অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলেন না জ্যোতিরা
২২ মার্চ ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১২:১৮ এএম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলেন না নিগার সুলতানা জ্যোতিরা। ঘরের মাঠে অজিদের বিপক্ষে বড় হার দিয়েই সিরিজ শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী দল। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১১৮ রানে হারায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে লোয়ার অর্ডার ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ডের হার না মানা হাফসেঞ্চুরি ও অ্যালানা কিংয়ের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে অজিরা। জবাবে ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে বড় জয় দিয়ে সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়ান মেয়েরা।
টস জিতে সফরকারী অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। দ্বিতীয় ওভারের প্রথম বলে দলীয় ৬ রানে ওপেনার ফোবি লিচফিল্ডকে হারানোর পর ১৮.২ ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ফোবি লিচফিল্ডকে শূন্য রানে বোল্ড করেন সুলতানা খাতুন। এলিসি পেরি আউট হন ষষ্ঠ ওভারে দলীয় ২১ রানে। তিনি ১০ বল খেলে মাত্র ২ রান করে সুলতানার বলে রাবেয়া খানকে ক্যাচ দিয়ে ফেরেন। আরেক ওপেনার অ্যালিসা হিলি ড্রেসিংরুমের পথ ধরেন ৮.৪ ওভারে। তিনি জ্যোতিকে ক্যাচ দিয়ে মারুফা আক্তারের শিকার হয়ে ফেরার আগে ৩৯ বলে ৩ চারের মারে করেন ২৪ রান। অস্ট্রেলিয়া ২৭ রানে হারায় তৃতীয় উইকেট। এরপর দলীয় সংগ্রহে আরও ২১ রান যোগ হওয়ার পর তাহলিয়া ম্যাকগ্রা (২০ বলে ৯) ফেরেন নাহিদা আক্তারের এলবিডব্লিউর শিকার হয়ে। পঞ্চাশের আগেই চার ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান বেথ মুনি, অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড। যদিও ২৫.১ ওভারে বেথ মুনি দলীয় ৭৮ রানে আউট হলে ফের চাপে পড়ে সফরকারীরা। ২০১৩ সালের পর এত কম রানে প্রথম ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে অজিরা। তবে অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৬৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে সম্মানজনক সংগ্রহ এনে দেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিং। সাদারল্যান্ড ৭৬ বলে ৫ চারের মারে অপরাজিত ৫৮ এবং কিং ৩১ বলে ২ চার ও ৫টি ছক্কায় অনবদ্য ৪৬ রানে অপরাজিত থাকেন। ফলে দুইশ’ ছাড়ানো পুঁজি নিয়ে নির্ধারিত ওভার শেষ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সুলতানা ৪২ ও নাহিদা ২৭ রানে পান ২টি করে উইকেট। এ ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হন নাহিদা। ৫৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি।
জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলীয় ৭০ রানে মোস্তারির আউট হলে বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে। মাত্র ২৫ রানে শেষ ৮ উইকেট হারায় স্বাগতিকরা। ফলে একশ’র ৫ রান আগেই অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। বাংলাদেশের পক্ষে অধিনায়ক জ্যোতি ৬৪ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৭, সোবহানা ৩৮ বলে ৩ চারের মারে ১৭ ও মুরশিদা ২৪ বলে দুই বাউন্ডারিতে ১০ রান করেন। বাকিদের কেউই নিজেদের সংগ্রহ দুই অংকের ঘরে নিতে পারেননি। অস্ট্রেলিয়ার গার্ডনার ২২ রানে ৩ উইকেট নেন। ব্যাট হাতে অপরাজিত ৪৬ রান এবং বল হাতে ১২ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিজয়ী দলের অ্যালানা কিং। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি