‘প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ’
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে আজ থেকে। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারও চট্টগ্রামের নেতৃত্বে থাকছেন স্পিন অলরাউন্ডার শুভাগত হোম। তার প্রত্যাশা, প্রথম ম্যাচ জিততে পারলে পুরো টুর্নামেন্টটাই সহজ হয়ে যাবে। আর ম্যাচ জয়ের ক্ষেত্রে ১৬০/১৭০ রান হলেই সেটা লড়াকু পুঁজি হবে বলে বিশ্বাস তার। বিপিএল শুরু হচ্ছে, নিজেদের প্রস্তুতি কেমন? গতকাল এ বিষয়ে জানতে চাইলে শুভাগত হোম বলেন, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি। অনুশীলনটা ভালোভাবে করার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার সে তেমনভাবেই নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই খেলবো। আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে আমাদের।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘গেল বছর কিন্তু মিরপুরের উইকেটটা বেশ ভালো ছিল । আমরা আশা করব এবারও ভালো উইকেটই থাকবে। ব্যাটিং- বোলিং বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটিং বোলিং দুই বিভাগই যেন দলগুলো ভালো করতে পারে সে রকম স্পোর্টিং উইকেট চাই।’
অধিনায়কত্বের বিষয়টা নতুন চ্যালেঞ্জ কি না? বিপিএল টুর্নামেন্টটাকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নে শুভাগতের উত্তর, ‘চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আমার। আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি,আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়। দলে তানজিদ তামিম, দীপু, শহিদুল, আলামিনদের মতো তরুণ খেলোয়াড় আছে। সব মিলিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই সবার ভূমিকাটা জানে, সবাই সবার ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’
টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলের মিস ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। চট্টগ্রামের অধিনায়ক আরও বলেন, ‘এসব নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এটা ব্যবস্থাপনার অংশ। বিসিবি, ব্যবস্থাপনা, ফ্র্যাঞ্চাইজিরা যেটা ভালো মনে করবে, সেটাই হবে। এখানে আমার যে ভূমিকা, আমি সেটাই পালন করার চেষ্টা করছি।’ প্রতিপক্ষ নিয়ে স্টাডি করা হয়েছে কি না? কিংবা এই উইকেটে কত রান হলে জেতা যাবে? জানতে চাইলে শুভাগত হোম বলেন, ‘এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০/১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে।’ নিজেদের প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক বলেন, ‘আমরা গতবার ডেথ ওভারে পেস বোলিংয়ে বেশ স্ট্রাগল করেছি। এবার সেভাবে আমরা গোছানোর চেষ্টা করেছি এবং আমরা ভালো পেস বোলার পেয়েছি, স্পিনারও আছে। তো সে বিষয়টা হয়তো এবার আমরা রিকভার করতে পারব।’
সব মিলিয়ে এবারের বিপিএলে খুব আত্মবিশ্বাসী চট্টগ্রামের অধিনায়ক। তার কথায়, ‘এ বছর আমাদের যে দল হয়েছে, যে খেলোয়াড় আছে, তাতে সবাই আত্মবিশ্বাসী যে, আমাদের প্রথম লক্ষ্য প্লে অফ, আমরা সে লক্ষ্যের দিকেই মনোযোগটা দিচ্ছি। আশা করছি আমরা প্লে অফ খেলতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!