জার্সিতে মদের লোগো না নিয়ে প্রশংসিত মুস্তাফিজ
২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম
প্রায় আট বছর পর আইপিএলে চেনা ছন্দে পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জার্সিতে মাত্র ২৯ রান খরচায় নেন চার উইকেট। উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন। আগুনঝরানো বোলিংয়ের দিনে দলকে জেতানোর পাশাপাশি একটি মাইলফলকও স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ। মাঠের এমন চোখজুড়ানো পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরেও তাকে নিয়ে উচ্ছ্বসিত গোটা ক্রিকেট দুনিয়া।
এদিন, দেশসেরা ক্রিকেটার সাকিব যেখানে টাকার জন্য যে কোনো নিষিদ্ধ পণ্যের দূতিয়ালী করতে এতটুকু কার্পণ্য করেন না, সেখানে ব্যঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় একটি মদের ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি ক্রিকেটার। এর কারণে তাকে পড়তে হতে পারে জরিমানার কবলে! যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অনুমতি থাকলে, লোগো না লাগানোর কারণে এই নির্দিষ্ট স্পন্সরের অর্থ পাবেন না তিনি। গুঞ্জন আছে, আইপিএলে অংশগ্রহণ করা সকল মুসলিম খেলোয়াড়দের জার্সিতেই অ্যালকোহল জাতীয় স্পন্সর কোম্পানির লোগো থাকবে না।
বিশ্ব ক্রিকেটে এরকম নজির এর আগেও দেখা গেছে। হাশিম আমলা অনেকবার এ কারণে শিরোনামে এসেছেন। কী দক্ষিণ আফ্রিকা, কী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট... কোনো জায়গায়ই জার্সিতে মদসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোগো রাখার ব্যাপারটা মেনে নেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। একই পথে হেঁটেছেন পাকিস্তানের বাবর আজম, ফাহিম আশরাফ, কিংবা দক্ষিণ আফ্রিকা দলে আমলার সতীর্থ পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহিরও।
৪ ওভারে ২৯ রান। সঙ্গে ৪ উইকেট। সেই ৪ উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মতো তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। সেই সঙ্গে মুস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মুস্তাফিজের কথা, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’ নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে পেয়েছি।’
মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’ এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও উঠে এসেছে মোস্তাফিজের নাম। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের মধ্যেও। তামিম ইকবাল সামাজিকমাধ্যমে মুস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মুস্তাফিজের!’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই অভিনন্দন, টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল।’ তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্লেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’ আরেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ছোট ভাই, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি আমার চোখে সবসময়ই সেরা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি