খুলনাকে ‘বিদায়’ দিয়ে প্লে অফে চট্টগ্রাম
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
প্লে অফ নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না দুই দলের কারোরই। সেই লড়াইয়ে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে এগিয়ে নিলেন তানজিদ হাসান তামিম। পরে একযোগে জ্বলে উঠলেন বোলাররাও। খুলনা টাইগার্সের আশা মাড়িয়ে সেই লড়াইয়ে জিতে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিলে (বিপিএল) খুলনাকে ৬৫ রানে হারায় বন্দর নগরীর দলটি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান করে চট্টগ্রাম। ৬৫ বলে ৮টি করে চার ও ছক্কায় ১১৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তানজিদ। জবাবে ১ বল বাকি থাকতে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনা। এই হারে প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গেল খুলনার। পক্ষান্তরে আসরের তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করল চট্টগ্রাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমকে হারায় চট্টগ্রাম। ১ রান করে খুলনার স্পিনার নাসুম আহমেদের শিকার হন ওয়াসিম। শুরুতেই সতীর্থকে হারালেও দায়িত্ব নিয়ে চট্টগ্রামের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার তানজিদ। দ্বিতীয় উইকেটে সৈকত আলিকে নিয়ে ৩৭ বলে ৫৬ রান যোগ করেন তিনি। জুটিতে ৩টি চারে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের শিকার হন সৈকত। তার সাথে হাফ-সেঞ্চুরির জুটির পর তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের টম ব্রুসের সাথে ৬১ বলে ১১০ রান তোলেন তানজিদ। এই জুটি গড়ার পথেই ৩২ বলে হাফ-সেঞ্চুরির পর টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিও তুলে নেন তানজিদ। এবারের বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করতে ৫৮ বল খেলেছেন তিনি। বিপিএলের ইতিহাসে ৩২তম সেঞ্চুরি করলেন তানজিদ।
১৯তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেলের শিকার হওয়ার আগে ৮টি করে চার-ছক্কায় ৬৫ বলে ১১৬ রানের নান্দনিক ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ। এই ইনিংস খেলার পথে চলতি বিপিএলে এ পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ১৭০ রানে তানজিদ ফেরার পর শেষ ১১ বলে ২২ রান যোগ করতে পারে চট্টগ্রাম। ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। ২টি চারে ৫ বলে ১০ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। ২৩ বলে ২টি করে চার-ছক্কায় ব্রুস ৩৬ ও অধিনায়ক শুভাগত হোম ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন। খুলনার পারনেল-নাসুম-হোল্ডার ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারেই পারভেজ হোসেন ইমনকে (৮ বলে ৬) হারায় খুলনা। এরপর তারা পায় ইনিংসের সর্বোচ্চ ৩৫ বলে ৫৪ রানের জুটি। ২৪ বলে সর্বোচ্চ ৩৫ রান করা এনামুল হককে ফিরিয়ে জুটি ভাঙেন শহিদুল ইসলাম। এরপর একসাথে জ্বলে ওঠে চট্টগ্রামের বোলিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় খুলনা। অঙ্কের হিসেবে খুলনার সম্ভাবনা টিকে আছে এখনও। শুক্রবার তারা বিশাল ব্যবধানে সিলেট স্ট্রাইকার্সকে হারাতে পারলে এবং সেদিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ফরচুন বরিশাল বাজেভাবে হেরে গেলে খুলনার সুযোগ থাকবে। তবে দুই দলের রান রেটের ব্যবধান এতটাই যে (খুলনার -০.৪০০, বরিশালের +০.৪৩৪), খুলনার সম্ভাবনা নেই বললেই চলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড