বাজে পারফরম্যান্সে বাদ লিটন
১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম
টানা দুই ম্যাচে শূন্য, সবশেষ ১০ ইনিংসে নেই ফিফটি। সবশেষ ৭ ইনিংসে সাকূল্যে রান ৬৭। চারটিতেই ডাক! ওয়ানডেতে এই ফর্মহীনতার খেসারত দিতে হলো লিটন কুমার দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে জায়গা হারালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার জায়গায় এই সংস্করণে প্রথমবার সুযোগ পেলেন জাকের আলী। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। দল থেকে বাদ পড়ে গতকাল বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকা ফিরেছেন লিটন। ঢাকা থেকে জাকেরও এদিনই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাঁকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাঁকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে। এর পাশাপাশি লিটনের আউট হওয়ার ধরনও চোখে লাগার মতো। সবশেষ দ্বিতীয় ওয়ানডেতেই যেমন পায়ের ওপরের ডেলিভারি আলতো ফ্লিকে স্কয়ার লেগের ফিল্ডারকে যেন ক্যাচিং অনুশীলন করান তিনি। এর আগের ম্যাচে হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি টেনে আনেন স্টাম্পে।
টি-টোয়েন্টি সিরিজটিও ভালো কাটেনি তার। দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের ইনিংস খেললেও এর আগে পরে আউট হন শূন্য ও ৭ রান করে। ওই সিরিজের প্রথম ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে ব্যাখ্যাতীত এক শটে কট বিহাইন্ড হন তিনি। চলতি ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এরপর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি নেই লিটনের। সবশেষ ১৫ ইনিংসে পঞ্চাশ ছুঁতে পেরেছেন ¯্রফে দুবার। এই সময়ে ২২.৭৮ গড়ে করেছেন ৩১৯ রান।
জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। ৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স। সে সিরিজে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি জাকেরকে। তৃতীয় ম্যাচে ৪ রানে আউট হন। এবার বিপিএলেও আলো ছড়িয়েছেন তিনি। ১৪ ম্যাচে ৯৯.৫ গড় এবং ১৪১.১৩ স্ট্রাইকরেটে করেন করেছিলেন ১৯৯ রান। সম্প্রতি শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে গত বৃহস্পতিবার আবাহনী লিমিটেডের হয়ে গাজী টায়ার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত ইনিংসও খেলেন জাকের।
লিটনের বাদ পড়া এবং জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে। সিরিজ এখন সমতায়। আমরা বিশ্বাস করি জাকের যুক্ত হলে দলের মিডল অর্ডারে আরও ফ্লেক্সিবিলিটি তৈরি হবে।’
লিটন বাদ পড়ার পর স্কোয়াডে আছেন তিন ওপেনার সৌম্য সরকার, এনামুল হক ও তানজিদ হাসান। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রান করা সৌম্যর তৃতীয় ম্যাচেও জায়গা পাওয়া একরকম নিশ্চিত। শেষটিতে হয়তো এনামুল বা তানজিদের যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে। মিডল অর্ডারের বিবেচনায় জাকেরকে নেওয়া হলেও আসলে মিডল অর্ডারে দলে তেমন সংকট নেই। পাঁচে মাহমুদউল্লাহ, ছয়ে মুশফিকুর রহিম ভালো করছেন। এরপর মেহেদী হাসান মিরাজ ও বোলারদের জায়গা।
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে সমতায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামীকাল হবে সিরিজের শেষ ম্যাচটি। খেলা শুরু সকাল ১০টায়। ম্যাচটি জিতে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ ট্রফিতে চোখ বাংলাদেশের।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পুতুলকে হু থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম
কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল
রাজশাহীর পুঠিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষন, বাবা নিহত
খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, ডিপ্লোমাধারীদের জন্য চালু হবে বিএসসি
তাবলীগ জামায়াতের উভয়পক্ষের বৈষম্য সংকট সমাধানের দাবীতে সংবাদ সম্মেলন
টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল
ন্যায়ের উপর অবিচল থেকে শ্যামল-সুন্দর জন্মভূমির মানুষকে ভালোবাসি : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
বিয়াই বাড়ি থেকে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধুর
ফেনীতে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন
ন্যায়ের উপর অবিচল থেকে শ্যামল-সুন্দর জন্মভূমির মানুষকে ভালোবাসি: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালকসহ নিহত - ২
বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক কারাগারে