টি-টোয়েন্টি মে মাসে, টেস্ট আগামী বছর!
১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম
চলতি বছরের মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল সেই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে এই দুই দলের প্রথম পাঁচ ম্যাচের সিরিজ হবে এটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৫ ও ৭ তারিখ। প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর ৩টায়। শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দুই দল। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে ম্যাচ দুটি। সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, শেষটি সকাল ১০টায়।
দুই দল টেস্টে সর্বশেষ সিরিজ খেলেছে ২০১৮ সালে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জিম্বাবুয়ের এবারের বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ ছিল। বিসিবি থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, লাল বলের সিরিজটি পিছিয়ে দেওয়া হতে পারে। সেটিও নিশ্চিত হয়ে গেছে। টেস্ট সিরিজটি সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে এই টেস্ট সিরিজ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে মূলত পেছানো হয়েছে টেস্ট সিরিজটি, ‘দুই দলের সম্মতিতে এটা আগেই ঠিক করা হয়েছিল। এ বছর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমাদের সূচি অনেক আঁটসাঁট হয়ে যাচ্ছিল। আগামী বছর একটু খেলা কম। তাই তখন উপযুক্ত সময়ে সিরিজটি হবে।’
এক সময় নিয়মিত বাংলাদেশ সফর করা জিম্বাবুয়ে এবার আসছে প্রায় চার বছর পর। সবশেষ ২০২০ সালের মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে তারা। এবারের টি-টোয়েন্টি সিরিজের পর ২০২৫ সালেও আছে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর। মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে তারা। তখন পিছিয়ে দেওয়া টেস্ট দুটিও জুড়ে দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, সেটি আলোচনা করে পরে ঠিক করা হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্র চলে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসরা। আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেস সহ গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম
কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল
রাজশাহীর পুঠিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষন, বাবা নিহত
খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, ডিপ্লোমাধারীদের জন্য চালু হবে বিএসসি