দ্বিতীয় দিনের খেলা শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ
২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ! প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার গতকাল ম্যাচের দ্বিতীয় দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলকে লড়াইয়ে ফেরাতে দ্বিতীয় ইনিংসে বেশ চেষ্টা করছেন বাংলাদেশের বোলাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ৫ উইকেটে ১১৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৪১ বলে তিন বাউন্ডারিতে ২৩ আর নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্ডো ১৯ বল খেলে ২ রানে অপরাজিত আছেন। ফলে লঙ্কানরা ইতোমধ্যে লিড নিয়েছে ২১১ রানের।
এর আগে ম্যাচের প্রথম দিন গত শুক্রবার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দিন শেষে জবাব দিতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে বাংলাদেশ। আর কাল আরও ৭ উইকেট হারালে ৫১.৩ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। স্বীকৃত ব্যাটাররা প্রথম ইনিংসে যা পারেননি তা করে দেখিয়েছেন বোলার তাইজুল ইসলাম। ৮০ বল খেলে ৬ চারের মারে এই স্পিনার করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। তিনি ৪৩ বলে ৪ চারের মারে তোলেন এই রান। আরেক বোলার খালেদ আহমেদ খেলেন মারকুটে এক ইনিংস। এই তরুণ পেসার ২৮ বলে এক বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ২২ রান। অলরাউন্ডার শাহাদাত হোসেনের সংগ্রহ ২৬ বলে তিন বাউন্ডারিতে ১৮ রান। আরেক পেসার শরিফুল ইসলাম ২১ বলে ২ ছয়ের মারে ১৫ রান করলে স্পষ্ট হয় স্বাগতিক ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতা। কারণ প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের চেয়ে বেশি ভালো খেলেছেন বোলাররাই। তাদের সাহসী ব্যাটিংয়েই দুইশ’র কাছাকাছি সংগ্রহ পায় টাইগাররা। তাইজুল-খালেদ বা শরিফুলরা যদি ব্যাট হাতে জ্বলে না উঠতেন তাহলে হয়তো একশ’র বেশি করতে পারতো না বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ খেলার পর লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে এ বোলাররাই আশা জিইয়ে রেখেছেন। প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের ঠিকই চেপে ধরেছেন নাহিদ রানা, শরিফুল, তাইজুলরা। ৬৪ রানের মধ্যে সফরকারী দলের ৪ সেরা ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরান টাইগাররা বোলাররা। এর মধ্যে নাহিদ রানা ৪২ রানে পান ২ উইকেট। সদ্য সমাপ্ত বিপিএলেই গতির রাজা হিসেবে চিহ্নিত হয়েছিলেন নাহিদ রানা। জাতীয় দলে সুযোগ পেয়েই তিনি সেই গতির পসরা সাজিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ইনিংসে নাহিদ নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসেও আগুনে বোলিং অব্যাহত রাখেন এই পেসার। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রথম বল করতে আসেন নাহিদ। এই ওভারের চতুর্থ বলে তেমনই এক ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান ওপেনার নিশান মাধুশঙ্কা। শ্রীলঙ্কার রান তখন ছিল ১৯। ২০ বলে এক বাউন্ডারিতে ১০ রান করে আউট হন মাধুশঙ্কা। এরপর রানার দারুণ ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন কুশল মেন্ডিস (৩)। অ্যাঞ্জেলো ম্যাথিউস অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন। অবশেষে বল হাতে নিয়েই লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটারকে ঘূর্ণিজাদুতে পরাস্ত করেন তাইজুল ইসলাম। তাইজুলের টার্নিং ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে লিটনের ক্যাচে পরিণত হন ম্যাথিউস। আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চারের মারে তিনি করেন ২২ রান। এরপর দিনেশ চান্দিমালকে ( ২ বলে ০) দাঁড়াতেই দেননি মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলে রিভিউ নেন মিরাজ। তাতেই বাজিমাত। আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে হয়। কারণ রিপ্লেতে দেখা যায়, লেগস্টাম্পে আঘাত করতো বল। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলেই উইকেট পান মিরাজ। তবে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার দিমুথ করুনারতেœ। সাবেক লঙ্কান অধিনায়ক হাফসেঞ্চুরিও তুলে নেন। অবশেষে তাকে সাজঘরে ফেরান শরিফুল। টাইগার পেসারের শর্ট ডেলিভারিতে ব্যাট চালিয়ে ফাইন লেগে নাহিদ রানার ক্যাচ হন করুনারতেœ। তার ১০১ বলে ৫২ রানের ধৈর্যশীল ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কার মার ছিল। বাংলাদেশের পক্ষে নাহিদ রানার দুই শিকার ছাড়াও শরিফুল ২৭, তাইজুল ১২ ও মিরাজ ৫ রানে পান একটি করে উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি