দুই বোলারের ব্যাটে শ্রীলংকার রোমাঞ্চকর জয়
০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ এএম
জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাঁসফাঁস করা লঙ্কানদের অষ্টম উইকেট যখন পতন হলো স্কোর কার্ডে তখন রান ১৭২।জয়ের জন্য তখনো বাকি ৩৭ রান,উইকেটে কোন স্বীকৃত ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে তখন ঐতিহাসিক এক জয়ের সুবাস পাচ্ছে জিম্বাবুয়ে।
তবে শেষ পর্যন্ত সেই সুবাস হাওয়ায় মিইয়ে গেল দুই লঙ্কান পেসারের ব্যাটিং দৃঢ়তায়।নবম উইকেট জুটিতে দুশমন্ত চামিরা-ভান্ডারসে মিলে ৩৯ রানের জুটিতে নাটকীয়ভাবে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। জিম্বাবুয়েকে অল্পতে গুটিয়ে দেওয়ার মূল কারিগর এই দুই বোলার ব্যাট হাতেও ধরলেন দলের হাল।আর তাতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারতে বসা শ্রীলংকা দুই উইকেটের রোমাঞ্চকর জয় পায়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার তিনাশে কামুনহুকাম্বের উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। দলের ১ রানের মাথায় গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান তিনাশে। এরপর জুটি বাঁধেন জয়লর্ড গাম্বি এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন গাম্বি এবং আরভিন। দুজনে মিলে ভালোভাবেই আগাচ্ছিলেন। গাম্বির ইনিংসের শুরুটা ভালো হলেও লম্বা হয়নি ইনিংস। দলের ৬১ রানের মাথায় ৩৭ বলে ৩০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান গাম্বি।
এরপর মিল্টন শুম্বাকে নিয়ে আগাতে থাকেন আরভিন। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আরভিন। শুম্বাও সঙ্গ দিচ্ছিলেন ভালোভাবেই। ৪৫ বলে ২৬ রান করে দলের ১১৪ রানের মাথায় আউট হন শুম্বা। এরপর ক্রিজে আসেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। তবে সুবিধা করতে পারেননি তিনি। পরের ওভারেই আউট হয়েছেন ৫ বলে ১ রান করে।
আরভিন তখনও ক্রিজে টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে খেলে যাচ্ছিলেন তিনি। ছয়ে নামা রায়ান বার্লও ধীরে ধীরে ক্রিজে জমে যান। বড় হতে থাকে দুজনের জুটি। ফিফটি পেরিয়ে আরভিন ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। ব্যাট হাতে সাবলীল ছিল বার্লও। তবে আশা জাগিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁতে পারেননি আরভিন। দলের ১৮২ রানের মাথায় ১০২ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।
আরভিন ফেরার একটু পরেই আউট হয়েছেন বার্ল। দলের ১৯০ রানের মাথায় ৩৭ বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান বার্ল।জিম্বাবুয়ে আর ১৮ রান তুলতে বাকি ৪ উইকেট হারায়।
শ্রীলঙ্কার হয়ে ৩১ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার মহীশ তিকশানা। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন পেসার দুষ্মন্ত চামিরা (২/৪৪) ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে (২/৪৭)।
জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে লংকানরা।রান তাড়ায় ১১২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর তিকশানাকে নিয়ে ৫৬ রানের জুটি জানিত লিয়ানাগের। তিকশানা ১৮ রান করে আউট হওয়ার পর ঠিক পরের ওভারে ফিরে যান লিয়ানাগে। মাত্রই দ্বিতীয় ওয়ানডেতে খেলা লিয়ানাগে করেছেন ১২৭ বলে ৯৫ রান।লিয়ানাগে ফেরার পর ২ উইকেট হাতে থাকা শ্রীলঙ্কার দরকার ছিল আরও ৩৭ রান।এরপর
শ্রীলঙ্কাকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দেওয়া ভ্যান্ডারসে-চামিরার স্মরণীয় জুটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত