রোহিত রিটায়ার্ড আউট নাকি নট-আউট?
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম
ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টিতে এমন কিছু দেখা গেছে, যা আগে কখনোই দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হলে মীমাংসা হয়েছে দ্বিতীয় সুপার ওভারে। অবিশ্বাস্য রঙবদলের ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে ভারত। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথম সুপার ওভারে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া রিটার্ড আউট না নট আউট হিসেবে গণ্য হচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি।
গতপরশু রাতে ব্যাঙ্গলুরুতে চরম উত্তাপে ভরা ম্যাচে ভারতের ২১২ রান তাড়ায় ঠিক ২১২ রান করে আফগানিস্তানও। সুপার ওভারে আফগানরা ১৬ রান করলে ভারতও থামে ঠিক ১৬ রানে। ওই ১৬ রান করতে রোহিত দুই ছক্কা মেরে শেষ বলের আগে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। কিন্তু শেষ বল নন স্ট্রাকিং প্রান্তে না থেকে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে রিঙ্কু সিংকে ব্যাট করতে পাঠান। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চম সেঞ্চুরি করা রোহিত ফিল্ডিংয়ে পুরোটা সময় ছিলেন মাঠে। স্বাভাবিকভাবে তার চেয়ে রিঙ্কু দ্রুত দৌড়াতে পারবেন এমন চিন্তা থাকবে।
রোহিত এভাবে বেরিয়ে যাওয়া রিটায়ার্ড আউট না রিটায়ার্ড হার্ট নট-আউট হিসেবে গণ্য হচ্ছে তা পরিষ্কার নয়। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোন ব্যাটার আগের সুপার ওভারে আউট হলে পরের সুপার ওভারে আর নামতে পারবেন না। যদি রোহিত রিটায়ার্ড আউট হন তাহলে দ্বিতীয় সুপার ওভারে তার নামা বৈধ নয়। কিন্তু তিনি দ্বিতীয় সুপার ওভারে নেমে দলের ১১ রানের মধ্যে সব রানই করেছিলেন তিন বলে। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী কোন ব্যাটার অসুস্থতা, চোট অথবা কোন উপায়হীন কারণে খেলতে না পারেন তাকে রিটায়ার্ড হার্ট নট আউট হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে তিনি আবার ব্যাট করার জন্য যোগ্য হবেন।
অন্য কোন কারণে তিনি মাঠ ছাড়লে আবার ফেরার ক্ষেত্রে প্রতিপক্ষ অধিনায়কের অনুমোদন লাগবে। এক্ষেত্রে আফগান অধিনায়ক ইব্রাহিব জাদরানের সায় প্রয়োজন। তিনি সেটা দিয়েছিলেন কিনা জানা যায়নি। ম্যাচ শেষে আফগানিস্তান কোচ জনাথন ট্রট বলেন তার এই ব্যাপারে কোন ধারণাই নেই, ‘আমার কোন ধারণা নেই। কখনো কি দুটি সুপার ওভার হয়েছে? আমি এটাই বলার চেষ্টা করেছি। এটা একদমই নতুন ব্যাপার। নিয়মগুলো আমরা প্রতিনিয়ত পরীক্ষা করছি, জানছি।’
দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান আজমতুল্লাহ ওমরজাইকে বল করাতে চেয়েছিল। কিন্তু একই বোলার পর পর দুই সুপার ওভারে বল করতে পারেন না বলে সেটা করানো যায়নি। এরপর ফরিদ আহমেদকে বল তুলে দেওয়া হয়।
ফরিদ অবশ্য খারাপ করেননি। রোহিতের কাছে প্রথম তিন বলে ১১ রান দিলেও পরের তিন বলে আর কোন রান দেননি, ভারতের সুপার ওভার ইনিংস থেমে যায়। ১২ রানের নাগালে থাকা লক্ষ্যে রবি বিষ্ণুইর বলে সমীকরণ মেলাতে পারেনি আফগানিস্তান। মোহাম্মদ নবি ফেরেন প্রথম বলে। পরে আউট হন রাহমানুল্লাহ গুরবাজও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া