অ্যালেনের ছক্কা বৃষ্টিতে সিরিজ নিউজিল্যান্ডের
১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
সফরকারী পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই আধিপত্য দেখালো নিউজিল্যান্ড। আগের দুই ম্যাচের মতই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো স্বাগতিকরা। গতকাল ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ফিন অ্যালেনের ছক্কা বৃষ্টির ম্যাচে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাও আবার দুই ম্যাচ হাতে রেখেই। আগে ব্যাট করে অ্যালেনের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২৪ রান তোলে কিউইরা। জবাবে বাবর আজমের হাফসেঞ্চুরির পরও লক্ষ্যে পৌঁছাতে পারেনি পাকিস্তান। ৭ উইকেটে ১৭৯ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ করে তারা। ফলে টানা তৃতীয় জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।
মূলত এ ম্যাচে কিউই ওপেনার ফিন অ্যালেন একাই ঝড় বইয়ে দেন। যে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তান। টস জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদী। ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা ফিন অ্যালেন শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন। ৬২ বলে খেলেন ১৩৭ রানের বিস্ফোরক ইনিংস। তার ইনিংসে ছিল ১৬টি ছয় ও ৫টি চারের মার। এই ওপেনারের করা ১৩৭ কোনো নিউজিল্যান্ড ব্যাটারের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চটি ছিল ব্র্যান্ডন ম্যাককালামের ১২৩ রান। পাশাপাশি আফগানিস্তান ব্যাটার হজরতউল্লাহ জাজাইয়ের সর্বোচ্চ ১৬ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন অ্যালেন। পাকিস্তানি বোলারদের নাভিশ্বাস তুলে দিতে তিনিই ছিলেন যথেষ্ট। হারিস রউফের এক ওভারে নেন ২৭ রান! তাতে ছিল ৩টি ছক্কার পাশাপাশি দু’টি চারের মার। চার ওভারে পাকিস্তানি পেসার রউফ দেন ৬০ রান। মোহাম্মদ নওয়াজ দিয়েছেন ৪৪ রান। বোলারদের ব্যর্থতার দিনে শাহিন আফ্রিদিও কম ছিলেন না। তিনি খরচ করেন ৪৩ রান। ৭ রানে ডেভন কনওয়ের বিদায়ের পর অ্যালেন আর টিম সেইফার্ট মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২৫। সেইফার্টের ব্যাট থেকে আসে মাত্র ৩১। তিনি সিঙ্গেল নিয়ে হার্ড হিটার অ্যালেনকেই বার বার সুযোগ দিচ্ছিলেন। অ্যালেন এতটাই বিধ্বংসী ছিলেন যে, তিনবার মাঠের বাইরে বল পাঠানোয় বল রিপ্লেস নিয়ে খেলতে হয়েছে। ১৮তম ওভারে তাকে থামান জামান খান। চার ওভারে ৬০ রান দিলেও ২ উইকেট শিকার করে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ।
জয়ের জন্য বড় লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান একেবারে খারাপ করেনি। দলীয় ২৩ রানে ওপেনার সাইম আইয়ুব (১০) আউট হলেও লড়ছিলেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৭.৫ ওভারে দলীয় সংগ্রহ যখন ৬২ তখনি ফিরে যান রিজওয়ান। আউট হওয়ার আগে ২০ বলে করেন ২৪ রান। তবে ক্রমেই প্রত্যাশিত রান রেট থেকে পেছাতে থাকে পাকিস্তান। তিন উইকেট হারিয়ে তারা ১১ ওভারে ৯৫ রান পূরণ করে। তারপর হঠাৎ ধস নামে পাক ইনিংসে। দলটি ৩৯ রানে হারায় পরের ৪ উইকেট। বাবর আজম সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেন। মোহাম্মদ নওয়াজ ১৫ বলে উপহার দেন ২৮ রানের ক্যামিও ইনিংস। কিউইদের হয়ে ২৯ রানে দুই উইকেট নেন টিম সাউদি। ম্যাচসেরার পুরস্কার পান ফিন অ্যালেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি