পাকিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের
১২ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
ব্যাট হাতে ঝড় তুললেন ড্যারেল মিচেল। কেন উইলিয়ামসন খেললেন নিজের চিরচেনা দায়িত্বশীল ইনিংস। কঠিন লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়েও তা টেনে নিতে পারলেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল নিউজিল্যান্ড।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়ন্টিতে শুক্রবার অকল্যান্ডে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা তোলে ৮ উইকেটে ২২৬ রান। জবাবে ১২ বল বাকি থাকতে ১৮০ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি। টি-টোয়েন্টিতে এই দুই দলের এক ম্যাচে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটিই।
পাকিস্তানের হয়ে ৩৫ বলে ৬টি চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫৭ রান বাবর আজমের। শীর্ষ সারীর আরও পাঁচ ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেনও ইনিংস টেনে লম্বা করতে পারেননি কেউই।
ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া ইনিংসটি আসে মিচেলের ব্যাট থেকে। ২৭ বলে চারটি করে ছক্কা-চারে ৬১ রান করে ম্যাচসেরাও এই মিডল-অর্ডার ব্যাটার। তার ঝড়ো ব্যাটিং-ই ম্যাচের গতিপথ বদলে দেয়।
দিনের শুরুটা পাকিস্তানের জন্য ছিল দুর্দান্ত। নেতেৃত্বের প্রথম ম্যাচে টস জেতেন শাহিন। এরপর দ্বিতীয় বলে তুলে নেন ডেভন কনওয়েকে। ব্যাস, এ পর্যন্তই। বাকি সময়টা ব্যাট হাতে উপভোগ করে কিউইরা।
চোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফেরা উইলিয়ামসন ছিলেন নিজের ভঙ্গিমায়। অধিনায়ক খেলেন ৪২ বলে ৯ চারে ৫৭ রানের ইনিংস। মিচেল ছাড়াও ক্রিজে এসে কার্যকর ইনিংস উপহার দেন ফিন অ্যালেন (১৫ বলে ৩৪), গ্লেন ফিলিপস (১১ বলে ১৯) ও মার্ক চাপম্যান (১১ বলে ২৬)। দলও পায় বড় সংগ্রহ।
অভিষিক্ত আব্বাস আফ্রিদি পাকিস্তানের সেরা বোলার। ডানহাতি এই পেসার ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন শাহিনও। তবে দলপতিকে গুনতে হয়েছে ৪ ওভারে ৪৬ রান।
আরেক অভিষিক্ত আমের জামালেন বল হাতে দিনটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফেরা হারিস রউফ ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ২টি।
এদিন পাকিস্তানের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৪টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন সাইম আয়ুব। ছাড়িয়ে যান ইয়াসির শাহকে (৩টি)।
লক্ষ্য তাড়ায় সাইম আয়ুবের ব্যাটে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। ১৩ বলেই তারা তোলে ৩৩ রান। ৮ বলে ৩ ছয় ও ২ চারে ২৭ রানের ঝড় তুলে রান আউট হন আয়ুব। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান কট বিহাইন্ড হন টিম সাউদির বলে ১৪ বলে ২৫ রান করে। বাবরের সাথে ভাঙে ৩০ রানের জুটি।
এরপর ফখর জামানকে নিয়ে ১৬ বলে ২৭, ইফতিখার আহমেদকে নিয়ে ২৭ বলে ৪০, আজম খানকে নিয়ে ১৫ বলে ২৯ রানের জুটিতে নেতৃত্ব দেন বাবর। কিন্তু বাবর ছাড়া কেউই টিকতে পারেননি। শেষ তিন ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য থেকে অনেক দূরে থাকতেই গুটিয়ে যায় দলটি।
৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার টিম সাউদি। দুটি করে নেন অ্যাডাম মিল্ন ও বেন সিয়ার্স।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আসছে রোববার হ্যামিল্টনে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২২৬/৮ (অ্যালেন ৩৪, কনওয়ে ০, উইলিয়ামসন ৫৭, মিচেল ৬১, ফিলিপস ১৯, চ্যাপম্যান ২৬, মিল্ন ১০, সোধি ০, হেনরি ০*, সাউদি ৬*; আফ্রিদি ৪-০-৪৬-৩, রউফ ৪-০-৩৪-২, জামাল ৪-০-৫৫-০, আব্বাস ৪-০-৩৪-৩, উসামা ৪-০-৫১-০)
পাকিস্তান: ১৮ ওভারে ১৮০ (সাইম ২৭, রিজওয়ান ২৫, বাবর ৫৭, ফাখার ১৫, ইফতিখার ২৪, আজম ১০, আফ্রিদি ০, জামাল ১৪*, উসামা ১, আব্বাস ১, রউফ ০; সাউদি ৪-০-২৫-৪, হেনরি ৩-০-২৯-০, মিল্ন ৪-০-৫০-২, সোধি ৩-০-৩৩-১, সিয়ার্স ৪-০-৪২-২)
ফল: নিউ জিল্যান্ড ৪৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ড্যারিল মিচেল
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের