বিপিএলে শরিফুলের বিশ্বকাপ চ্যালেঞ্জ
১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
গতকাল তাসকিন আহমেদের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন শরিফুল ইসলাম। গায়ে বিপিএল দলের অনুশীলন জার্সি। ক্যাপশনে লেখা, ‘বিপিএলের প্রথম দিন।’ জাতীয় দলের হয়ে সা¤প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা পেসার শুরু করে দিলেন তার বিপিএল অভিযান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার ভাবনায় থাকবে জাতীয় দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকিয়ে নিজেকে আরও পোক্ত করে তুলতে চান তিনি বিপিএল দিয়ে।
শরিফুলের প্রথম দিন হলেও তার দল দুর্দান্ত ঢাকার দ্বিতীয় অনুশীলন সেশন ছিল গতকাল। জাতীয় দলের ব্যস্ততার কারণেই একটু বাড়তি ছুটি দেওয়া হয় তাকে। ছুটি শেষে এ দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ঘাম ঝরান তিনি। এমনিতে দারুণ ছন্দেই আছেন তিনি। গত বছরটা তার কেটেছে দুর্দান্ত। তিন সংস্করণ মিলিয়ে ৫০ উইকেট শিকারি একমাত্র বোলার ছিলেন তিনি বালাদেশের (৫২ উইকেট)। বিশেষ করে গত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ও পরে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে বোলিংয়ের কারুকাজ ও পরিণত মানসিকতা দিয়ে মুগ্ধতা ছড়ান তিনি।
এই বছর সূচিতে ১৪টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। অন্যান্য সংস্করণে ম্যাচ তো আছেই। বছরের সবচেয়ে বড় বৈশ্বিক আসর আছে আগামী জুনে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ ভাবনায় রেখেই বিপিএল রাঙাতে চান তিনি। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২২ বছর বয়সী পেসার বললেন, গত বছরের ফর্মকে সঙ্গী করেই বিপিএলে নতুন কিছু করার তাগিদ আছে তার, ‘গত বছর খুব ভালো গেছে, বিশেষ করে সবশেষ ৬-৭ মাস। বিপিএলে আসছে, নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্ম ধরে রাখার ও বেশি কিছু না করার। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়, সামনে অনেক খেলা আছে দেশের হয়ে। এটাই আমার মূল লক্ষ্য। অবশ্যই এটা (বিপিএল) সহায়তা করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এটা টি-টোয়েন্টির টুর্নামেন্ট, সবাই চাইবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার এবং নতুন কিছু করার। সেক্ষেত্রে বিশ্বকাপে তা আমাদের সহায়তা করবে।’
তিনি নিজে এই মুহ‚র্তে দেশের সেরা পেসারদের একজন। ঢাকার হয়ে জুটি গড়বেন তিনি সেরাদের আরেকজন তাসকিন আহমেদের সঙ্গে। এই দেশের বাস্তবতায় দারুণ আকর্ষণীয় বোলিং জুটি। কিন্তু সমস্যা হলো, ঢাকা দলে এরকম ভালো রসদ খুব বেশি আর নেই। কাগজ-কলমে শক্তি-সামর্থ্যে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের একটি ঢাকা। শরিফুল অবশ্য আশা হারাচ্ছেন না। আপাতত প্লে অফ খেলার লক্ষ্য তাদের। সেটি পূরণে দেশের ক্রিকেটারদের দায়িত্বই বেশি দেখছেন শরিফুল, ‘যা আছে, সেটা নিয়েই লড়াই করতে হবে আমাদের। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার। প্রথমত আমাদের লক্ষ্য থাকবে চারে ওঠার। সেখানে থাকতে পারলে ফাইনালের চিন্তা করব। তবে আমাদের যে দল... আমি আছি, তাসকিন ভাই আছেন, ইরফান শুক্কুর ভাই, সৈকত ভাই (মোসাদ্দেক হোসেন), সাইফ হাসান, নাঈম শেখ আছে, দেশের ক্রিকেটাররা আমরা যদি ভালো করি, সবাই যদি কিছু কিছু ম্যাচ জেতানো পারফরম্যান্স করি, আমার মনে হয় আমরা পারব।’
আগামী শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না সিরাজদিখানে- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ
সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি
একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আহত ৫
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের