বড় হারে শুরু বাংলাদেশের

লড়লেন কেবল জ্যোতি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী দল। গতকাল সিলেট আন্তির্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারত ৪৪ রানে হারায় বাংলাদেশকে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারতীয় নারী দল। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফসেঞ্চুরির পরও ৮ উইকেটে ১০১ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ করে বাংলাদেশ। ফলে সহজ জয় পান হরমনপ্রীত কৌররা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয়রা।
যদিও দারুণ বোলিং করে ভারত নারী দলকে দেড়শর আগে আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে স্বাগতিক দলের লক্ষ্যটা ছিল মাঝারি মানের। তবে সেটা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়ে টাইগ্রেসরা। যা শেষ পর্যন্ত তাদেরকে হারের স্বাদ এনে দেয়।
প্রচন্ড গরমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের ইনিংসে নতুন বলে মারুফা আক্তারের ওপরই আস্থা রেখেছিলেন জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি ভারতের ওপেনার শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানা খাতুনকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন আরেক ওপেনার স্মৃতি মান্দানা।
কিন্তু সেই ক্যাচ হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা। সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন। ২.৫ ওভারে তার করা অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হন স্মৃতি। আউট হওয়ার আগে ৯ বল খেলে দুই বাউন্ডারির মারে তিনি করেন ৯ রান। দলীয় ১৮ রানে স্মৃতি আউট হলেও দারুণ ব্যাটিং করে দলের সংগ্রহ হাফসেঞ্চুরি পেরুতে সহায়তা করেন আরেক ওপেনার শেফালি ভর্মা। তবে তিনি আউট হন ৮.১ ওভারে দলীয় ৬১ রানে। ২২ বলে ৩ চার ও এক ছক্কায় ৩১ রান করে মুর্শিদা খাতুনকে ক্যাচ দিয়ে রাবেয়া খানের শিকার হয়ে ফেরেন শেফালি।
এরপর আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৩.৪ ওভারে দলীয় ১০৬ রানে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে কৌর করেন ২২ বলে ৩০ রান। তার ইনিংসে ছিল চার বাউন্ডারির মার। ভারতের পক্ষে সর্বোচ্চ রান আসে ইয়াস্তিকা ভাটিয়ার ব্যাট থেকে। তিনি ২৯ বলে ৬ চারের মারে ৩৬ রান করে রাবেয়ার দ্বিতীয় শিকারে পরিণত হলে ভারত ১৪.৩ ওভারে ১০৮ রানে হারায় চতুর্থ উইকেটটি। সজীবন সাজনা আউট হন ১৭.১ ওভারে দলীয় ১২৭ রানে। রাবেয়ার বলে ফারিহা তৃষ্ণাকে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি ১১ বলে ২ চারে করেন ১১ রান। উইকেটরক্ষক রিচা ঘোষ ভালোই খেলছিলেন। কিন্তু হঠাৎ যেন খেই হারিয়ে ফেলেন তিনি। শেষ ওভারের চতুর্থ বলে মারুফার শিকার হয়ে ফেরেন রিচা। দলীয় ১৪৪ রানে আউট হওয়ার আগে তিনি ১৭ বল খেলে ২ চার ও এক ছক্কায় করেন ২৩ রান। রিচা আউট হওয়ার পর ভারত পায় আর মাত্র ১ রান। শেষ ওভারের শেষ বলে মারুফার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন পূজা ভাস্ত্রাকার। তিনি করেন ৮ বলে ৪ রান। ফলে দেড়শ’র আগেই থেমে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের হয়ে ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রাবেয়া খান। মারুফা আক্তার ১৩ রান দিয়ে পান ২ উইকেট।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। তবে ইনিংসে সেটাই তার প্রথম ও শেষ বাউন্ডারি। পরের বলেই তিনি ফিরেন ড্রেসিংরুমে। সেই থেকে শুরু। টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল আর থামেনি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৩০ রান তুলতেই স্বাগতিকরা হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। এক সময় শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যান। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে একশ পার করে বাংলাদেশ। জ্যোতির ৪৮ বলের ইনিংসে ছিল ৫ চার ও এক ছক্কার মার। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হলে ১০০ পেরিয়ে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মুর্শিদা খাতুন। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১ চারের মারে ১৩ রান। স্বর্ণা আক্তার করেন ১৮ বলে ১১ রান। বাকিদের সংগ্রহ এক অঙ্কের ঘরেই ছিল। ভারতের রেনুকা সিং ১৮ রানে ৩ এবং পূজা ভাস্ত্রাকার ২৫ রানে ২টি উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন রেনুকা সিং। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ,গুজরাটের বিদায়

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ,গুজরাটের বিদায়

জর্ডানে যৌথ সামরিক মহড়া

জর্ডানে যৌথ সামরিক মহড়া

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন-রুশ প্রেসিডেন্টের বিনিময় খুব গুরুত্বপূর্ণ

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন-রুশ প্রেসিডেন্টের বিনিময় খুব গুরুত্বপূর্ণ

টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন

টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

২৫ দিনেও ধরতে পারেনি সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার

২৫ দিনেও ধরতে পারেনি সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় প্রবেশপথ হবে বাংলাদেশ-তুরস্ক

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় প্রবেশপথ হবে বাংলাদেশ-তুরস্ক

লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

মোরেলগঞ্জে যুবকের গলায় রশি পেচানো লাশ উদ্ধার

মোরেলগঞ্জে যুবকের গলায় রশি পেচানো লাশ উদ্ধার

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক

সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নই এ সরকারের লক্ষ্য

সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নই এ সরকারের লক্ষ্য

ইবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক সমিতির

ইবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক সমিতির

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

শোক সংবাদ

শোক সংবাদ

পটিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি

পটিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি

ইসরায়েলি ও ভারতীয় পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

ইসরায়েলি ও ভারতীয় পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

জেগে উঠল আগ্নেয়-দানব মাউন্ট ইবু! আকাশে পাঁচ কিলোমিটার ছড়াল ছাই

জেগে উঠল আগ্নেয়-দানব মাউন্ট ইবু! আকাশে পাঁচ কিলোমিটার ছড়াল ছাই