মোহামেডানের লিজেন্ডস শিকার
২৬ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ১২:০৭ এএম
ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রথম হার উপহার দিয়েছে মোহামেডান। গাজী টায়ার্সকে ২ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স। জিতেছে শাইনপুকুরও।
সাত দিন আগে ৯৪ রানের দারুণ এক ইনিংস খেলেও মোহামেডানকে জেতাতে পারেননি মাহিদুল ইসলাম। ফতুল্লায় সেদিন শেষ ওভারের নাটকে গাজী গ্রæপের কাছে ৩ রানে হেরেছিল মোহামেডান। সেই মাহিদুল গতকালপেয়ে গেলেন টানা তৃতীয় ফিফটি। আগের ম্যাচে পারটেক্সের বিপক্ষে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখা উইকেটকিপার-ব্যাটসম্যান এদিন ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে করেছেন ৫৯ রান। লিজেন্ডসকে এবারের লিগে প্রথম হার উপহার দিয়ে মোহামেডান জিতেছে চতুর্থ ম্যাচ। দুই দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ।
টস জিতে ফিল্ডিং নিয়ে লিজেন্ডসকে ১৭৮ রানে অলআউট করে দেয় মোহামেডান। দলটির দুই স্পিনার নাসুম আহমেদ ও আসিফ হাসান নিয়েছেন ৩টি করে উইকেট। লিজেন্ডসের ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেছেন শামীম হোসেন। ক্রিকেট মাঠে ফিরেই আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মাশরাফি আজ ব্যাট হাতে করেছেন ২১ রান। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক বল হাতে ৩ ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি।
রান তাড়ায় ১৭৯ রানের লক্ষ্যটা ৪১.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে মোহামেডান। দলটি ওপেনার রনি তালুকদার ৯২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান রনির ১১৪ বলের ইনিংসে চার ৭টি, ছক্কা ৪টি। মাহিদুল ৭৮ বলে ৫৯ রান করার পথে মেরেছেন ৩টি করে চার-ছক্কা। ৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দুজন গড়েন ১৩৫ রানের জুটি।
এদিকে, বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল প্রথম চার ম্যাচে জয়হীন ব্রাদার্স ইউনিয়ন ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। অবনমন অঞ্চলে থাকা সেই দুই দলের লড়াইটা জমেছিল বেশ। গাজী টায়ার্সের ২২৫ রান ৪ বল ও ২ উইকেট হাতে রেখে পেরিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স।
রান তাড়ায় ১৮৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ব্রাদার্স। এরপর সালাউদ্দিন শাকিলকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মাহমুদুল হাসান। বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ৫৩ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। সালাউদ্দিন অপরাজিত ছিলেন ১০ বলে ১৪ রানে। শেষ ৩ ওভারে ২৭ রান দরকার ছিল ব্রাদার্সের। ৪৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সমীকরণটাকে ১২ বলে ১৭ রানে নামিয়ে আনেন মাহমুদুল। পেসার তৌফিক আহমেদের করা ৪৯তম ওভারের প্রথম বলে সালাউদ্দিন লং অন দিয়ে ছক্কা মারার পর ওভারের তৃতীয় বলে মাহমুদুল আরেকটি ছক্কা মেরে ম্যাচটাকে হাতের মুঠোয় নিয়ে নেন।
এর আগে গাজী টায়ার্সের ইনিংসে সর্বোচ্চ ৬৯ রান করেন আশরাফুল আলম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?