রেকর্ডময় ম্যাচে চট্টগ্রামকে উড়িয়ে দিল কুমিল্লা
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
লিটন কুমার দাস আর মইন আলিকে নিয়ে প্রথমে ঝড়ো সেঞ্চুরি উপহার দিলেন উইল জ্যাকস। দল পেল রেকর্ড সংগ্রহ। পরে বল হাতে মইন করলেন হ্যাটট্রিক, জ্যাকস নিলেন রেকর্ড পাঁচটি ক্যাচ। দারুণ বোলিংয়ে রিশাদ হোসেনও নিলেন ৪ উইকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এমন আলো ঝলমলে দিনে স্রেফ উড়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের দশম আসরের ২৯তম ম্যাচে মঙ্গলবার কুমিল্লার জয় ৭৩ রানের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। ২৪০ রানের রেকর্ড রান তাড়ায় ১৬.৩ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।
চলতি আসরে এ নিয়ে টানা তৃতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে আট ম্যাচে কুমিল্লার ষষ্ঠ জয় এটি। নয় ম্যাচে চট্টগ্রাম পেল চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ।
৩ উইকেট হারিয়ে কুমিল্লা তোলে ২৩৯ রান। বিপিএলে যা যৌথ সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে রংপুর এই চট্টগ্রামের বিপক্ষেই ২৩৯ রান তুলেছিল। সেটিও ছিল চট্টগ্রামে। বিপিএলে সর্বোচ্চ নয়টি স্কোরই উঠেছে এই চট্টগ্রামে।
৫৩ বলে ১০ ছক্কা আর ৫ চারে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছেন জ্যাকস। ৩১ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৬০ রান করেছেন লিটন। পরে নেন পাঁচটি ক্যাচ। বিপিএল ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। ম্যাচে ৪টি ক্যাচ আছে পাঁচজনের।
স্রেফ ২৪ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৩ রানে অপরাজিত থাকেন মইন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি থেকে এসেছে ৫৩ বলে ১২৮ রান।
৪ ওভারে ২৭ রান দিয়েছেন নাহিদুজ্জামান। বাকি ৫ বোলারই দিয়েছেন ওভারপ্রতি কমপক্ষে ১১ রান। ৪ ওভারে ৬৯ রান বিলিয়ে উইকেটশুন্য আল-আমিন হোসেন। বিপিএল ইতিহাসে যা সবচেয়ে খরুচে বোলিং।
একই মাঠে ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকা প্লাটুনের বিপক্ষে চট্টগ্রামেরই নাসির হোসেন ৪ ওভারে দেন ৬০ রান। প্রায় চার বছর পর বিব্রতকর এই রেকর্ড থেকে মুক্তি পেলেন বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা অফ স্পিনার।
লক্ষ্য তাড়ায় জস ব্রাউন ও তানজিদ হাসানের ৭.৩ ওভারে ৮০ রানের জুটিতে দারুণ শুরু পায় চট্টগ্রাম। ২৪ বলে ৫টি চার ও ২ ছক্কায় তানজিদ মুস্তাফিজের শিকার হওয়ার পর পথ হারায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরিতিতে উইকেট হারায় তারা। ব্রাউনের ২৩ বলে ৩৬ আর সৈকত আলির ১১ বলে ৫ ছক্কা আর ১ চারে করা ৩৬ রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র।
চট্টগ্রামের শেষ তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের খাতায় নাম লেখান মইন। ইনিংসের ১৭তম ওভারের প্রথম তিন বলে উইকেট নিয়ে হ্যাট্টিক করেন এবারের আসরে প্রথম খেলতে নামা মইন। বিপিএলের ইতিহাসে এটি অষ্টম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশের চারজন, পাকিস্তানের দু’জন, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের একজন বোলার হ্যাট্রিক করার কীর্তি গড়েন। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
সব মিলিয়ে মাচে ৩.৩ ওভারে এদিন মইনের শিকার ২৩ রানে ৪ উইকেট। তবে ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের শিবিরে সবচেয়ে মোক্ষম আঘাত হানেন রিশাদ।
দারুণ সময়ে ব্রেকথ্রু এনে মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। তবে ৩ ওভারে তাকে গুনতে হয় ৪৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ২৩৯/৩ (লিটন ৬০, জ্যাকস ১০৮*, হৃদয় ০, গেস্ট ১০, মইন ৫৩*; নিহাদউজ্জামান ৪-১-২৭-০, আল আমিন ৪-০-৬৯-০, বিলাল ৪-০-৪৪-০, শহিদুল ৪-০-৪৯-২, ক্যাম্ফার ২-০-২৩-০, সৈকত ২-০-২৩-১)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬.৩ ওভারে ১৬৬ (ব্রাউন ৩৬, তানজিদ ৪১, ব্রুস ১১, শাহাদাত ১২, সৈকত ৩৬, ক্যাম্ফার ৫, শুভাগত ১৯, শহিদুল ২, নিহাদউজ্জামান ০*, আল আমিন ০, বিলাল ০; মইন ৩.৩-০-২৩-৪, তানভির ৪-০-৫৩-০, ফোর্ড ২-০-২১-০, মুস্তাফিজ ৩-০-৪৬-২, রিশাদ ৪-০-২২-৪)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: উইল জ্যাকস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ