ব্যাট-বলে চরম ব্যর্থ বাংলাদেশ
২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপেই যেন ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ বিকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭ রান তুলতেই ড্রেসিংরুমে ফেরেন স্বাগতিকদের টপ অর্ডারের ৫ ব্যাটার। আজ ম্যাচের চতুর্থ দিন অলৌকিক কিছু না ঘটলে লঙ্কানরা যে সহজ জয় পেতে যাচ্ছে এটা নিশ্চিত। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটে ৪৭ রান। উইকেটে আছেন অভিজ্ঞ মুমিনুল হক ও স্পিনার তাইজুল ইসলাম। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ৪৬৪ রান। হাতে আছে ৫ উইকেট। আগের দিনের ৫ উইকেটে ১১৯ রান হাতে নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন কামিন্দু মেন্ডিস এবং অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দু’জনই পান সেঞ্চুরির দেখা। ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ধনাঞ্জয়া। সেঞ্চুরি করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৭৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৮ রান করেন লঙ্কান অধিনায়ক। আরেক ব্যাটার কামিন্দু শতক স্পর্শ করতে খেলেন ১৭১ বল। তিনি ২৩৭ বল খেলে ১৬ চার ও ৬ ছক্কার মারে ১৬৪ রান করে আউট হন। এই দু’জনের সেঞ্চুরিতে রানের পাহাড় চড়ে লঙ্কানরা। ধনাঞ্জয়া-কামিন্দু ঝলকে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১১০.৪ ওভারে ৪১৮ রানে অলআউট হলে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১১ রানের। আর এই বিশাল লক্ষ্য তাড়ায় নেমে যেন খেঁই হারিয়ে ফেলেন স্বাগতিক দলের টপ অর্ডারের ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে থিতু হয়েও ফিরেছিলেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। এবার দাঁড়াতেই পারলেন না তিনি। ৪ বল খেলে ডাক খেয়েছেন এই ওপেনার। দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে হতভম্ব হয়ে যান জয় নিজেও। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ৯ রানে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনে নেমে আরও একবার ব্যর্থ হলেন তিনি। অথচ মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের অনুপস্থিতিতে বড় দায়িত্ব ছিল শান্তর কাঁধেই। তবে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক ৫ বল খেলে ৬ রান করেন। এরপর আরেক ওপেনার জাকির হোসেন আউট হন ৭.৫ ওভারে দলীয় ৩৬ রানে। ফেরার আগে ২২ বলে ২ চারের মারে ১৯ রান করেন তিনি। পাঁচে নেমে ডাক খেয়েছেন শাহদাত হোসেন দিপু। তরুণ এই ব্যাটারের সামনে সুযোগ ছিল দলের বিপদে নিজেকে প্রমাণ করার। কিন্তু তিনি তা পারলেন না। উল্টো দলের বিপদ বাড়িয়েছেন। দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটার আউট হওয়ার পর অভিজ্ঞ লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটার উইকেটে এসে রীতিমতো আত্মহত্যা করলেন! নিজের খেলা প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়ে ফেরেন লিটন। দিন শেষে মুমিনুল হক ২৯ বল খেলে এক বাউন্ডারিতে ৭ ও তাইজুল ইসলাম ১৪ বলে ১ চারের মারে ৬ রানে অপরাজিত আছেন। আজ তারা চতুর্থ দিনের খেলা শুরু করবেন। এদিন এ দুই ব্যাটার অলৌকিক কিছু করে দেখাতে না পারলে সহজ জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাবে লঙ্কানরা।
এর আগে ম্যাচের প্রথম দিন গত শুক্রবার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দিন শেষে জবাব দিতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে বাংলাদেশ। আর শনিবার আরও ৭ উইকেট হারালে ৫১.৩ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি