এক বছর পর সাকিব তবুও দলে লিটন
২৭ মার্চ ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১২:০৯ এএম
বিশ্রাম চেয়ে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না বলে। তবে প্রথম টেস্টের মাঝেই চাউর হয়েছিল চট্টগ্রাম টেস্টে খেলতে বিসিবির দ্বারস্থ হয়েছিলেন সাকিব আল হাসান। অবেশেষে তার চাওয়া পূরণ করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন দেশসেরা এই অলরাউন্ডার। মুশফিকের চোটে দলে ডাক পাওয়া তাওহীদ হৃদয়ের জায়গায় ফিরেছেন সাকিব। এ ছাড়া চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান, তার জায়গায় চট্টগ্রাম টেস্টের দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। সিলেট টেস্টে বাজে শট খেলে আউট হয়ে তুমুল সমালোচনার মধ্যে থাকা লিটন কুমার দাস টিকে গেছেন দলে।
৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ গত বছর এপ্রিলে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর প্রথম টেস্টের দলেও ছিলেন না সাবেক এ অধিনায়ক। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সাকিবই ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন, অধিনায়ক ছিলেন সেখানেও। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে তিন সংস্করণেই নাজমুল হোসেনকে অধিনায়কত্ব দেয় বিসিবি। তার নেতৃত্বে এবার প্রথমবার খেলতে যাচ্ছেন সাকিব। বিপিএল শেষে বিশ্রাম নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দুটি ম্যাচ খেলেছেন তিনি শেখ জামাল ধানম-ি ক্লাবের হয়ে। সেই পথ ধরেই ৩৭ বছর বয়সী অলরাউন্ডার ফিরলেন টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ টেস্ট ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেছেন সাকিব, উইকেট নিয়েছেন ৩৮টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিন দফায়।
সাকিবের ফেরার মতোই উল্লেখযোগ্য ঘটনা লিটনের টিকে যাওয়া। এমনিতে টেস্ট পারফরম্যান্স তার খারাপ নয়। তবে প্রশ্ন উঠেছে সিলেট টেস্টে তার কিপিং ও ব্যাটিংয়ে ধরন নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজেরই ওয়ানডে দল থকে বাদ পড়েন তিনি। এরপর সিলেট টেস্টে কিপিংয়ে ঠিক চেনা চেহারায় দেখা যায়নি তাকে। দুই ইনিংসেই একবার করে ক্যাচ নিয়ে আবেদন করেননি। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে আউট হন ২৫ রান করে। তবে মূল আলোচনা-সমালোচনার জন্ম দেন দ্বিতীয় ইনিংসে।
তৃতীয় দিনের শেষ বিকেলে যখন তিনি ব্যাটিংয়ে নামেন, দল তখন ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে। কিন্তু লিটন প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে তেড়েফুঁড়ে শট খেলে আউট হয়ে যান। বিসিবিতে আগের দিন দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনকে নিয়ে বলেন, ‘দেয়ার ইজ সামথিং রং।’ লিটনকে দ্বিতীয় টেস্টের দলে রাখা নাও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে শেষ পর্যন্ত টিকে গেলেন ২৯ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।
সাকিব ফেরায় দলে সুযোগ হয়নি হৃদয়ের। প্রথম টেস্টের দলেও প্রাথমিকভাবে ছিলেন না এ ব্যাটসম্যান, সুযোগ পেয়েছিলেন আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায়। সিলেটে প্রথম টেস্টে হৃদয়ের অভিষেক হয়ে যাবে- এমন আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে সাদা পোশাকে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা বাড়ল তার। প্রথম টেস্টে সুযোগ পাননি পেসার মুশফিক হাসানও, অভিষেকের অপেক্ষা বাড়ছে তারও। অ্যাঙ্কেলের চোটে পড়ে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই পেসারকে। তার জায়গায় দলে আসা হাসানেরও এখনো টেস্ট অভিষেক হয়নি। সীমিত ওভারে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছেন এ পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের দলে অবশ্য ছিলেন না।
সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
দলে ফিরলেন : সাকিব আল হাসান, হাসান মাহমুদ।
বাদ পড়লেন : তাওহীদ হৃদয়।
চোটের কারণে নেই : মুশফিক হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচনে মাহবুব আকবর কল্লোল সভাপতি
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু