ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ভারতের জয়
০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ধ্বসিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। এবার তাণ্ডব চালালেন আরেক পেসার জাসপ্রিত বুমরাহ। এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরির পরও তাই আলোচিত-সমালোচিত কেপ টাউন টেস্টে তিন অঙ্কের পুঁজি পায়নি প্রটিয়ারা। সহজ লক্ষ্য পূরণ করতে ভুল হয়নি ভারতের।
মাত্র দুই দিনেই শেষ হয়েছে কেপ টাউন টেস্ট। ৭৯ রানের লক্ষ্যে ৭ উইকেটে জিতেছে সফরকারী ভারত। এই জয়ে তারা দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল। কেপ টাউনে ভারতের প্রথম জয়ও এটি।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে স্রেফ ৫৫ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। জবাবে ১৫৩ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি। দ্বিতীয় ইনিংসে মার্করামের ১০৩ বলে ১৭টি চার ও ২ ছক্কায় ১০৬ রানের ইনিংসের পরও স্বাগতিকরা গুটিয়ে যায় ১৭৬ রানে।
চার ইনিংস মিলিয়ে এই ম্যাচে রান হয়েছে মোচ ৪৬৪। এই দুই দলের মধ্যে হওয়া কোনো টেস্টে যা সর্বনিম্ন। বলের হিসাবেও এটিই ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট।
ম্যাচে খেলা হয়েছে মোট ৬৪২ বল। তাতে ভেঙে যায় ৯২ বছর আগের রেকর্ড। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইনিংস ও ৭২ রানে, সে টেস্ট স্থায়ী হয়েছিল ৬৫৬ বল।
প্রথম ইনিংসে ২৫ রানে ২ উইকেট নেওয়া বুমরাহ এবার ৬১ রানে শিকার ধরেছেন ৬টি। তবে প্রথম ইনিংসে স্রেফ ১৫ রান ৬ উইকেট নেওয়া সিরাজ হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় ইনিংসে এই ডানহাতি পেসার নেন ৩১ রানে ১ উইকেট। তবে দুই টেস্ট মিলিয়ে ১২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার উঠেছে বুমরাহর হাতে।
এই ম্যাচ দিয়েই শেষ হলো দক্ষিণ আফ্রিকার আরও এক অধ্যায়ের। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া ডিন এলগারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ এটি। বিদায়ের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন এই ওপেনার।
দলের মতো শেষটা ব্যাট হাতে ভালো এলগারেরও। প্রথম ইনিংসে ৪ রানের পর এবার করেছেন ১২ রান। তবে প্রথম ইনিংসে করেছিলেন দুর্দান্ত ব্যাটিং। যে কারণে ২০১ রান নিয়ে বুমরাহর সাথে সিরিজ সেরার ট্রফি ভাগাভাগি করে নিয়েছেন তিনিও।
ম্যাচ শেষে এলগারকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। তাকে সাক্ষর করা জার্সি উপহার দেন ভারতের এই তারকা ব্যাটার।
প্রথম দিন ২৩ উইকেটের দিনের পর দ্বিতীয় দিনও ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না নিউল্যান্ডসের উইকেট। মার্করাম বাদে দক্ষিণ আফ্রিকার অন্য কোনো ব্যাটসম্যান যেখানে ১২ রানের বেশিই করতে পারেননি। সফরকারীরা ৭৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় ১২ ওভারে।
আক্রমণাত্মক উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে ভারত। সেখানে যশস্বী জয়সোয়াল ৬ চারে ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন। নান্দ্রে বার্গারের বলো আউট হন তিনি। কাগিসো রাবাদার নিচু হওয়া বলে বোল্ড হন শুবমান গিল।
এর আগে ৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনা, মার্কো ইয়ানসেনের পর কেশব মহারাজও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মার্করামকে। সপ্তম উইকেট পড়ার সময়ও দক্ষিণ আফ্রিকার লিড ছিল মাত্র ১৩ রান। এরপর রাবাদাকে নিয়ে ৩৮ বলে ৫১ রান যোগ করেন মার্করাম, যাতে রাবাদার অবদান মাত্র ২।
সকাল থেকে সিরাজকে আনেননি রোহিত, গতকালের সেরা বোলার এসে মার্করামকে ফেরাতে সময় নেননি। সিরিজে এ নিয়ে তৃতীয়বার মার্করামকে আউট করলেন সিরাজ। তাঁর হার্ড লেংথের বলে পুল করতে গিয়ে লং অফে রোহিতের হাতে ধরা পড়েন মার্করাম।
ক্রিকবাজের ডেটা অনুযায়ী, বল ট্র্যাকিং পদ্ধতি আসার পর মার্করামের এ শতকই সবচেয়ে ‘কঠিন’। তাদের মডেল অনুযায়ী, এ পিচে প্রতি ব্যাটসম্যানের প্রত্যাশিত গড় স্কোর ১৬.৬ রান, মার্করাম সেখানে ১০৩ বলে করেন ১০৬ রান। ৭৪ রানে দাঁড়িয়ে বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়েও বাঁচেন তিনি। মার্করামের পর দক্ষিণ আফ্রিকাও টেকেনি বেশিক্ষণ। ১৪ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারায় তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত