জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর চমক
২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
নারী ক্রিকেটে খুব বড় কোনো শক্তি নয় জিম্বাবুয়ে। তাই বলে তারা ভানুয়াতুর কাছে হারবে, এটাও তো অভাবনীয়! নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সেই বিস্ময়ই উপহার দিয়েছে ভানুয়াতু। র্যাঙ্কিংয়ের ৩০ নম্বরে থাকা দলটি গতকাল৬ উইকেটে হারিয়ে দিয়েছে দ্বাদশ স্থানে থাকা জিম্বাবুয়েকে।
ওশেনিয়ার ছোট্ট দ্বীপদেশ, যেখানে ¯্রফে ৩ লাখের একটু বেশি মানুষের বসবাস, সেই ভানুয়াতুর খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যগুলির একটি মনে করা হচ্ছে এটিকে। ছেলে কিংবা মেয়ে, সব মিলিয়েই এই প্রথমবার তারা অংশগ্রহণ করছে বিশ্বকাপের বাছাইপর্বে। পূর্ব-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাইরের কোনো দেশের সঙ্গে এটিই ছিল ভানুয়াতুর প্রথম ম্যাচ। কিন্তু তাদের পারফরম্যান্সে এসব কিছুই ফুটে ওঠেনি। দাপট দেখিয়েই তারা হারিয়ে দেয় জিম্বাবুয়েকে।
আবু ধাবিতে এদিন ভানুয়াতুর দুই স্পিনার ভ্যানেসা ভিরা ও নাসিমানা নাভাইকার সামনে খাবি খায় জিম্বাবুয়ের ব্যাটিং। চার ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট নেন ২৮ বছর বয়সী লেগ স্পিনার নাভাইকা। ১৭ বছর বয়সী অফ স্পিনার ভিরার শিকার ১৪ রানে তিন উইকেট। এছাড়া পেসার র্যাচেল অ্যান্ড্রুর প্রাপ্তি দুটি উইকেট। জিম্বাবুয়ে ১৩.৩ ওভারেই গুটিয়ে যায় ৬১ রানে। তাদের সর্বনিম্ন দলীয় স্কোর এটি।
রান তাড়ায় ২১ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভানুয়াতু। বোলিংয়ে চার উইকেটের পর নাভাইকা ব্যাট হাতে দলের সর্বোচ্চ ২১ রান করেন তিন নম্বরে নেমে।
গত ৬-৭ মাসে ভানুয়াতু অবশ্য বেশ কবারই খবরের শিরোণামে উঠে এসেছে ইতিবাচকভাবে। গত সেপ্টেম্বরে তারা হারিয়ে দেয় আঞ্চলিক প্রতিন্দ্বন্দ্বী পাপুয়া নিউনিগিকে, ক্রিকেট ঐতিহ্যে যারা অনেক এগিয়ে। পরে প্রথমবারের মতো পূর্ব-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জিতে বিশ্বকাপের এই মূল বাছাইয়ে জায়গা করে নেয়।
আবু ধাবিতে এই বাছাইপর্বের আগ পর্যন্ত মূলত ধার করা কিংবা উপহার হিসেবে পাওয়া ব্যাট-প্যাড ও ক্রিকেট সামগ্রী দিয়ে চলছিল তাদের ক্রিকেট দল। আবু ধাবিতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে আসার মতো যথেষ্ট অর্থও তাদের ছিল না। আইসিসি থেকে বছরে তারা ৫ লাখ মার্কিন ডলারের মতো পায়, যা দিয়ে তাদের ক্রিকেট বোর্ড পরিচালনা করাসহ গোটা বছরের সব কার্যক্রম চালাতে হয়।
বিশ্বকাপ বাছাইপর্বের আগে অর্থ জোগাড়ের জন্য ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের অপারেশন্স ম্যানেজার জামাল ভিরা ও মার্কেটিং ম্যানেজার হারমিয়োন ভিরা তাই গণ-অর্থায়ন থেকে আয় করার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী তারা প্রচারণা চালাতে থাকেন এবং শেষ পর্যন্ত জনগনের দান থেকে সাড়ে সাত লাখ ভাতু (৬ হাজার ৩০০ মার্কিন ডলারের একটু বেশি) তুলতে পারেন তারা। তাদের জন্য এটিই ছিল বিশাল কিছু। সেই অর্থ থেকেই বাছাইপর্বের জন্য ক্রিকেট সামগ্রী কেনা হয় এবং ক্রিকেটারদের বোনাস-ভাতাসহ অন্যান্য কিছুর জোগান দেওয়া হচ্ছে।
সেই দলটিই বাছাইপর্বের শুরুতে উপহার দিল আরেকটি চমকপ্রদ পারফরম্যান্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু