বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
২৩ মার্চ ২০২৪, ০৬:০৫ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম
বোলারদের দৃঢ়তায় সিলেট টেস্টে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তবে চোখ রাঙাচ্ছে সময়ের সাথে সাথে কঠিন হয়ে উঠতে থাকা উইকেট। প্রথম ইনিংসে দুইশ’র আগেই গুটিয়ে যাওয়া নাজমুল হোসেন শান্তর দলের ঘাড়ে ইতোমধ্যে চেপে বসেছে দুইশ রানের চাপ।
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। প্রথম ইনিংসের ৯২ রান মিলিয়ে হাতে ৫ উইকেট নিয়ে ২১১ রানে এগিয়ে সফরকারী দলটি।
প্রথম দিনেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার আনন্দ বাংলাদেশের উবে যায় দিনের শেষ ঘণ্টায় নিজেরা ৩ উইকেট হারানোয়। ব্যর্থতার সেই ধারা বজায় থাকে দ্বিতীয় দিনেও। প্রথম সেশনেই দল হারায় ৩ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর হাতের চার উইকেটও হারিয়ে গুটিয়ে যায় ১৮৮ রানে।
নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা শ্রীলঙ্কা পেয়ে যায় ৯২ রানের লিড।
বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার ইনিংসে বাংলাদেশকে দুইশর কাছাকাছি নেওয়ার কারিগর দুই বোলার তাইজুল ইসলাম ও সৈয়দ খালেদ।
প্রথম দিনের শেষ দিকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসে ৪৭ রান করেন তাইজুল। দশ নম্বরে নামা খালেদ নিজের আগের সেরা অপরাজিত ৪ ছাড়িয়ে করেন ২২ রান।
এছাড়া ২০ ছুঁতে পেরেছেন শুধু লিটন কুমার দাস (২৫)। তাইজুলের সঙ্গে তার ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ইনিংসের সর্বোচ্চ ৪১ রান। শেষ দিকে নবম উইকেটে ৪০ রান যোগ করেছেন খালেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভিশ্ব ফার্নান্দো। অন্য দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কামারা ধরেছেন ৩টি করে শিকার।
টেস্ট ক্রিকেটে প্রায় ১৬ বছর পর বাংলাদেশের মাঠে এক ইনিংসে সবকটি উইকেট নিলেন পেসাররা। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুর টেস্টে সবশেষ ১০ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার তিন পেসার ডেল স্টেইন, মাখায়া এনটিনি ও জ্যাক ক্যালিস।
শ্রীলঙ্কা পরে ব্যাটিংয়ে নামলে প্রথম বলেই দিমুথ কারুনারাত্নেকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। সেই কারুনারাত্নেই খেলেন ৫২ রানের ইনিংস। দিনের শেষ দিকে আউট হন তিনি।
বেশিক্ষণ টিকতে পারেননি নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল।
অভিষিক্ত নাহিদ রানা ৪২ রানে নেন ২ উইকেট। একটি করে শিকার ধরেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩২/৩) ৫১.৩ ওভারে ১৮৮ (জয় ১২, তাইজুল ৪৭, শাহাদাত ১৮, লিটন ২৫, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২, নাহিদ ০*; ভিশ্ব ১৫.৩-২-৪৮-৪, রাজিথা ১৬-৩-৫৬-৩, কুমারা ১২-১-৩১-৩, জয়াসুরিয়া ৭-১-৩৩-০, ধানাঞ্জয়া ১-০-৪-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৬ ওভারে ১১৯/৫ (মাদুশকা ১০, কারুনারাত্নে ৫২, কুসাল ৩, ম্যাথিউস ২২, চান্দিমাল ০, ধানাঞ্জয়া ২৩*, ভিশ্ব ২*; শরিফুল ১১-১-২৭-১, খালেদ ৭-১-২৭-০, নাহিদ ১০-০-৪২-২, তাইজুল ৬-২-১২-১, মিরাজ ২-১-৫-১)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি