লিয়ানাগের শতকে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং সংগ্রহ, বাংলাদেশ দলে চোটের মিছিল
১৮ মার্চ ২০২৪, ০২:০১ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম
শুরু থেকেই কোনো জুটি ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা। তাদের দারুণ বোলিংয়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন জানিথ লিয়ানাগে। সিরিজ নির্ধরণী ম্যাচে এই মিডল অর্ডারের অপরাজিত শতকে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল শ্রীলঙ্কা।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৫ রান। ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লিয়ানাগে। ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
এত কম সংগ্রহ নিয়ে চট্টগ্রামে এর আগে জয়ের ঘটনা আছে মাত্র ১টি, গত বছর ২৪৬ রান করে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছিল বাংলাদেশ।
ইনিংসের শেষ ওভারটি করেন তাসকিন। ওভারের পঞ্চম বলে প্রমাদ মাদুশানকে পয়েন্টে এনামুল হকের ক্যাচ বানান এই পেসার। ক্যাচ নিতে গিয়ে এনামুল সংঘর্ষে জড়ান জাকের আলির সাথে। আঘাতে শুয়ে পড়া জাকের আর উঠে দাঁড়াতে পারেননি। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। তবে তার আঘাত কতটা গুরুতর তা জানা জয়নি।
এর আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মুস্তাফিজও। কোটার শেষ ওভার করতে এসে পায়ের চোটে মাঠ ছাড়লেন তিনি। ওভারের প্রথম বলটি 'ওয়াইড' করেন বাঁহাতি পেসার। পরে পায়ে অস্বস্তি অনুভব করেন। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল তার। তাই তাকে মাঠ থেকে বাইরে নেওয়ার জন্য স্ট্রেচার আনা হয়। এক ওভার বাকি থাকতেই মাঠ ছেড়ে যান মুস্তাফিজ।
ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে যান সৌম্য সরকারও।
দিনের ম্যাচে সকালে শিশিরের প্রভাব থাকায় টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। শুরু থেকেই শ্রীলঙ্কার কোনো জুটিই বড় হতে দেননি বোলারা। একমাত্র লিয়ানাগে ছিলেন স্রোতের বিপরীত।
নিজের প্রথম দুই ওভারে ২ ওপেনারকে ফেরান তাসকিন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সফরকারীরা।
৭৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন লিয়ানাগে। পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন লিয়ানাগে ও চারিথ আসালাঙ্কা। ৩৭ রান করা আসালাঙ্কা ফিরলে ভাঙে ৪৩ রানের জুটি।
এরপর মাহিশ থিকশানাকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৬০ রানের জুটি গড়েন লিয়ানাগে। এর সৌজন্যে দুইশ পেরিয়ে যায় শ্রীলঙ্কা। পরে সেঞ্চুরি পূর্ণ করে দলকে আড়াইশর কাছে নিয়ে যান ২৮ বছর বয়সী অলরাউন্ডার।
৪২ রানে ৩ উইকেট নেন তাসকিন। একাদশে ফেরা মুস্তাফিজ নেন ৩৯ রানে দুটি। ৩৮ রানে দুটি শিকার ধরেন মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পান রিশাদ হোসেন।
লিয়ানাগে তার ইনিংসটি সাজান ১১টি চার ও ২ ছক্কায়। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসালাঙ্কার। ত্রিশোর্ধো ইনিংস নেই আর একটিও।
তিন ম্যাচের সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। দুই দলের সামনেই তাই জয় দিয়ে সিরিজ জিতে নেওয়ার সুযোগ।
সিরিজের প্রথম ম্যাচে সহজেই জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫ (নিসাঙ্কা ১, আভিশকা ৪, মেন্ডিস ২৯, সামারাউইক্রামা ১৪, আসালাঙ্কা ৩৭, লিয়ানাগে ১০১*, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১১, থিকশানা ১৫, মাদুশান ৩, কুমারা ১; শরিফুল ১০-০-৫৫-০, তাসকিন ১০-১-৪২-৩, মুস্তাফিজ ৯-১-৩৯-২, সৌম্য ২-০-১০-১, মিরাজ ১০-১-৩৮-২, রিশাদ ৯-০-৫১-১)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেস সহ গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম
কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল
রাজশাহীর পুঠিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষন, বাবা নিহত