জুটিতে জাপানের বিশ্ব রেকর্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম
দুই ওপেনার খেললেন পুরো ২০ ওভার। দুজনই করলেন সেঞ্চুরি। দুটি ঘটনাই আগেও ঘটেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে এবার নতুন রেকর্ডের জন্ম দিলেন জাপানের লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্দেল কাদোওয়াকি-ফ্লেমিং। অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করলেন ২৫৮ রান! আন্তর্জাতিক তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটি বিশ্ব রেকর্ড। লাচলান ও কেন্দেলের সৌজন্যে বিশ ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো যে কোনো উইকেটে দেখা গেল আড়াইশ রানের জুটি।
হংকংয়ে চলমান ইস্ট এশিয়া কাপের ম্যাচে গতকাল চীনের বিপক্ষে এই কীর্তি গড়েছেন জাপানের দুই ওপেনার। মংককের মিশন রোড মাঠে পুরো ২০ ওভার খেলে লাচলান অপরাজিত ছিলেন ১৩৪ রানে। অধিনায়ক কেন্দেল করেছেন ১০৯ রান। ক্যারিয়ার সেরা ইনিংসে ৬৮ বলে ৮ চার ও ১২টি ছক্কা মারেন লাচলান। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করা কেন্দেলের ৫৩ বলের ইনিংস সাজানো ৩ চার ও ১১ ছক্কায়।
টি-টোয়েন্টিতে এত দিন ধরে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল আফগানিস্তানের উসমান ঘানি ও হাজরাতউল্লাহ জাজাইয়ের। দেরাদুনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতেই ২৩৬ রান যোগ করেছিলেন তারা। প্রায় পাঁচ বছর ওই রেকর্ড নতুন করে লিখলেন লাচলান ও কেন্দেল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ওপেনারের সেঞ্চুরির দ্বিতীয় ঘটনা এটি। ২০২২ সালের মে মাসে বুলগেরিয়ার বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন চেক প্রজাতন্ত্রের দুই ওপেনার সাবাউন দাভিজি (১১৫*) ও ডিলান স্টেইন (১০৬)। দুই ওপেনারের পুরো বিশ ওভার খেলার ঘটনাও আছে একটি। ২০২২ সালের মে মাসে বুলগেরিয়ার বিপক্ষেই অবিচ্ছিন্ন থেকে পুরো ২০ ওভার কাটিয়ে দেন জিব্রাল্টারের দুই ওপেনার অভিনাষ পাই ও লুইস ব্রুস। সেদিন দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেননি। অভিনাষ ৮৬ ও ব্রুস ৯৯ রানে অপরাজিত ছিলেন।
লাচলান ও কেন্দেলের জুটির বিশ্ব রেকর্ডের দিন ছক্কার তালিকায়ও নাম তুলেছে জাপান। দুজন মিলে ছক্কা মেরেছেন মোট ২৩টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে শুধু নেপালের। গত বছরের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬টি ছক্কা মেরেছিল তারা। রেকর্ড বইয়ে ওলটপালট করা ম্যাচটি বড় ব্যবধানে জিতেছে জাপান। চীনকে ৭৮ রানে অলআউট করে জাপানের জয় ১৮০ রানে। যা তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় জয় আছে ৬টি।
আইসিসি সকল সদস্য দেশের বিশ ওভারের ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকেই মূলত দেখা মিলছে সহযোগী দেশগুলোর এমন রেকর্ডের। জাপানের এই বিশ্ব রেকর্ডও হয়তো টিকবে না খুব বেশি দিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট