ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব

চ্যাম্পিয়ন ‘হতে পারে’ বাংলাদেশও!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম

সংস্করণ যেটাই হোক, বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য বলতে গেলে শূন্য। দ্বিপাক্ষিক সিরিজে দারুণ কিছু জয় রয়েছে টাইগারদের। তার বেশির ভাগই ঘরের মাঠে, ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে সে অর্থে এখনও লড়াইটা জমিয়ে করতে পারে না বাংলাদেশ। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেওয়ার স্বপ্ন দেখছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। এই দেশে ও ওয়েস্ট ইন্ডিজে আগামী জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করেন। সেই প্রবাসীদের আমন্ত্রণে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব। বিশ্বকাপেও তাদের কাছ থেকে পূর্ণ সমর্থক প্রত্যাশা করেন এই অলরাউন্ডার। অনুষ্ঠানের এক পর্যায়ে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থানে (বাংলাদেশ) আসছে কিনা আসলে তা বলা মুশকিল হবে। তবে টি-টোয়েন্টিতে আসলে যে কেউ যে কাউকে হারাতে হবে। বড় কোনো দল নেই। আমাদের শুধু বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা নিয়ে খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব। বলছি না যে জিততে পারব কি পারব না। কিন্তু ভালো কিছু করা সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না ভালো কিছু করতে। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব।’
এর আগেও যুক্তরাষ্ট্রে খেলেছে বাংলাদেশ। দেশটিতে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছিল টাইগাররা। সেবার গ্যালারীর প্রায় পুরো সমর্থন ছিল লাল-সবুজ জার্সি ধারীদের জন্যই। বিশ্বকাপের আগেও এই মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলে প্রস্তুতি নিবে টাইগাররা। সেই সিরিজ ও বিশ্বকাপে একই ধরণের সমর্থন চান সাকিব। সবমিলিয়ে ভালো কিছুর প্রত্যাশাই করছেন এই অলরাউন্ডার, ‘আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারব আমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি আমার মনে হয় এবার আমাদের আরো ভালো করার সম্ভাবনা আছে।’
আর ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনও বাংলাদেশের জন্য উপযোগী বলে জানান সাকিব, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। এটা আমাদের হয়তো সহায়তা করবে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে। আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি, খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।’
তার আগে দেশের মাটিতেই আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। যেখানে সাকিবের খেলা নিয়ে জেগেছে সংশয়, সামাজিকমাধ্যমে হচ্ছে আলোচনা-সমালোচনা। সেটিও চোখ এড়ায়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। কথা বলতে হলো তা নিয়েও, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব... আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’
বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে। এরপর খেলবেন সুপার লিগের কয়েকটি ম্যাচ। ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!

ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে যাচ্ছে না বিএনপি

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে যাচ্ছে না বিএনপি

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা

ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ

ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ

রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার

রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার

লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা

লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা

দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২

মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ

নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস

নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস

গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার

গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার

আখাউড়ায় মর্টার সেল উদ্ধার

আখাউড়ায় মর্টার সেল উদ্ধার

বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা

বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর

ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর

প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি

প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি

দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি

দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি

দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ:  দুদকের অনুসন্ধান শুরু

দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি