শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম
‘হাই স্কোরিং থ্রিলার’ সম্ভবত একেই বলে! বড় রান তাড়ায় ম্যাচের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয় উপহার দিলেন টিম ডেভিড। সম্ভাবনা জাগিয়েও সিরিজে এগিয়ে যাওয়া হলো না নিউজিল্যান্ডের।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে শীর্ষ সারির ব্যাটারদের মিলিত প্রচেষ্টায় ৩ উইকেটে ১২৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে মিচেল মার্শের অপরাজিত ৭২ রানের ইনিংসে জয়ের পথ রচনা করে অজিরা। কিউইদের এই মাঠে প্রথমবার দুইশ রান তাড়া করে জিতল কোনো দল।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল শেষ ২ ওভারে ৩৫ রান। ১৯তম ওভারে শেষ তিন বলে অ্যাডাম মিল্নকে এক চার ও দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন টিম ডেভিড। শেষ ওভারে ১৬ রানের সমীকরণের সামনে অস্ট্রেলিয়া প্রথম তিন বলে নিতে পারে কেবল ৪ রান। এরপর আবারও দৃশ্যপটে আসেন ডেভিড। টিম সাউদিকে ছক্কায় উড়ানোর পর নেন ডাবল। এরপর শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত এক জয় এনে দেন ডেভিড।
শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান রাখা ডেভিড করেন ৩১ রান। তার ১০ বলের বিস্ফোরক ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ২ চারে।
তবে ম্যাচের নায়ক অবশ্য মার্শ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ ছক্কা ও ২ চারে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়া অধিনায়ক। এর আগে চমৎকার বোলিংয়ে ২১ রান দিয়ে নেন ১ উইকেট।
অ্যারোন ফিঞ্চকে টপকে এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েন গ্লেন ম্যাক্সওয়েল (১০৪ ম্যাচ)। নিউজিল্যান্ডের হয়ে একই রেকর্ডের পথে মার্টিন গাপটিলকে ছাড়িয়ে যান টিম সাউদি (১২৩ ম্যাচ)।
ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন ১৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩২ রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১১৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে ও তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্র।
১৬তম ওভারে কনওয়ে ও রবীন্দ্রর জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ২টি চার ও ৬টি ছক্কায় ৩৫ বলে ৬৮ রানে আউট হন রবীন্দ্র। পরের ওভারে অসি অধিনায়ক মিচেল মার্শের শিকার হন ৫টি চার ও ২টি ছক্কায় ৪৬ বলে ৬৩ রান করা কনওয়ে।
দুই সেট ব্যাটার ফেরার পর শেষ দিকে চতুর্থ উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৪১ রান যোগ করে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে ২১৫ রানের বড় সংগ্রহ এনে দেন গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। ফিলিপস ১০ বলে ১৯ এবং চাপম্যান ১৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার কামিন্স-মার্শ ও স্টার্ক ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে সপ্তম ওভারে দলীয় ৬৯ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৪ এবং ডেভিড ওয়ার্নার ১টি চার ও ৩টি ছক্কায় ২০ বলে ৩২ রান করেন।
চার নম্বরে নেমে ২টি করে চার-ছক্কায় ১১ বলে ২৫ রানে থামেন হার্ড-হিটার গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ১১১ রানে ম্যাক্সওয়েল ফেরার পর চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬১ রানের তুলে অস্ট্রেলিয়ার জয়ের আশা বাঁচিয়ে রাখেন মার্শ ও উইকেটরক্ষক জশ ইংলিশ।
২০ বলে ২০ রান করে ইংলিশ যখন ফিরেন তখন শেষ ১৯ বলে ৪৪ রান দরকার পড়ে অস্ট্রেলিয়ার। ১৯তম ওভারে টিম ডেভিডের ব্যাটে ১টি চার ও ২টি ছক্কায় ১৯ রান পায় অসিরা। এতে শেষ ওভারে জিততে ১৬ রান দরকার পড়ে অস্ট্রেলিয়ার।
টিম সাউদির করা শেষ ওভারের প্রথম ৩ বলে ৪ রান পায় অস্ট্রেলিয়া। চতুর্থ বলে ছক্কা মারেন ডেভিড। পরের বলে ২ রান নিলে শেষ ডেলিভারিতে বাউন্ডারির দরকার পড়ে অসিদের। ডিপ মিড উইকেট ও লং-অনের মাঝ দিয়ে চার মেরে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয় এনে দেন ডেভিড।
২টি চার ও ৩টি ছক্কায় ১০ বলে অপরাজিত ৩১ রান করেন ডেভিড। ২টি চার ও ৭টি ছক্কায় ৪৪ বলে ৭২ রানের ইনিংসে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন মার্শ।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিও হবে একই মাঠে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ট্রেন্ট বোল্ডকে দলে পাবে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২১৫/৩ (অ্যালেন ৩২, কনওয়ে ৬৩, রাভিন্দ্রা ৬৮, ফিপিলিস ১৯*, চ্যাপম্যান ১৮*; স্টার্ক ৪-০-৩৯-১, হেইজেলউড ৪-০-৩৬-০, ম্যাক্সওয়েল ২-০-৩২-০, কামিন্স ৪-০-৪৩-১, মার্শ ৩-০-২১-১, জ্যাম্পা ৩-০-৪২-০)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২১৬/৪ (হেড ২৪, ওয়ার্নার ৩২, মার্শ ৭২*, ম্যাক্সওয়েল ২৫, ইংলিস ২০, ডেভিড ৩১*; সাউদি ৪-০-৫২-০, মিল্ন ৪-০-৫৩-১, ফার্গুসন ৪-০-২৩-১, স্যান্টনার ৪-০-৪২-১, সোধি ৪-০-৪২-০)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মিচেল মার্শ
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড