জোড়া সেঞ্চুরিতে ভারতের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুরুর ধাক্কাটা বেশ দারুণভাবেই সামলে নিলেন রবীন্দ্র জাদেজা। এরপর ইনিংস মেরামত তো করেছেনই, দলকে বড় পুঁজির দিকেই এগিয়ে নেন এই দুই ব্যাটার। দুই ব্যাটারই পেয়েছেন তিন অঙ্কের দেখা। সঙ্গে অভিষিক্ত সরফরাজ খানের দারুণ ব্যাটিং। তাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। গতকাল রাজকোটে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩২৬ রান তুলেছে ভারত। এদিন ৮৬ ওভার খেলা গড়িয়েছে মাঠে।
তবে দিনের শুরুটা কী দারুণভাবেই না করেছিল ইংল্যান্ড। ৩৩ রানেই ভারতের তিনটি উইকেট তুলে নিয়েছিল তারা। শুরুতে বল হাতে আগুন ঝরান এই টেস্টেই সুযোগ পাওয়া মার্ক উড। দলীয় ২২ রানেই যশস্বী জসওয়ালকে সিøপে জো রুটের ক্যাচে পরিণত করে ওপেনিং জুটি ভাঙেন এই পেসার। পরের ওভারে ফিরে শুবমান গিলকে ফেরান খালি হাতে। তাকে উইকেটরক্ষক বেন ফোকসের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর রজত পাতিদারকে ফিরিয়ে স্বাগতিকদের বড় চাপে ফেলে দেন টম হার্টলি। কভারে বেন ডাকেটের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চারে নামা এই ব্যাটার। এরপর রোহিতের সঙ্গে জাদেজার প্রতিরোধ। তবে ব্যক্তিগত ২৭ রানে ফিরতে পারতেন ভারতীয় অধিনায়ক। হার্টলির বলে ব্যাটের বাইরে কানায় লাগলে দ্বিতীয় সিøপে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। কিন্তু সে সুযোগ লুফে নিতে পারেন রুট।
জীবন পেয়ে বাকি সময় বেশ সাবলীলভাবেই খেলেন রোহিত। জাদেজার সঙ্গে ২০৪ রানের জুটি গড়েই উডের তৃতীয় শিকারে পরিণত হন অধিনায়ক। উডের শর্ট বলে টপএজ হয়ে মিডউইকেটে ইংলিশ অধিনায়ক স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এর আগে ১৯৬ বলে খেলেন ১৩১ রানের ইনিংস। ১৫৭ বলে তিন অঙ্ক স্পর্শ করা এই ওপেনার নিজের ইনিংস সাজান ১৪টি চার ও ৩টি ছক্কায়।
অধিনায়ককে হারানোর পর তরুণ সরফরাজকে নিয়ে দলের হাল ধরেন জাদেজা। পঞ্চম উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। যেখানে সিংহভাগ রান আসে সরফরাজের ব্যাট থেকে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। তবে জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারৎ দিয়ে রানআউট হয়ে ফিরেছেন তিনি। ৯টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। এরপর সেঞ্চুরি তুলে নেন জাদেজাও। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১০ রান করেছেন এই অলরাউন্ডার। ২১২ বলের ইনিংসটিতে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গে অপরাজিত রয়েছেন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কুলদিপ যাদব। ১ রানে অপরাজিত আছেন তিনি।
ইংল্যান্ডের পক্ষে ৬৯ রানের খরচায় ৩টি উইকেট পান মার্ক উড। একটি শিকার হার্টলির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট