১৮ মাস আগের চেয়ে এখন আমরা ভালো দল: ম্যাককালাম
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
ভারতের কাছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হারলেও, নিজেদেরকে খারাপ দল ভাবতে রাজি নন ইংল্যান্ডের প্রধান কোচ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তিনি জানান, ১৮ মাস আগের চেয়ে ইংল্যান্ড এখন অনেক ভালো দল। ভারতের কাছে সিরিজ হারলেও দলের লড়াকু পারফরমেন্স গর্বিত।
দুর্দান্ত জয় দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো ইংল্যান্ড। স্পিনারদের দাপটে হায়দারাবাদ টেস্ট ২৮ রানে জিতেছিলো ইংলিশরা। কিন্তু এরপর পথ হারায় ইংল্যান্ড। পরের তিন টেস্ট টানা হেরে এক ম্যাচ বাকী থাকতেই ভারতের কাছে সিরিজ হার নিশ্চিত হয় বেন স্টোকস-জো রুটদের।
২০২২ সালের মে মাসে কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস জুটি বাঁধার পর এই প্রথম কোন সিরিজ এবং টানা তিন টেস্ট হারলো ইংল্যান্ড।
ভারতের কাছে সিরিজ হেরে হতাশ হলেও, দলের লড়াকু পারফরমেন্সে খুশি ম্যাককালাম। সাংবাদিকদের তিনি বলেন, ‘সিরিজ হেরে যাওয়ায় আমরা হতাশ। কিন্তু একই সাথে ছেলেদের লড়াকু পারফরমেন্সের জন্য সত্যিই গর্বিত। এই সিরিজে আমরা আমাদের ভালো সময় কাটিয়েছি, আমরা মাঝে মাঝে ভাল পারফর্ম করেছি এবং প্রতিপক্ষের চেয়ে ভালোও খেলেছি। এটি দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো এবং স্বীকার করতে হবে, যে আমরা ভারতে সব সময়ই ভালো খেলেছি এবং পারফর্ম করেছি।’
তিনি আরও বলেন, ‘যখন প্রয়োজন ছিল তখন আমরা যথেষ্ট ভালো করিনি। অথবা সত্যি কথা বলতে, আমাদের তুলনায় ভারত ভালো খেলেছে, আমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল না।’
স্টোকস-ম্যাককালাম জুটি এমন সময় দলের দায়িত্ব নেন, যখন আগের ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিলো ইংল্যান্ড। স্টোকস-ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর-পরই লাল বলে ইংল্যান্ডের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ভারত সিরিজের আগে ১৮টি টেস্টের মধ্যে ১৩টিতে জয় পায় ম্যাককালাম-স্টোকস জুটি।
অ্যাশেজের পর ভারতের বিপক্ষে সিরিজে জয় না পেলেও, নিজেদেরকে খারাপ দল মনে করেন না ম্যাককালাম। তিনি বলেন, ‘আমরা এই সিরিজ হেরেছি এবং আমরা অ্যাশেজও জিততে পারিনি। কিন্তু ১৮ মাস আগের চেয়ে আমরা ভালো দল এবং আমরা পরের ১৮ মাসে বিশেষ কিছু করার সুযোগ পেয়েছি। সত্যি বলতে, আমি এটির জন্য প্রস্তুত।’
ভারতের বিপক্ষে সিরিজেই টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের দুই স্পিনার টম হার্টলি ও শোয়েব বশিরের। পাশাপাশি এই সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন আরেক স্পিনার রেহান আহমেদ। সিরিজের চার ম্যাচ শেষে সর্বোচ্চ ২০ উইকেট নিয়ে সবার উপরে আছেন হার্টলি। বশির ২ ম্যাচে ১২ ও রেহান ৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। তাই তিন স্পিনারের প্রশংসা করতে ভুল করেননি ম্যাককালাম।
তিনি বলেন, ‘এই সিরিজে টম ও বশির দুর্দান্ত করেছে। আমরা যখন টম এবং ব্যাশকে বেছে নিয়েছিলাম, তখন অন্যদের মত আমাদেরও কিছুটা শঙ্কা ছিল। আমরা ভেবেছিলাম, দক্ষতা থাকলেও তারা কি এই পর্যায়ে যথেষ্ট ভাল হবে? তবে আমরা যা দেখেছি, তা’হল তারা অবশ্যই যথেষ্ট ভাল করেছে।’
আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম
টিকটক কিনছেন না মাস্ক, জল্পনা উড়াল চীনা সংস্থা
সাতক্ষীরায় নববধূকে নির্যাতন করে হত্যা! স্বামী আটক
ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকারকে হত্যা : গ্রেপ্তার ৩
হাজীগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
৪৩ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
ইসরায়েলে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত
সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
মুজিবনগরে ১৮ টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক