সাদা বলের কার্স্টেন লাল বলে গিলেস্পি
২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম
বেশ কিছু দিন থেকেই গুঞ্জনটা ছিল- পাকিস্তান দলের কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার গ্যারি কার্স্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। সাদা বলে কার্স্টেন ও লাল বলে গিলেস্পিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল লাহোরে এক সংবাদ সম্মেলন কার্স্টেন ও গিলেস্পিকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। দুই বিদেশিকে দায়িত্ব দেওয়া হলেও তাদের সহকারী হিসেবে সব সংস্করণেই থাকবেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। বর্তমানে দলটির অন্তঃবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন তিনি। পিসিবি কর্তৃক জারি করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনজনকেই নিয়োগ দেওয়া হয়েছে আগামী দুই বছরের জন্য। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘আইপিএল শেষ হওয়ার সঙ্গেসঙ্গেই দায়িত্ব নেবেন কার্স্টেন।’
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজে সাদা বলের লড়াই ছাড়াও, কার্স্টেনের মেয়াদকালে আগামী বছরের পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, এসিসি টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ এবং ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে (আগস্ট মাসে ঘরের মাঠে) আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ দিয়ে অভিযান শুরু করবেন গিলেস্পি। এরপর ইংল্যান্ড (অক্টোবরে ঘরের মাঠে) এবং দক্ষিণ আফ্রিকার (ডিসেম্বরে অ্যাওয়ে ম্যাচে) টেস্ট সিরিজ থাকছে।
এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন কার্স্টেন। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের দায়িত্ব পালন করার পর দুই বছর নিজ দেশের দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই ২০১১ সালে বিশ্বকাপ জিতে নেয় ভারত। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিগব্যাশে হবার্ট হারিকেন, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে বরতমেন গুজরাট টাইটান্সের দায়িত্ব আছেন তিনি।
অন্যদিকে লাল বলের ক্রিকেটে দারুণ সফল গিলেস্পি আইপিএলে কিংস ইলিভেন পাঞ্জাব ও পুনে ওয়ারিয়র্সের বোলিং কোচ হিসেবে শুরু করেন। এরপর ২০১১ সালে ইয়র্কশায়ারের প্রধান কোচ হন তিনি। এরপর বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলে এটাই বড় কোনো দলের দায়িত্ব নেওয়া। এর আগে ২০১৭ সালে পাপুয়া নিউগিনির কোচ ছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার