২০১৬ সাল থেকে স্বপ্ন ছিল চেন্নাইয়ে খেলার: মুস্তাফিজ
২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪২ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪২ এএম
২০১৬ সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঐ আসর থেকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন ফিজ। তার সেই স্বপ্ন আইপিএলের ১৭তম আসরে পূর্ণতা পেয়েছে। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ।
জাতীয় দলের মতই চেন্নাইয়ের হয়ে খেলাটা উপভোগ করছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের ইউটিউব চ্যানেলে দেওয়া এক একটি সাক্ষাৎকারে দলের হয়ে কাটানো নিজের সুখকর সময়গুলো তুলে ধরেছেন ফিজ।
২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে সানরাইজার্স হায়দারাদের হয়ে খেলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ‘ইমার্জিং প্লেয়ারের’ পুরস্কার জিতেন তিনি। পরের বছরও হায়দারাবদের হয়ে খেলেছেন তিনি। ২০১৮ সালে মুস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।
২০২১ সালে মুম্বাই ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দেন মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। অবশেষে এবারের আইপিএলে চেন্নাইতে খেলার সুযোগ পান ফিজ। তবে এও জানালেন, ২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসর থেকেই চেন্নাইতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
‘এবারই প্রথম চেন্নাই দলে খেলা। যখন আমি খেলা শুরু করি, বিশেষ করে ২০১৬ সালের আইপিএলে যখন খেলি, তখন থেকে চেন্নাই দলে খেলা স্বপ্ন ছিল আমার।’
আইপিএলের নিলামে চেন্নাই দলে সুযোগের পর রাতে ঘুমাতে পারেননি মুস্তাফিজ।
‘এবার যখন চেন্নাইয়ে খেলার সুযোগের খবর পাই, ঐ রাতে আমার ঘুম আসেনি। আমি নিউজিল্যান্ডে ছিলাম, আমার পরের দিন খেলা ছিল। আমার মনে হয়, রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। এরপর দেখি শুধু ম্যাসেজ আসছে, চেন্নাই দলে সুযোগ পাওয়াতে সবাই অভিনন্দন জানাচ্ছিলো।’
এবারের আসরে চেন্নাইয়ে হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২৭ দশমিক ৩ ওভার বল করে ২৭৭ রানে ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ। জাতীয় দলের মতই চেন্নাইয়ের হয়ে খেলা উপভোগ করছেন তিনি।
'জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানে আসার পর আমার তেমন অস্বস্তি লাগেনি। এটাই মনে হয় অনেক বড় ব্যাাপার।’
চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি ও দলের বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর তাকে অনেক পরামর্শ দিয়েছে বলে জানান মুস্তাফিজ।
‘মাহি (ধোনি) ভাই কিছু ফিল্ডিং সেট আপ ও ব্রাভো ডেথ ওভারের ফিল্ডিং সেট আপের পরামর্শ দিয়েছে, এই ছোটছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে। বোলিং নিয়েই বেশি কথা হয়। এমনিতে এর বাইরে কম কথাই হয়। মাঠে কথা হয় টুকটাক, কোনটা করলে কি হয়। মাহি ভাই এসে আমাকে বলে, এটা করলে ভালো হতো।’
জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় এবারের আসরে চেন্নাইয়ের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ। পহেলা মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলবেন তিনি। তার মতে, আইপিএলে সাফল্য পেলে অন্য প্রতিযোগিতাতে সফল হওয়া সহজ হবে।
‘অন্য যেকোনো টুর্নামেন্টের থেকে আইপিএলে সব দেশের, সব তারকারা থাকে। আমার মনে হয়, এখানে যদি আমি সফল হই, অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে। বেশি ভালো লাগা কাজ করে যখন বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে পারফর্ম করলে সেটা নিয়ে বেশি আলোচনা হয়। স্বাভাবিকভাবে আমার সবসময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। দর্শক থাকে, সব কিছুই অন্যরকম।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু