্রথম চার ব্যাটসম্যানই ফেরেন ব্যক্তিগত ৫ রানের আগে। এমন বিব্রতকর ঘটনা ১৯৩২ সালের পর প্রথম দেখল তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার