ডাকেটের ঝড়ো শতকে ইংল্যান্ডের জবাব
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম
ভারতের করা প্রায় সাড়ে চারশ রানের জবাবে ওভারপ্রতি প্রায় ৬ করে রান তুলল ইংল্যান্ড। রেকর্ড গড়া সেঞ্চুরিতে তাতে নেতৃত্ব দিলেন বেন ডাকেট। এই ওপেনারের অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছে ইংল্যান্ড।
রাজকোট টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২০৭ রান। স্রেফ ১১৮ বলে ২১টি চার ও ৩ ছক্কায় ১৩৩ রান করে ব্যাটিংয়ে আছেন ওপেনার ডাকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয় ভারত।
এখনও ২৩৮ রানে পিছিয়ে ৮ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করবেন ডাকেট ও জো রুট (১৩ বলে ৯)।
৮৮ বলে শতক পূর্ণ করেন ডাকেট। টেস্টে ইংলিশ কোনো ওপেনারের যা দ্বিতীয় দ্রুততম শতক। তবে ভারতের বিপক্ষে এটিই দ্রুততম শতক। ডাকেট ভেঙে দিয়েছেন গ্রাহাম গুচের প্রায় ২৪ বছরের রেকর্ড। ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে ৯৫ বলে শতক ছুঁয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক গুচ।
ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ডাকেটের চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পেরেছেন কেবল দুজন। ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে ৮৫ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। ২০০১ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট শতরানে পৌঁছান ৮৪ বলে।
৫ উইকেটে ৩২৬ রান নিয়ে দিন শুরু করে ভারত। আগের দিনের ১১০ রানের সাথে এদিন স্রেফ ২ রান যোগ করতে পারেন রবীন্দ্র জাদেজা। ২২৫ বলে ১১২ রানের ইনিংসটি এই অলরাউন্ডার সাজান ৯টি চার ও ২টি ছক্কায়।
আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার কুলপিদ যাদবও আউট হন ৩ রান যোগ করে ৪ রানে। এরপর অষ্টম উইকেটে ১৭৫ বলে ৭৭ রানের জুটি গড়েন অভিষিক্ত ধ্রুব জুরেল ও রবীচন্দ্রন আশ্বিন। ৮৯ বলে ৩৭ রান করা আশ্বিনকে মিড অনে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রেহান আহমেদ।
খানিক পর রেহানের বলেই কটবিহাইন্ড হন জুরেল। অভিষেকে ১০৪ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৪৬ রান করেন এই কিপার-ব্যাটার। ক্যারিয়ারে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
শেষ উইকেট জুটিতে মোহাম্মাদ সিরাজকে নিয়ে মুল্যাবান ৩০ রান যোগ করেন জাসপ্রিত বুমরাহ। ব্যাট হাতে ২৮ বলে ২৬ রান করেন এই পেসার।
১১৪ বলে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার মার্ক উড। ৮৫ রানে দুটি নেন রেহান।
জবাবে ৮৯ রানের দারুণ শুরু পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসের দ্বাদশ ওভারে বোলিংয়ে আসেন আশ্বিন। নিজের প্রথম ওভারে দেন ৩ রান। পরের ওভারের প্রথম বলেই ক্রলিকে ফাইন লেগে ক্যাচ বানিয়ে ভাঙেন ৮৯ রানের জুটি। নিজে পা রাখেন ৫০০ উইকেটের চূড়ায়।
ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের ঠিকানায় পৌঁছালেন এই স্পিনার। এই ডান হাতি অফ স্পিনার মাইলফলকটি স্পর্শ করলেন ৯৮তম টেস্টে। তার চেয়ে কম টেস্ট খেলে পাঁচশ উইকেটের ঠিকানায় পৌঁছাতে পারেন কেবল শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধারান, ৮৭ ম্যাচে। অনিল কুম্বলের লেগেছিল ১০৫ টেস্ট, শেন ওয়ার্নের ১০৮।
বলের হিসাবেও দ্বিতীয় দ্রুততম পাঁচশ উইকেটের মাইলফলক ছুঁলেন অশ্বিন। তার লেগেছে ২৫ হাজার ৭১৪ বল। এখানে তার ওপরে আছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান পেসারের লেগেছিল ২৫ হাজার ৫২৮ বল।
টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ৬১৯ উইকেট সাবেক স্পিনার কুম্বলের। সাবেক অলরাউন্ডার কাপিল দেব তিন নম্বরে আছেন ৪৩৪ উইকেট নিয়ে।
ক্রলি ফিরলে অলিভার পোপকে নিয়ে ডাকেট গড়েন ১০২ বলে ৯৩ রানের জুটি। পোপকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন সিরাজ। ৫৫ বলে ৩৯ রান করেন পোপ।
এখন পর্যন্ত ওভারপ্রতি ৫.৯১ করে রান তুলেছে ইংল্যান্ড। যেখানে ভারত রান করেছে ওভারপ্রতি ৩.৪০ করে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন ৩২৬/৫) ১৩০.৫ ওভারে ৪৪৫ (জাদেজা ১১২, কুলদিপ ৪, জুরেল ৪৬, অশ্বিন ৩৭, বুমরাহ ২৬, সিরাজ ৩*; অ্যান্ডারসন ২৫-৭-৬১-১, উড ২৭.৫-২-১১৪-৪, হার্টলি ৪০-৭-১০৯-১, রুট ১৬-৩-৭০-১, রেহান ২২-২-৮৫-২)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫ ওভারে ২০৭/২ (ক্রলি ১৫, ডাকেট ১৩৩*, পোপ ৩৯, রুট ৯*; বুমরাহ ৮-০-৩৪-০, সিরাজ ১০-১-৫৪-১, কুলদিপ ৬-১-৪২-০, অশ্বিন ৭-০-৩৭-১, জাদেজা ৪-০-৩৩-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকের বদলির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত
হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ
মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ
শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা
গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু