হেডের শতকের পর হেইজেলউডের তোপে উইন্ডিজের হারের অপেক্ষা
১৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম
শামার জোসেপের তোপ সামলে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শতক উপহার দিলেন ট্রাভিস হেড। পরে বল হাতে জ্বলে উঠলেন জস হেইজেলউড। তৃতীয় দিনেই হারের শঙ্কায় পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাডিলেড টেস্টে ৯৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ক্যারিবিয়ানরা ৭৩ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। হাতে ৪ উইকেট নিয়ে এখনও তারা ২২ রানে পিছিয়ে।
আগের দিনের শেষভাগের মতো দ্বিতীয় দিনের শুরুটাও দারুণ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২ উইকেটে ৫৯ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া ১২৯ রানে পঞ্চম ও ১৬৮ রানে ষষ্ঠ উইকেট হারায়। আগের দিনের অপরাজিত ব্যাটার উসমান খাজা আউট হন ৪৫ রান করে।
এরপর দলকে একাই টেনে নেন হেড। ২৫৫ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম শতক। আলজারি জোসেপের বল ছক্কায় উড়াতে গিয়ে আউট হন স্কয়ার লেগ বাইন্ডারিতে। এর আগে ১৩৪ বলে ১২টি চার ও ৩ ছক্কায় করেন ১১৯ রান। শেষ দিকে লায়নের ৩৪ বলে ২৪ রান লিডটা বাড়িয়ে নিতে ভালো অবদান রাখে।
দল পিছিয়ে থাকলেও এদিনও আলো ছড়ান অভিষিক্ত শামার জোসেপ। আগের দিন ১১ নম্বরে ব্যাটে নেমে কার্যকর ইনিংস উপহার দেওয়ার পর নিয়েছিলেন ২ উইকেট। এদিন আরও তিনটি শিকার ধরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন গায়ানার নিভৃত গ্রাম থেকে উঠে আসা ২৪ বছর বয়সী পেসার।
সব মিলিয়ে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকে ৫ উইকেট শিকারি দশম বোলার জোসেফ।
টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই স্টিভেন স্মিথের উইকেট নিয়ে রেকর্ডের পথে তার চলা শুরু। পরে শর্ট বলে আউট করেন মার্নাস লাবুশেনকে। দ্বিতীয় দিনে অফ স্টাম্প ঘেঁষা বলে তার শিকার ক্যামেরন গ্রিন। শর্ট বলে ফেরান মিচেল স্টার্ককে। পরে ন্যাথান লায়নকে বোল্ড করে পূর্ণ করেন ৫ উইকেট। ইনিংস শেষে তার নামের পাশে ৯৪ রানে ৫ উইকেট।
অস্ট্রেলিয়াকে গুটিয়ে উইন্ডিজ মাঠ ছাড়ে তখন সবার আগে ছিলেন শামার। হাতে স্বারক বল, অন্য হাতে ক্যাপের যেভানে ক্রিকেট উইন্ডিজের লোগে সেখানে চুমু খাচ্ছিলেন তিনি। পিছনে সতীর্থরা দিচ্ছিল তালির অভিবাদন। দর্শকরাও অভিনন্দন জানান তাকে। শামারও কুর্নিশ করে জবাব দেন সেই অভিনন্দনের।
উইন্ডিজের এই আবহ বেশিক্ষণ থাকেনি। প্রথম ৫ ওভারে হেইজেলউডের বোলিং ফিগার ছিল ৫-৪-২-৪। ১৯ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। চারটিই হেইজেলউডের শিকার। এরপর তার সাথে ক্যামেরন গ্রিন ও নাথান লায়নও যোগ দিলে ৭৩ রানে ষষ্ঠ উউকেট হারায় ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার জয় তাই এখন সময়ের ব্যপার বলেই মনে হচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৬২.১ ওভারে ১৮৮ ( ব্রাফেট ১৩, চন্দরপল ৬, ম্যাকেঞ্জি ৫০, অ্যাথানেজ ১৩, হজ ১২, গ্রেভস ৫, জশুয়া ৬, আলজারি জোসেফ ১৪, মোতি ১,রোচ ১৭, শামার জোসেফ ৩৬) স্টার্ক ১/৩৭, হ্যাজলউড ৪/৪৪, কামিন্স ৪/৪১, লায়ন ১/৩৬, মার্শ ০/৫, গ্রিন ০/১২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮১.১ ওভারে ২৮৩ ( স্মিথ ১২, খাজা ৪৫, লাবুশেন ১০, গ্রিন ১৪, হেড ১১৯, মার্শ ৫, ক্যারি ১৫, স্টার্ক ১০, কামিন্স ১২, লায়ন ২৪, হ্যাজলউড ০* ; রোচ ২/৪৮, আলজারি ১/৫৫, জোসেফ ৫/৯৪, মোতি ০/৪২ গ্রেভস ২/৩৬, )
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (ব্রাফেট ১, চন্দরপল ০, ম্যাকেঞ্জি ২৫, অ্যাথানেজ ০, হজ ১৩, গ্রেভস ২৪, জশুয়া ১৭* ; স্টার্ক ০/১৬, হ্যাজলউড ৪/১৮, কামিন্স ০/২৫, গ্রিন ১/৯ লায়ন ১/৪)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী শিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের