চাপ মুক্তির স্লোগানে অধিনায়কত্ব নিয়ে অনীহা!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শুরু হয়েছে বেলা দুইটায়। স্থানীয় ক্রিকেটারদের প্রায় সবাইকেই দেখা গেল সেখানে। এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন দলটির তিন বিদেশি খেলোয়াড় বেন কাটিং, বেনি হাওয়েল ও হ্যারি টেক্টর। কিন্তু দেখা যাচ্ছিল না মাশরাফি বিন মুর্তজাকে। তিনি মাঠে এলেন অনুশীলন যখন শেষের দিকে। দেখেই বোঝা যাচ্ছিল, তিনি ব্যাট-বল হাতে নিচ্ছেন না। দলের সঙ্গে কুশল বিনিময়ের জন্যই মাশরাফির মাঠে আসা। সিলেট দলটা তো তারই!
এবারও সিলেটের অধিনায়কত্ব করবেন মাশরাফি, সহকারী অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মাশরাফির অবর্তমানে গতকাল ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেছেন মিঠুন। তবে জানা গেছে, চোটের কারণে মাশরাফিকে বিপিএলের পুরোটা খেলতে পারবেন, এমন সম্ভাবনা নেই। চোটের শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। তবু ফরচুন বরিশাল তামিমকেই অধিনায়ক ঘোষণা করেছে। দলটির ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, পিঠের চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন তামিম।
আরেক বড় দল রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দিতে চেয়েছিল। কিন্তু সাকিব খেলতে চান চাপমুক্ত ক্রিকেট। তাই গতবারের মতো এবারও রংপুরের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বিষয়টি জানিয়ে বলেছেন, ‘আমরা শুরুতে সাকিবকে ভেবেছিলাম। কিন্তু সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের চাপ নিতে চাচ্ছে না। তাই নুরুল হাসানকে এই বছরের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে।’
গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চাপের কারণে চোখের সমস্যায় ভুগেছেন সাকিব। যা প্রভাব ফেলেছিল তার ব্যাটিংয়েও। ব্যাটিং স্টান্স, হেড পজিশনে বড় পরিবর্তনও দেখা গেছে বিশ্বকাপ চলার সময়। সেটি মূলত চোখের সমস্যার কারণেই। সমাধানের খোঁজে ভারতে বিশ্বকাপ চলাকালেই চেন্নাইয়ে চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। সে সময় চোখের ড্রপ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেটি কাজে লাগেনি খুব একটা। চিকিৎসকরা বলেছিলেন, তার চোখের এই সমস্যা হচ্ছে ‘স্ট্রেস’ থেকে, চাপ কমে গেলে সমস্যাও কমে যাবে। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসক দেখান তিনি, সে সময় কোনো সমস্যা ধরা পড়েনি।
এরপর দেশে ফিরে জাতীয় নির্বাচনের প্রচারে রাত-দিন ব্যস্ত সময় কাটে সাকিবের। চাপও ছিল প্রচ-। নির্বাচন শেষে অনুশীলনে ফেরার পর আবার চোখের সমস্যাও ফিরে আসে। সম্ভাব্য সমাধান হিসেবে রংপুরের অনুশীলনে রোববার চশমা পরে ব্যাটিং করেন সাকিব। এতেও কোনো উপকার পাননি তিনি। আদতেই ‘স্ট্রেস’ থেকে সমস্যা হচ্ছে নাকি চোখেরই কোনো রোগ আছে তা বোঝার জন্য এবার বিপিএল শুরুর আগে তিনি গিয়েছেন লন্ডনে। বিপিএলের আরেক দল দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে রংপুরের প্রধান নির্বাহী জানান, লন্ডন থেকে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি, ‘বাংলাদেশে যে আপডেট ছিল, তার চোখে ফ্লুইড জমেছিল... লন্ডনেও এনজিওগ্রাম করানো হয়েছে, একই রিপোর্ট পাওয়া গেছে। আজকে (গতকাল) দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি, বড় কোনো পরির্বতন হবে না। তার এখন বিশ্রাম, চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। তবে ১৮ তারিখের মধ্যেই সে দেশে চলে আসবে। ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রথম ম্যাচে অবশ্যই তাকে পাচ্ছি আমরা।’
বিপিএলের গত আসরেও রংপুরের অধিনায়কত্ব করেছেন সোহান। তার নেতৃত্বে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল রংপুর। এবার সাকিবকে দলে ভিড়িয়ে শক্তি আরও বাড়িয়েছে দলটি। পাশাপাশি তাদের জার্সিতে দেখা যাবে বাবর আজম, নিকোলাস পুরানের মতো বিশ্ব তারকাদেরও। এই দুই ক্রিকেটারকে কবে নাগাদ পাওয়া যেতে পারে সেটিও জানালেন ইশতিয়াক সাদেক, ‘বাবর আজমকে আমরা দ্বিতীয় ম্যাচ থেকে পাব। এরপর ১০ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলে পিএসএলের জন্য চলে যাবে। আর নিকোলাস পুরানকে আমরা ১০ ফেব্রুয়ারির পর যেকোনো দিন থেকে পাব। আইএল টি২০তে ওর দলের খেলা শেষ হলেই চলে আসবে।’
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি বিপিএলের সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। লিটন দাসকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে। জানা গেছে, সমন্বয়ের কারণে বেশ কিছু ম্যাচে ইমরুলকে একাদশের বাইরে থাকতে হতে পারে। তাই নেতৃত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে লিটনকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য অধিনায়ক বদলায়নি। গতবারের মতো এবারও সে দায়িত্ব শুভাগত হোমের। বিপিএলের দশম আসরের নতুন দল দুর্দান্ত ঢাকার অধিনায়কত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। অন্যদিকে এনামুল হককে দেখা যাবে খুলনা টাইগার্সের নেতৃত্বে।
এদিকে ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের স্পনসরদের নাম ঘোষণা করা হয়েছে আজ। টাইটেল স্পনসর হিসেবে থাকছে ইস্পাহানি। পাওয়ার্ড বাই হিসেবে থাকছে নগদ, কো-স্পনসর ওমেরা এলপিজি গ্যাস ও ইউনিভার্সিটি অব বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। অ্যাসোসিয়েট সেলটেকস এবং বসুন্ধরা চা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী  গ্রেফতার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কসাই থেকে নদীখেকো জাফর

কসাই থেকে নদীখেকো জাফর

পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার

পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার

ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল

ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল

সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন

মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন

পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি

পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি

কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী শিপন

কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী শিপন

তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী

তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী

রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন

রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে

যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার

আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার

এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা

এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা

ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের

ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের