শ্রীলঙ্কার জন্য যা ব্যাটিং স্বর্গ, বাংলাদেশের জন্য তা মৃত্যুকূপ
২৪ মার্চ ২০২৪, ০৫:৫৫ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ০৬:০৪ পিএম
শ্রীলঙ্কার ব্যাটাররা যেখানে রান তুলল বানের জলের মতো, সেই একই উইকেটে, চিরচেনা একই কন্ডিশনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে সিলেট টেস্টে হারের দ্বারপ্রান্তে নাজমুল হোসেন শান্তর দল।
৫১১ রানের রেকর্ড রান তাড়ায় শুরুটা হওয়ার দরকার ছিল সাবধানী। অথচ ব্যাখ্যাতীত ব্যাটিংয়ে ১৩ ওভারে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও দুই দিন বাকি। হাতে আছে কেবল ৫ উইকেট। রান বাকি ৪৬৪।
ব্যাটিং উইকেটে বাংলাদেশের বোলিং হয়েছে এলেমেলো। সেই সুযোগে প্রতিপক্ষ রান তুলেছে তরতরিয়ে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে সিলেট টেস্টে বাংলাদেশের ঘাড়ে বিশাল বোঝা চাপিয়ে দেয় সফরকারীরা।
তৃতীয় দিনের তৃতীয় সেশনে গুটিয়ে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তোলে লঙ্কানরা। প্রথম ইনিংসের ৯২ রান মিলিয়ে বাংলাদেশের সামনে দাঁড়ায় ৫১১ রানের রেকর্ড লক্ষ্য। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড, ৪১৮ রানের।
ক্যারিয়ারসেরা ইনিংসে ২৩৭ বলে ১৬টি চার ও ৬ ছক্কায় ১৬৪ রান করেন কামিন্দু। ধনাঞ্জয়া করেন ১৭৯ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১০৮ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিলো তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ্ব ফার্নান্ডো ২ রানে অপরাজিত ছিলেন। রোববার বাকি ৫ উইকেটে শ্রীলঙ্কা করেছে ৭৪.৪ ওভারে ২৯৯ রান।
তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ২৭৩ বলে ১৭৩ রান যোগ করে শ্রীলঙ্কাকে বড় লিড এনে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।
৯টি চার ও ২টি ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করে মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। চা-বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে বাংলাদেশকে চরম হতাশা উপহার দিয়ে কাসুন রাজিথাকে সাথে নিয়ে শেষ উইকেট জুটিতে ৫৪ বলে ৫২ রান যোগ করেন কামিন্দু। যে জুটিতে রাজিথার অবদান স্রেফ ৪। ৩৪ বলে ৪৮ রান কামিন্দুর।
টেস্ট ইতিহাসে ৭ বা তার নিচে নেমে এক ম্যাচে দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কামিন্দু। এছাড়া প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে একই দলের দুই ব্যাটসম্যানের দুই ইনিংসে সেঞ্চুরি করার তৃতীয় ঘটনা এটি।
৭৪ রানে ৪ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ১০ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারে এলবিডব্লিউ হন মাহমুদুল হাসান জয়। ০ রানেই ড্রেসিংরুমে ফিরতে হয় তাঁকে। ১২ ম্যাচের ক্যারিয়ারে এটি তাঁর ষষ্ঠ শূন্য। পরের ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে উইকেট বিলিয়ে আসেন দলপতি শান্ত।
জাকির হাসানও টিকতে পারেননি। শাহাদাত হোসেন ও লিটন কুমার দাসকে পরপর দুই বলে ফেরান ভিশ্ব ফার্নান্দো। প্রথম বলেই আউট লিটনের ওই শটের ব্যাখ্যাও খুঁজে পাওয়া কঠিন। দিন শেষ হওয়ার আগে মুমিনুল হক ৭ ও তাইজুল ইসলাম খেলছিলেন ৬ রানে অপরাজিত থেকে।
ভিশ্ব নিয়েছেন ১৩ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন ১১৯/৫) ৭৪.৪ ওভারে ৪১৮ (ধানাঞ্জয়া ১০৮, ভিশ্ব ৪, কামিন্দু ১৬৪, জয়াসুরিয়া ২৫, কুমারা ০, রাজিথা ৪*; শরিফুল ২১-২-৭৫-১, খালেদ ১৮-২-৪৬-১, নাহিদ ২০-১-১২৮-২, তাইজুল ২০.৪-২-৭৫-২, মিরাজ ২৯-৮-৭৪-৪, মুমিনুল ১-১-০-০, শান্ত ১-০-৫-০)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১১) ১৩ ওভারে ৪৭/৫ (জয় ০, জাকির ১৯, শান্ত ৬, মুমিনুল ৭*, শাহাদাত ০, লিটন ০, তাইজুল ৬*; ভিশ্ব ৭-৩-১৩-৩, রাজিথা ৩-০-১৯-১, কুমারা ৩-১-৬-১)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি