‘সেরা চার’ নিয়ে ঢাকায় ফেরা
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
চট্টগ্রামে যাবার আগেই প্লে অফে এক পা দিয়েই রেখেছিল গত দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দর নগরীতেই জয়ের ধারা ধরে রেখে প্রথম দল হিসেবে প্লে-অফের পর কোয়ালিফায়ারও নিশ্চিত করে ফেলে সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানদের রংপুর। টানা ৮ ম্যাচ জয়ের পর গতপরশু চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ৬ উইকেটে হারাটাও তাই তাদের গায়ে লাগছে না। এদিনের জয়ে কোয়ালিফায়ারে উঠে গেছে কুমিল্লাও, যেখানে আগামীকাল ঢাকায় বিপিএলে গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। আর বলতে গেলে হিসেবের বাইরে থেকেই অসম এক প্রতিযোগীতার লড়াইয়ে মিরপুরের সন্ধ্যায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। যদিও সাগরিকায় পরশুর প্রথম ম্যাচে খুলনাকে অনেকটা বিায়ের পথ দেখিয়ে ৬৫ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ হিসেবে বরিশালও একরকম নিশ্চিতই বলা যায়।চট্টগ্রাম পর্বে প্লে-অফে দুটি জায়গার জন্য মূলত ফরচুন বরিশাল, চট্টগ্রাম ও খুলনার মধ্যে ত্রিমুখী লড়াই ছিল। টানা হারের মধ্যে থাকা দুর্দান্ত ঢাকা ও গতবারের রানার্সআপ সিলেটের সম্ভাবনা ছিল খাতা-কলমেই। সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেনি তারা। রংপুর ও কুমিল্লার পর চট্টগ্রামও প্লে-অফ নিশ্চিত করে ফেলায় কার্যত নিশ্চিত হয়ে গেছে বরিশালও। প্লে-অফের আগে ২৩ ফেব্রুয়ারি মিরপুরের দুটি ম্যাচ তাই এখন শুধুই আনুষ্ঠানিকতার! রংপুরকে টপকে কুমিল্লা পয়েন্ট তালিকার ১ নম্বরে যেতে পারে কি না, এ নিয়েই যা কৌতূহল।ঢাকায় বিপিএলের যবনিকা পত্তনের আগে আরেকটু নজর দিতে চাই চট্টগ্রামের দিকেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে চট্টগ্রামের সমীকরণ ছিল এমন- জিতলে প্লে-অফ নিশ্চিত, হারলে পড়ে যেতে হবে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণের মধ্যে। এমন চাপের ম্যাচে তানজিম হাসানের শতকে ১৯২ রান তোলা চট্টগ্রাম পরে খুলনাকে আটকে দেয় ১২৭ রানেই। প্লে-অফে যেতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না খুলনার, সেখানে বোলিং-ব্যাটিং কোনোটিতেই সুবিধা করতে পারেনি তারা। প্রথম ৪ ম্যাচ জিতে বিপিএল শুরু করেছিল খুলনা, কিন্তু পরের ৭ ম্যাচে জিতেছে মাত্র ১টিতে।এই হারের পর খুলনার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত কাগজে-কলমেই। বরিশালের পয়েন্ট ১২, খুলনার ১০। দুই দলেরই বাকি ১টি করে ম্যাচ। নেট রানরেটেও খুলনা (-০.৪০০) বরিশালের (+০.৪৩৪) চেয়ে অনেকটাই পিছিয়ে। চট্টগ্রামের কাছে বড় ব্যবধানে হার নেট রানরেটেও ভালো প্রভাব ফেলেছে। ফলে খুলনাকে প্লে-অফে যেতে আগামীকাল কুমিল্লার কাছে বরিশালকে হারতে হবে বিশাল ব্যবধানে, পরে সিলেটের বিপক্ষে খুলনাকে জিততে হবে বড় ব্যবধানে। তার ওপর বরিশাল আছে দারুণ ফর্মে। প্রথম ৪ ম্যাচের ৩টি হারলেও পরের ৭ ম্যাচে ৫টিই জিতেছে তামিম ইকবালের দল। সব মিলিয়ে খুলনার কাজটা যে প্রায় অসম্ভব, সেটি বলার অপেক্ষা রাখে না। প্লে-অফের নিয়ম অনুযায়ী, প্রথম দুটি দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। ২৬ ফেব্রুয়ারির সেই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে, পরাজিত দলের সুযোগ থাকবে আরেকটি। তখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে।এতো গেল পয়েন্ট টেবিলের হিসাব। ঢাকা সিলেটের ম্যাড় ম্যাড়ে এক বিপিএলে রানের ফোয়ারা ছুটিয়ে অনুমিতভাবেই কিছুটা রং ছড়িয়েছে চট্টগ্রাম পর্ব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের প্রথম ৮টিই রানপ্রসবা সাগরিকায়। এবারের আসরও ব্যতিক্রম নয়, এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের প্রথম দুটিই এসেছে চট্টগ্রামে। এই তালিকাতেও সর্বোচ্চ স্কোরের প্রথম দুটি নামও রংপুর-কুমিল্লার। ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই বিপিএলের রেকর্ড ২৩৯ রান তুলেছিল কুমিল্লা (চট্টগ্রামের বিপক্ষে), ঠিক পরের ম্যাচেই রংপুর ২১৯ রান তুলেছিল খুলনার বিপক্ষে। উইন্ডিজ সিপিএল, দুবাই আইএল, আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগ শেষ হয়ে যাওয়ায় বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকেই বেড়েছে বিদেশি তারকা ক্রিকেটের ভিড়। তাতে ম্যাচ হয়েছে জমজমাট। এবার মিরপুরে কি পাওয়া যাবে ফ্রাঞ্জাইজি ক্রিকেটের ধুন্ধুমার স্বাদ?
পয়েন্ট টেবিলদল ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রেরংপুর ১২ ৯ ৩ ১৮ ১.৪৩৮কুমিল্লা ১১ ৮ ৩ ১৬ ১.২৭৯চট্টগ্রাম ১২ ৭ ৫ ১৪ -০.৪১০বরিশাল ১১ ৬ ৫ ১২ ০.৪৩৪খুলনা ১১ ৫ ৬ ১০ -০.৪০০সিলেট ১১ ৪ ৭ ৮ -০.৮৯১ঢাকা ১২ ১ ১১ ২ -১.৪২০
*প্লে অফ নিশ্চিতসম্ভাবনায় এগিয়েটিকে আছে হিসেবেবিদায় নিশ্চিত
শেষ রাউন্ডে মুখোমুখি২৩ ফেব্রুয়ারি কুমিল্লা-বরিশাল দুপুর দেড়টা খুলনা-সিলেট সন্ধ্যা সাড়ে ৬টা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড