বাবরের ‘ফেরার’ ম্যাচে হারল পাকিস্তান
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে দারুণ এক ফিফটিতে দলকে পথে রাখলেন কেন উইলিয়ামসন। সঙ্গে ড্যারিল মিচেলের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ গড়ল নিউজিল্যান্ড। পরে টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না পাকিস্তান। গতকাল অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে ৪৬ রানে জিতেছে নিউজিল্যান্ড। ২২৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দিয়েছে ১৮০ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে কেন উইলিয়ামসনের দল। কিউইদের দুইশ ছাড়ানো পুঁজি গড়ার পথে ৯ চারে ৫৭ রান করেন উইলিয়ামসন। চারটি করে ছক্কা-চারে ২৭ বলে ৬১ রানের খুনে ইনিংস খেলে মিচেল জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দলের জয়ে অনেক বড় অবদান রাখেন সাউদিও। ¯্রফে ২৫ রান দিয়ে অভিজ্ঞ এই পেসার নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। তার উইকেট এখন ১৫১টি।
ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। তাতে অবশ্য একটুও ভড়কে যাননি ফিন অ্যালেন। তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির ওপর ঝড় বইয়ে দেন তিনি, টানা মারেন দুই ছক্কা ও তিনটি চার। অভিষিক্ত আব্বাস আফ্রিদির বলে থামে অ্যালেনের তা-ব। তিনটি করে ছক্কা-চারে ১৫ বলে ৩৪ রান করা ওপেনারের বিদায়ে ভাঙে উইলিয়ামসনের সঙ্গে ৪৯ রানের জুটি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করে স্বাগতিকরা। প্রথম ৬ বলে ৭ রান করা মিচেল অভিষিক্ত উসামা মিরকে টানা দুই ছক্কা মেরে ডানা মেলেন। পরের ওভারে আমের জামালকে তিনি মারেন একটি করে ছক্কা-চার, উইলিয়ামসন মারেন দুই চার। দুই দফায় জীবন পাওয়া কিউই অধিনায়ক ফিফটি স্পর্শ করেন ৪০ বলে। ২০২২ সালের নভেম্বরের পর দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই পঞ্চাশের স্বাদ পেলেন তিনি।
ফিফটি ছোঁয়া ওভারেই আব্বাসের বলে থামে উইলিয়ামসনের ইনিংস। শেষ হয় মিচেলের সঙ্গে তার ৪০ বলে ৭৮ রানের যুগল। ঝড়ের আভাস দিয়ে ফিরে যান গ্লেন ফিলিপস। খুনে ব্যাটিংয়ে ২২ বলে ফিফটিতে পা রাখেন মিচেল। মিচেলকে যখন থামান আফ্রিদি, ততক্ষণে দুইশর কাছে পৌঁছে গেছে নিউজিল্যান্ডের রান। মার্ক চ্যাপম্যানের ১১ বলে ২৬ ও বাকিদের টুকটাক অবদানে সোয়া দুইশও পেরিয়ে যায় কিউইরা। শেষ ৫ ওভারে চার উইকেট হারিয়ে ৫৮ রান তোলে দলটি।
বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে চার ও ছক্কা মেরে শুরু করেন সাইম আইয়ুব। পরপর দুই বলে তার ও মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে নিউজিল্যান্ড। বেঁচে গিয়ে ম্যাট হেনরিকে দুই ছক্কা ও এক চার মারেন সাইম। নন-স্ট্রাইক প্রান্তে বোলার অ্যাডাম মিল্নের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরা এই তরুণ করেন ৮ বলে ২৭ রান। ভালো কিছুর আভাস দিয়ে বিদায় নেন দুটি করেন ছক্কা-চারে ২৫ রান করা রিজওয়ান। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৬৪ রান তোলে তারা। ফাখার জামান, ইফতিখার আহমেদ, আজম খানরা পারেননি টিকতে। একপ্রান্তে লড়াই চালিয়ে ৩৩ বলে ফিফটি করেন বাবর আজম। তাকে থামিয়ে দলকে স্বস্তি এনে দেন বেন সিয়ার্স। এরপর আর বেশিদূর যেতে পারেনি সফরকারীরা। ২১ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।
হ্যামিল্টনে আগামীকালই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের