ফিরেই নায়ক মাশরাফি
২২ মার্চ ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১২:১৮ এএম
গত বছরের লিগে ১৮ উইকেট, এর আগের বছর ২০টি। ঢাকা প্রিমিয়ার লিগ যেন মাশরাফি বিন মুর্তজার প্রিয় মৃগয়া ক্ষেত্র। এবারের আসরের শুরু থেকে খেলতে না পারলেও প্রথমবার মাঠে নেমেই অভিজ্ঞ পেসারের শিকার ৫ উইকেট। লেজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়কও তিনি। একই দিনে বোলারদের দারুণ পারফরম্যান্সের পর মাহিদুল ইসলাম ও প্রান্তিক নওরোজের ফিফটিতে জিতেছে মোহামেডান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জয়ে বল হাতে উজ্জ্বল রিশাদ হোসেন।
চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল গাজী গ্রুপকে ৬ উইকেটে হারায় রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৩৭ রানের লক্ষ্য ১৩২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তারা। চার ম্যাচে রূপগঞ্জের চতুর্থ জয় এটি। সমানসংখ্যক ম্যাচে গাজী গ্রুপ পেল প্রথম হার। রূপগঞ্জের জয়ের নায়ক মাশরাফি। চলতি লিগে প্রথমবার খেলতে নেমে ৮ ওভারে স্রেফ ১৯ রানে ৫ উইকেট নেন অভিজ্ঞ পেসার। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির অষ্টম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে তার চেয়ে বেশি ৫ উইকেট আছে কেবল আব্দুর রাজ্জাকের (৯টি)।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে মেহেদি মারুফের উইকেট হারায় গাজী গ্রুপ। দ্বিতীয় উইকেটে চাপ সামাল দিয়ে এগোতে থাকেন আনিসুল ইসলাম ও প্রিতম কুমার। ৪৪ বলে দুজন গড়ে ফেলেন ৪০ রানের জুটি। পঞ্চম বোলার হিসেবে একাদশ ওভারে বোলিংয়ে এসে ফিরতি ক্যাচে প্রিতমকে ফেরান মাশরাফি। পরে নিহাদউজ্জামানের বলে আউট হন দলের সর্বোচ্চ ৪১ রান করা আনিসুল। এরপর আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। নিজের চতুর্থ ওভারে মাশরাফি ফেরান সাব্বির হোসেন শিকদার ও ফয়সাল আহমেদকে। পরে মইন খান ও মাহফুজুর রহমানকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন ৪০ বছর বয়সী ক্রিকেটার।
রান তাড়ায় শুরুতে দ্রুত রান তোলেন তৌফিক খান। ১ চারের সঙ্গে ৪টি ছক্কায় খেলেন ৩৩ বলে ৩৬ রানের ইনিংস। ইমরানউজ্জামান, শুভাগত হোম, আমিনুল ইসলামরা হতাশ করলে কিছুটা চাপে পড়ে রূপগঞ্জ। পাল্টা আক্রমণে সব সংশয় দূর করে দলকে জেতান চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও শামীম হোসেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে স্রেফ ৪০ বলে ৫৮ রান যোগ করেন দুজন। ৩ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৪৭ রান করেন রিজওয়ান। ৪ চার ও ১ ছক্কায় শামীম খেলেন ১৬ বলে ২৬ রানের ইনিংস।
এদিকে, আগের ম্যাচে ৯৪ রানের ইনিংস খেলেও অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় দলকে জেতাতে পারেননি মাহিদুল ইসলাম। চতুর্থ রাউন্ডে তাকে দারুণ সঙ্গ দিলেন প্রান্তিক নওরোজ। দুজনের ফিফটিতে জয়ে ফিরল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারায় মোহামেডান। ১৮৮ রানের লক্ষ্য ৪৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ঐতিহ্যবাহী ক্লাবটি। চার ম্যাচে তাদের তৃতীয় জয় এটি। সমান ম্যাচে পারটেক্স হারল ৩টি।
চলতি লিগে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে অপরাজিত ৭০ রান করে মোহামেডানের জয়ের নায়ক মাহিদুল। ৭০ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ২০তম ফিফটি এটি। প্রান্তিকের ব্যাট থেকে আসে ৭ চারে ৭৭ বলে ৬০ রান। রান তাড়ায় দুই ওপেনার ইমরুল কায়েস ও রনি তালুকদার হতাশ করেন। তৃতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন মাহিদুল ও প্রান্তিক। আজমির আহমেদের বলে প্রান্তিক ফিরলে ভাঙে এই জুটি। এরপর অল্পেই ফিরে যান চলতি লিগে প্রথম খেলতে নামা মাহমুদউল্লাহ। আরিফুল ইসলাম ও আরিফুল হকও দ্রুত ফিরলেও একপ্রান্তে অবিচল থাকেন মাহিদুল। ৯৬ বলে ২টি করে চার-ছক্কার ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন তরুণ কিপার-ব্যাটসম্যান।
এর আগে পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক মিজানুর রহমান। ৭০ বলে ৭ চার ও ১ ছক্কা মারেন তিনি। চতুর্থ উইকেটে তানবীর হায়দারের সঙ্গে গড়েন ৬৬ রানের জুটি। তানবীরের ব্যাট থেকে আসে ৮১ বলে ৪১ রান। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবু হায়দার। এছাড়া ২টি করে উইকেট নেন কামরুল ইসলাম ও আরিফুল হক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি