চ্যাম্পিয়ন আইপিএল, তলানিতে বিপিএল
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম
ক্রিকেটে বাণিজ্যিকীকরণ বেড়ে যাওয়ায় এখন বছরের বেশির ভাগ সময় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো দখল করে রেখেছে। অর্থের ঝনঝনানির কারণে ক্রিকেটাররাও এসব লিগের দিকে ঝুঁকে পড়েছেন। ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজি মালিকদের আকৃষ্ট করতে প্রাইজমানিও (অর্থ পুরস্কার) দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকান মুদ্রায় ৭ কোটি র্যান্ড অর্থ পুরস্কার দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশি মুদ্রায় যা ৪০ কোটি টাকার কিছু বেশি। এরই মধ্য দিয়ে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দুইয়ে উঠে এল এসএ টোয়েন্টি। আইপিএলের পরেই এখন এসএ টোয়েন্টির অবস্থান।
অর্থবিত্তের দিক থেকে বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও সংস্থাটি আয়োজিত বিপিএল তালিকায় শীর্ষ পাঁচেও নেই। প্রাইজমানির দিক থেকে বিপিএলের অবস্থান নয়ে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের দশম আসর এখন শেষের পথে। এবারের আসরের প্রাইজমানি এখনো না জানালেও গত বছর সর্বশেষ আসরে দেওয়া ৪ কোটি টাকা প্রাইজমানিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। প্রাইজমানির দিক থেকে শীর্ষ ১০ লিগের তালিকায় বিপিএলের পর আছে শুধু শ্রীলঙ্কার ঘরোয়া আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা (৪৬ কোটি ৫০ লাখ রুপি) অর্থ পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট বিষয়ক বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রাইজমানিতে এত দিন ৩৯ কোটি টাকা (৫৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার) পুরস্কার দিয়ে আইপিএলের পরেই অবস্থান ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের। বিগ ব্যাশের চলমান আসরেও এই অর্থ পুরস্কার দেওয়া হবে। তালিকায় এর পরেই আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত আসরে ৩৮ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে, এবারের চলতি আসরে সেটি বাড়তে পারে পবে গুঞ্জন। সেক্ষেত্রে বিগ ব্যাশকেও ছাড়িয়ে যেতে পারে পিসিবিও। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আছে পাঁচে। এই লিগে মোট ২৩ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।
এর পরের অবস্থানে থাকা লিগকে চমকই বলতে হবে। ১৪ কোটি টাকা ২০ লাখ টাকা (১৩ লাখ মার্কিন ডলার) অর্থ পুরস্কারে ছয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা আইএল টি-টোয়েন্টি। গত বছর থেকে যাত্রা শুরু করা আইএল টি-টোয়েন্টি এরই মধ্যে বিপিএল কর্তৃপক্ষের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই লিগের সূচি বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এবং বিপিএলের চেয়ে অর্থ পুরস্কার বেশি হওয়ায় বেশির ভাগ বিদেশি ক্রিকেটার বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করে আরব আমিরাতে খেলতে যান। ফলে শীর্ষ সারির বা তারকা ক্রিকেটারের সংকটে ভোগে বিপিএল। এবারও তেমনটাই দেকা গেছে। যদিও সিপিএল আর আইএল টি-টোয়েন্টি শেষ হওয়ায় শেষের দিকে কিছুটা রঙ ছড়িয়েছে বিদেশি তারকায়।
আইএল টি-টোয়েন্টির পর আছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। এ টুর্নামেন্টে মোট ১৩ কোটি ৯০ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। যদিও টি-টোয়েন্টি ব্লাস্ট ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নয়। এতে অংশগ্রহণ করে ইংল্যান্ড ও ওয়েলসের ১৮টি কাউন্টি ক্লাব। ইসিবির ফ্যাঞ্চাইজি লিগ মূলত দ্য হান্ড্রেড। এই প্রতিযোগিতার প্রাইজমানি ৪ কোটি ১৭ লাখ টাকা। এটি ১০০ বলের সংস্করণ হলেও টি-টোয়েন্টি মর্যাদার। ৮ কোটি ২০ লাখ টাকা অর্থ পুরস্কারে এ তালিকায় আট নম্বরে আছে নিউজিল্যান্ডের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ।
টুর্নামেন্টের প্রাইজমানি কম হলেও ক্রিকেটারদের কিন্তু বেশা মোটা অঙ্কের বিনিময়ে চুক্তি করে ফ্রাঞ্চাইজিগুলো, বিশেষ করে বিদেশিদের। ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক খুব বেশি হয় না বিপিএলে। তবে সরাসরি চুক্তিতে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক থাকে আকাশচুম্বি। তাদের সঙ্গে সাধারণত ম্যাচের সংখ্যা হিসেবে চুক্তি হয়ে থাকে। এবার বড় তারকাদের সঙ্গে ম্যাচপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার ডলারে চুক্তি করেছে কুমিল্লা। গত আসরেও অঙ্কটা ছিল এরকমই। বড় কয়েকজন তারকা খেলে গেছেন ও খেলছেন রংপুর রাইডার্সেও। তারাও বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়েই এনেছে সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের।
টাকার অঙ্কে আইপিএলের পরই বিপিএলের স্থান বলে মনে করেন আসরের সবচাইতে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তারকা ক্রিকেটারদের এখানে খেলার আগ্রহও যথেষ্ট দেখতে পান তিনি, ‘আমি যতটকু বুঝি, আইপিএলের পরই আমরা মনে হয় সবচেয়ে ভালো পারিশ্রমিক দেই ক্রিকেটারদের। এখানে সবারই খেলার ইচ্ছা আছে।’ তবে একই সময়ে বিভিন্ন দেশের ফ্রাঞ্জাইজি লিগ গুলো থাকাতে কিছুটা তারকার কমতি নজরে পড়ে বিপিএলে। এবারই যেমন বিপিএলের সঙ্গে প্রায় একই সময়ে চলেছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি। এছাড়াও বিগ ব্যাশের শেষটুকু ও পিএসএলের শুরুর ভাগও পড়ে গেছে এই সময়টাতেই। অন্য সময়ে আয়োজন করা গেলে বিপিএলে বড় তারকাদের আলো আরও বেশি পড়বে জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘এটা তো সবাই বোঝে (আরেকটু গুছিয়ে করা যায়)... যাদের বোঝার, তারা বোঝে না। আমার মনে হয়, তারাও যদি একটু বোঝে, তাহলে এটাও অনেক ভালো একটা টুর্নামেন্ট হতে পারে। একটা ভালো উইন্ডো পেলে বাংলাদেশে সবাই খেলতে আসবে।’
আয়োজনগত দিক থকে আরেকটা জায়গাতেও আঙুল তুললে সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচের মতে, টুর্নামেন্টকে টেনে বেশি লম্বা করায় এটির গতি ব্যাহত হচ্ছে, ‘এত লম্বা সময় ধরে টুর্নামেন্ট হলে খুব সমস্যা। একটি টুর্নামেন্ট ৪৫ দিন ধরে হচ্ছে। ইচ্ছে করলেই এটাকে ছোট করা যায়। ধরুন একটা দল মোমেন্টাম পেয়েছে, সে পরের ম্যাচটি খেলছে ৯ দিন পরে, কেউ খেলছে ৬ দিন পরে... এতে আসলে একটা দলের নতুন করে শুরু করতে হয়। ইচ্ছা করলেই এটা সম্ভব (ছোট করা), একটু চিন্তাভাবনা করলে। এটা বুঝলে তো বোঝাই যায়, না বুঝলে কেউ বোঝাতে পারবে না।’
কোন লিগে প্রাইজমানি কত
লিগ দেশ প্রাইজমানি (টাকায়)আইপিএল ভারত ৬১ কোটিএসএ টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা ৪০ কোটিবিগ ব্যাশ অস্ট্রেলিয়া ৩৯ কোটিপিএসএল পাকিস্তান ৩৮ কোটিসিপিএল ওয়েস্ট ইন্ডিজ ২৩ কোটিআইএল টি-টোয়েন্টি আরব আমিরাত ১৪ কোটি ২০ লাখটি-টোয়েন্টি ব্লাস্ট ইংল্যান্ড ১৩ কোটি ৯০ লাখসুপার স্ম্যাশ নিউজিল্যান্ড ৮ কোটি ২০ লাখবিপিএল বাংলাদেশ ৪ কোটিএলপিএল শ্রীলঙ্কা ২ কোটি ৫০ লাখ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড