রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
২৬ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৯ এএম
দুই ওপেনার টিম রবিনসন ও টম ব্লান্ডেলের ঝড়ো শুরুতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ছিল দুইশোর পথে।তবে শেষদিকে বোলারদের নৈপুণ্যে নিউজিল্যান্ডের ইনিংস থেমে এক্সায় ১৮০ রানের আগেই।তবে মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া খেলতে পাকিস্তানকে লক্ষ্য তাড়ায় এদিনও ভালো শুরু এনে দিতে পারলেন না ক্যাপ্টেন বাবর আজম;ব্যর্থ টপ অর্ডারের সায়েম আইয়ুব,ওসমান খানও।ফখর জামানের দারুণ ফিফটি ও শেষে মিডল অর্ডারের লড়াইয়ের পরেও তাই হার এড়াতে পারল না পাকিস্তান।
নিউজিল্যান্ডের দেওয়ায় ১৭৯ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান হারল থামে ১৭৫ রানে। হার চার রানের।
রোমাঞ্চকর চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে কিউইরা।
চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায়।দলীয় ১৩ রানে ফেরেন বাবর আজম।এই পাকিস্তান ক্যাপ্টেনের ব্যাট থেকে ৪ বলে আসে ৫ রান।
আরেক ওপেনার সাইম আইয়ুবও পাওয়ারপ্লেতেই ১৫ বলে ২০ রান করে আউট হলে হাল ধরেন ফখর জামান। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করে৪১ বলে ৫৯ রান।
উইকেটে থিতু হওয়া ইফতিখার ও ফখর পরপর ওভারে আউট হলে পাকিস্তানের জয়ের পথ কঠিন হয়ে যায়। দুজনও বলও খেলে যান বেশ কিছু। চারে নামা ফখর ৬১ রান করতে খেলেন ৪৫ বল, ইফতিখার ২৩ রান করেন ২০ বলে।
তবে ইমাদ ওয়াসিমের ব্যাটে(১১বলে ২২ রান) সপ্ন দেখছিল পাকিস্তান।এই বাঁহাতি শেষ ওভার পর্যন্ত স্বাগতিকদের ম্যাচে রেখেছিলেন।জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান।উসামা মীর প্রথম চার মেরে শুরটা করেছিলেন দারুণ।তবে ফিরেন পরের বলেই।আমির নেমেই সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে আনেন মূল ব্যাটসম্যান ওয়াসিমকে।চতুর্থ বলে দুই রান আর পঞ্চম বলে চার মেরে শেষ বলের জন্য সমীকরণ নামিয়ে আনেন ৬ রানে। তবে জিমি নিশামের অফ স্টাম্পের বাইরে পড়া বল ইমাদ কাভার–পয়েন্টে পাঠিয়ে এক রানের বেশি নিতে পারেননি।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংসের ১৮০'র কাছাকাছি নিয়ে যাওয়ার মূল কাজটা করেছিলেন টিম রবিনসন ও টম ব্লান্ডেল।এই দুইজনের ব্যাটে পঞ্চম ওভারে দলীয় ফিফটি ছাড়ায় নিউজিল্যান্ড । উদ্বোধনী জুটি ভাঙে ৫৬ রানে। ১৫ বলে পাঁচ চারে ২৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরের ফেরেন ওপেনার টম ব্লান্ডেল। ফিফটি করে আউট হন আরেক ওপেনার টিম রবিনসন। ৩৬ বলে চারটি চার ও দুই ছয়ে ৫১ রান করেন তিনি।
এ ছাড়া ডিন ফক্সক্রফট ২৬ বলে ৩৪, অধিনায়ক মিচেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭ রান জিমি নিশাম ১১ বলে ১১ রানে আপরাজিত থ থাকেন।পাকিস্তানের পক্ষে তিন ওভারে ২০ রানে তিন উইকেট নেন আব্বাস আফ্রিদি। একটি করে শিকার মোহাম্মদ আমির, জামান খান, উসামা মির ও ইফতিখার আহমেদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে যাচ্ছে না বিএনপি
এসবের জন্য এতো মানুষ রক্ত আর জীবন দেয়নি : সারজিস
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু