শুরুর আগেই সূচিতে বদল
১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
বিপিএলের সূচি প্রকাশের পর একাধিকবার সেখানে অদল-বদল করা প্রতি বছরের নিয়মিত ঘটনা। এবারও প্রকাশিত সূচিতে বদল দেখা গেল শুরুতেই। তবে কেবল উদ্বোধনী ম্যাচ শুরুর সময় বদলানো হয়েছে। বাকি সূচি থাকবে আগের মতন। ১৯ জানুয়ারি শুক্রবার প্রথম দিনের প্রথম ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় প্রথম ও সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিলো দ্বিতীয় ম্যাচ। গতকাল বিসিবি জানিয়েছে, ১৯ জানুয়ারির প্রথম ম্যাচ পিছিয়ে শুরু হবে দুপুর আড়াইটায়। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায়।
টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহবায়ক রকিবুল হাসানের স্বাক্ষরে নতুন সময় সূচি জানানো হলেও কি কারণে এই বদল তা বলা হয়নি। তবে উদ্বোধনী ম্যাচ ছাড়া টুর্নামেন্টে বাকি সব শুক্রবারেই দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় রাখা হয়েছে দুই ম্যাচ। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিপিএলে এবার অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট শুরু হচ্ছে এমন এক সময়ে যখন কীনা কুয়াশা হতে পারে বড় এক ফ্যাক্টর। বিশেষ করে রাতের ম্যাচগুলোর প্রভাবক ভ‚মিকা নিতে পারে কুয়াশা। এর আগের আসরগুলোতে দেখা গেছে কুয়াশার প্রভাব এড়াতে টুর্নামেন্টের মাঝপথে সময় বদল করা হয়েছে। এবারও একাধিকবার ম্যাচ শুরুর সময় বদল হলে অবাক হওয়ার থাকবে না।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির দশম আসর। ফ্র্যাঞ্চাইজি আসরটিতে মাঠের খেলা ছাড়াও আরও বিবিধ আকর্ষণ রাখা হয় দর্শকদের জন্য। এসব উপভোগ করতে বিভিন্ন ক্যাটাগরির টিকিট কেনার সুযোগ আছে। একই রাতে ভিন্ন এক বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরির টিকিট মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। দিনে দুটি করে ম্যাচ, একবার টিকিট কেটে প্রবেশ করলে সেই টিকেটে দেখা যাবে দুই ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা রাখা হয়েছে বিপিএলের টিকেটের মূল্য।
গ্র্যান্ড স্ট্যান্ড (খেলোয়াড়দের ড্রেসিংরুম সংলগ্ন) টিকেটের মূল্য আড়াই হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ এবং পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে ২০০ টাকায়। আজ থেকে বিক্রি শুরু হবে টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রি হবে। ১৬ জানুয়ারি ছাড়াও টিকিট কিনতে পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ
সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি
একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আহত ৫
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের
সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীন বরণ সম্পন্ন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
জনগণের ওপর কর্তৃত্ব নয় : সিনিয়র সচিব