মেহেদির হ্যাটট্রিক আর সোহানের শতক
১৮ মার্চ ২০২৪, ১২:২৬ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১২:২৬ এএম
অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের ধারায় ফিরলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল ১২১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহে আছে শেখ জামালের।
নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সোহানের দুর্দান্ত সেঞ্চুরি সত্বেও ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৬ রানে অলআউট হয় শেখ জামাল। পাঁচ নম্বরে নেমে ৬টি চার ও ৪টি ছক্কায় ৯৭ বলে ১০১ রান করেন সোহান।
৭০ রানে ৩ ব্যাটার সাজঘরে ফেরার চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে ১২০ রান যোগ করেন সোহান। ৮টি চারে ১০০ বলে ৭৪ রান করেন রাব্বি। ব্রাদার্সের আবু জায়েদ ৩টি উইকেট নেন।
জবাবে শেখ জামালের রিপন মন্ডল ও শফিকুল ইসলামের বোলিং তোপে ৪০ দশমিক ২ ওভারে ১৩৫ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন রাহাতুল ফেরদৌস। শেখ জামালের রিপন ও শফিকুল ৪টি করে উইকেট নেন।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে পারভেজ হোসেন ইমনের টানা দ্বিতীয় সেঞ্চুরি এবং স্পিনার শেখ মাহেদি হাসানের হ্যাট্টিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংক ৩ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। এ নিয়ে ৩ ম্যাচের ৩টিতেই জিতলো প্রাইম ব্যাংক।
টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার ইমনের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৫টি করে চার-ছক্কায় ১১৪ বলে ১০০ রান করেন ইমন।
এছাড়া জাকির হাাসনের ব্যাট থেকে আসে ৭৯ রান। দ্বিতীয় উইকেটে ইমন ও জাকির ১৫৭ রান যোগ করেন। ওপেনার হিসেবে নেমে ৬ রানে আউট হন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। সিটি ক্লাবের মেহেদি হাসান ৪ উইকেট নেন।
জবাবে জয়রাজ শেখের ৫৫, শাহরিয়ার কমলের ৬৬ ও সাজ্জাদুল হক রিপনের ৭৬ রানে জয়ের পথেই ছিলো সিটি ক্লাব। শেষ ওভারে ১৫ রান দরকার পড়ে তাদের। মাহেদির করা শেষ ওভারের প্রথম তিন বলে ১টি করে চার-ছক্কায় ১১ রান তুলেন রিপন। এতে শেষ ৩ বলে ৪ রান দরকার পড়ে সিটি ক্লাবের। কিন্তু শেষ তিন বলে রিপন, ইরফান হোসেন ও মঈনুল ইসলামকে আউট করে হ্যাট্টিকের স্বাদ নিয়ে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন মাহেদি। ৮৬ রানে ৪ উইকেট নেন মাহেদি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৫৬ (সাইফ ৩৪, সৈকত ২, রবি ০, ফজলে মাহমুদ ৭৪, সোহান ১০১, ইয়াসির ৫, জিয়া ৫, তাইবুর ১২, রিপন ৩, শফিকুল ১*, টিপু ৩; আবু জায়েদ ১০-০-৪৩-৩, ওয়ালিদ ৭-০-৫১-২, রাহাতুল ১০-১-৪৭-১, নূর ৮-০-৩৭-০, মনির ৯-০-৪১-১, মাহমুদুল ১-০-৮-০, রহমতউল্লাহ ৫-০-২৫-০)।
ব্রাদার্স ইউনিয়ন : ৪০.২ ওভারে ১৩৫ (ইমতিয়াজ ০, মাজিদ ০, রহমতউল্লাহ ১০, মাহমুদুল ০, অমিত ০, শাকিল ২৬, রাহাতুল ৫৩, মনির ২১, আবু জায়েদ ২, ওয়ালিদ ৮*, নূর ৪; রিপন ১০-০-৪৪-৪, শফিকুল ৯.২-৪-১২-৪, জিয়া ৪-০-২৬-০, টিপু ৯-১-২৫-১, সাইফ ৬-২-১৬-১, তাইবুর ২-০-১০-০)।
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১২১ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-সিটি ক্লাব
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩০৫/৮ (তামিম ৬, পাভেজ ১০০, জাকির ৭৯, নাঈম ২২, মিঠুন ৪২, শাহাদাত ১, শেখ মেহেদি ১৮, এনামুল ৪, সানজামুল ১০*, হাসান ১*, ইফরান ১০-০-৪৮-১, মেহেদ ১০-০-৬৪-৪, সঞ্জিত ৮-০-৫৩-১, নাইমুর ৫-০-৩৩-১, রাফসান ৭-০-২৪-০, আশিক ৩-০-২৭-০, মইনুল ৭-০-৪১-১)
সিটি ক্লাব : ৫০ ওভারে ৩০২/৭ (সাদিকুর ৩৫, জয়রাজ ৫৫, কমল ৬৬, রাফসান ৩৫, সাজ্জাদুল ৭৬, আশিক ২৪*, ইফরান ০, মইনুল ০; হাসান ১০-১-৫৬-০, এনামুল ১০-১-৫০-০, মেহেদি ১০-০-৮৬-৪, নাজমুল অপু ১০-০-৪৭-১, সানজামুল ৮-১-৩৬-১, নাঈম ২-০-২২-০)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম
কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল
রাজশাহীর পুঠিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষন, বাবা নিহত
খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, ডিপ্লোমাধারীদের জন্য চালু হবে বিএসসি
তাবলীগ জামায়াতের উভয়পক্ষের বৈষম্য সংকট সমাধানের দাবীতে সংবাদ সম্মেলন
টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল
ন্যায়ের উপর অবিচল থেকে শ্যামল-সুন্দর জন্মভূমির মানুষকে ভালোবাসি : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
বিয়াই বাড়ি থেকে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধুর
ফেনীতে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন
ন্যায়ের উপর অবিচল থেকে শ্যামল-সুন্দর জন্মভূমির মানুষকে ভালোবাসি: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী