‘টেস্ট স্পেশালিস্ট’ তাইজুল টি-টোয়েন্টিতেও ‘স্পেশাল’
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম
লিটন কুমার দাস হতভম্ব হয়ে ক্রিজে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল কীভাবে স্টাম্পে ছোবল দিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ঠিক বুঝে উঠতে পারছিলেন না যেন। আন্দ্রে রাসেলের চেহারায় অমন হতচকিত ভাব ফুটে ওঠেনি বটে। তবে ডেলিভারির গতি ও অ্যাঙ্গেলের বৈচিত্রে বিভ্রান্ত তিনিও কম হননি। দুটি আউট দেখেই মনে হচ্ছিল, তুখোড় কোনো বোলারের ঝলক এসব। অথচ সেই বোলারকে টি-টোয়েন্টির উপযোগীই মনে করা হয় না খুব একটা। বাংলাদেশের ক্রিকেটে তার মূল পরিচয় ‘টেস্ট স্পেশালিস্ট’। এরপর আর নামটি না বললেও চলে। বাংলাদেশ ক্রিকেটের অনুসারীমাত্রই বুঝে ফেলার কথা, তাইজুল ইসলাম ছাড়া আর কে!
এবারের বিপিএলও তার ক্যারিয়ারের এক টুকরো প্রতিচ্ছবি যেন। তাকে মাঠে নামানো হলেই বেশির ভাগ সময় ভালো করেছেন। কিন্তু তার পরও একাদশে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে চাতক পাখির মতো। এই যেমন গতকাল দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিলেন তিনি টুর্নামেন্টের ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ৪৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে পরে ম্যাচ সেরা হয়েছে তামিম ইকবাল। তবে ফরচুন বরিশালের জয়ের ভিত গড়ে দেওয়ার জন্য পুরস্কারটি অনায়াসে পেতে পারতেন তাইজুলও।
টুর্নামেন্টে বরিশালের ১২ ম্যাচের ¯্রফে ৫টিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এমন সীমিত সুযোগেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। সে¯্রফ একটি ম্যাচে খরুচে বোলিংয়ে উইকেটশূন্য ছিলেন তিনি, বাকি চারটি ম্যাচেই তিনি ছিলেন ক্ষুরধার। উইকেট নিয়েছে ৮টি। ওভারপ্রতি রান দিয়েছেন ¯্রফে ৬। এটা শুধু বরিশাল দলেই নয়, সাদা বলের ক্রিকেটে তাকে নিয়ে আস্থার ঘাটতি গোটা বাংলাদেশের ক্রিকেটেই।
ওয়ানডেতে যখনই সুযোগ পেয়েছেন, কার্যকর হয়েছেন বেশির ভাগ সময়ই। কিন্তু অভিষেকে ওয়ানডেতে হ্যাটট্রিকসহ রেকর্ড গড়া বোলিংয়ের পরও ৮ বছরের বেশি ক্যারিয়ারে সম্বল ¯্রফে ১৮ ম্যাচের অভিজ্ঞতা। টি-টোয়েন্টিতে তো অবস্থা আরও করুণ। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে সেই ২০১৯ সালের দুটি টি-টোয়েন্টি। কুমিল্লার বিপক্ষে দারুণ বোলিংয়ের পর সংবাদ সম্মেলনে সেই আক্ষেপই যেন ফুটে উঠল তাইজুলের কণ্ঠে, ‘ভালো কিছু করলে তো ভালো লাগেই। ভালো লাগাটাই স্বাভাবিক। যখন একজন ক্রিকেটারের আপনি ভরসা রাখবেন বা বিশ্বাস রাখবেন, তার ভালো করাটাই স্বাভাবিক। হয়তো এই জিনিসগুলোর অনেক সময় ঘাটতি ছিল। ক্রিকেটার হিসেবে আরেকজন ক্রিকেটারে পাশে থাকাটা ছিল গুরুত্বপূর্ণ। এজন্যই এই জিনিসগুলো আবার ফিরে আসে।’
তবে এটাও তিনি বললেন, বছরের পর বছর ধরেই সাদা বলের ক্রিকেটে উপেক্ষার পর এখন সেই বেদনা তাকে খুব একটা পোড়ায় না, ‘এরকম কিছু এখন আর লাগে না (যন্ত্রণা)... প্রথম দিকে লাগত। এখন অভ্যস্ত হয়ে গেছি। প্রতিটি ক্রিকেটার দেশের জন্য সব সংস্করণে খেলবে না। এটাই মেনে নিতে হবে। অনেক দেশেই অনেক ক্রিকেটার আছে, ভালো খেলার পরও তার সুযোগ আসে না। আমি একটা জিনিসই চেষ্টা করি, যে সময় সুযোগ আসবে, তখন যেন ভালো করে মেলে ধরতে পারি।’
সীমিত ওভারের ক্রিকেটে তাইজুলের ওপর আস্থা ঘাটতির মূল কারণ তার বোলিংয়ের ধরন। অনেকটাই প্রথাগত ঘরানার স্পিনার তিনি। আধুনিক স্পিনারদের মতো জোরের ওপর বোলিং খুব একটা করেন না, অনেক অস্ত্রের সমাহার নেই তার বোলিংয়ে। তাইজুল জানালেন, সেসব নিয়ে খুব ভাবনাও তার নেই। নিজের মতে বোলিং করেই তিনি সাফল্যের ছবি আঁকেন, ‘নতুন কিছু আয়ত্ত করার বিষয় নয় এখানে। হয়তো বলের রঙ আলাদা, তবে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে গেলে কিছু বৈচিত্র লাগবেই। সেটা গতির বৈচিত্র বলুন বা অ্যাঙ্গেলের বৈচিত্র, এই সাধারণ জিনিসগুলো সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা হলো গুরুত্বপূর্ণ। ওই জিনিসগুলো ভালো হচ্ছে।’
ক্যারিয়ারজুড়ে সীমিত ওভারের ক্রিকেটে খুব একটা সুযোগ না পেলেও আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলের ফেরানো হয়েছে তাকে। তবে তাতে উচ্ছ্বাসে তিনি ভেসে যাচ্ছে না। যাওয়া-আসার অধ্যায় তো কম দেখেননি ক্যারিয়ারে! তাইজুলও তাই দূর ভবিষ্যতে তাকাচ্ছেন না এখনই, ‘এই সিরিজের পরে সামনে আবার সুযোগ আসবে কি না, এটা আমিও জানি না। আমি বর্তমানে থাকব, বর্তমান নিয়েই চিন্তা করব। আমার এমনিতে সবসময় চিন্তা থাকেই যে বাংলাদেশের হয়ে ভালো কিছু করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড