বৃষ্টির ম্যাচে জিতল ভারত
০১ মে ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০১ মে ২০২৪, ১২:১১ এএম
বাংলাদেশ ও ভারতীয় নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দফায় দফায় বৃষ্টির বাধায় পড়েছে। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটি নির্ধারিত ওভার পর্যন্ত যায়নি। তবে বৃষ্টি বাধার পরও ম্যাচ জিতল ভারতই। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ডিএলএস মেথডে ১৯ রানে জিতে নেয় সফরকারীরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকে হারিয়ে ১১৯ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের রান তাড়ায় নেমে শুরুতে মারুফা আক্তারের বলে হোঁচট খেলেও জয় পেতে অসুবিধা হয়নি ভারতের। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ছিল ৫.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান। মূলত বৃষ্টি শুরু হওয়ার আগেই দয়ালন হেমলতার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের চেয়ে ডিএলএস মেথডে ১৯ রানে এগিয়ে ছিল হারমানপ্রীত কৌরের দল। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ওই ব্যবধানেই টানা দ্বিতীয় জয়টি পেল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন দিলারা আক্তার। তবে তিনি ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ১০ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই ওপেনার। পরে তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সোবহানা মোস্তারি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রান এসেছে সোবহানার ব্যাট থেকে। এরপর অবশ্য নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু এবার ব্যর্থ হয়েছেন গত ম্যাচে ফিফটি করা এই অধিনায়ক। জ্যোতি ফেরার পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধ্বস নামে। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ৬৯ রান তুলতেই হারায় পঞ্চম উইকেট। এরপরই নামে মুষলধারে বৃষ্টি। ফলে প্রায় ঘণ্টা খানেক খেলা বন্ধ ছিল। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য কমেনি। নতুন করে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। এক প্রান্তে মুর্শিদা দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। মুর্শিদা ৪৯ বলে ৫ চারের মারে করেন ৪৬ রান। আর রিতু মনির ব্যাট থেকে আসে ২০ রান। তার ১৮ বলের ইনিংসে ছিল দুই বাউন্ডারির মার। অধিনায়ক সহ স্বাগতিক দলের বাকি ৭ ব্যাটারের সংগ্রহ ছিল এক অঙ্কের ঘরে। এর মধ্যে তিনজন কোনো রানই নিতে পারেননি। ফলে বাংলাদেশের ইনিংস থামে ১১৯ রানে।
রান তাড়ায় নেমে স্বাগতিক পেসার মারুফার দ্বিতীয় ডেলিভারিতেই গোল্ডেন ডাক নিয়ে আউট হন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা। এর মাধ্যমে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাকের (শ‚ন্য) রেকর্ড গড়েন। এর আগে অধিনায়ক হারমানপ্রীত সর্বোচ্চ ৬ ম্যাচে ডাক মেরেছিলেন। দ্রæত উইকেট হারালেও সফরকারীদের বিপদ বাড়তে দেননি হেমলতা। মারুফা বাদে বাংলাদেশের আর কোনো বোলার পাত্তা পাননি তার কাছে। সুলতানা খাতুন, ফারিহা তৃষ্ণা ও নাহিদা আক্তাররা ১০ এর বেশি গড়ে রান দিয়ে রানরেট বাড়িয়ে দেন ভারতীয়দের। ভারতের সংগ্রহ ৪৭, যার ৪১ রানই এসেছে হেমলতার ব্যাটে। তিনি ২৪ বল খেলে ৫ চার ও ২ ছক্কায় এই সংগ্রহ পেয়ে অপরাজিত থাকেন। হেমলতার আগ্রাসী ব্যাটিংয়ে ডিএলএস মেথডে ঢের এগিয়ে যায় সফরকারীরা। আরেক অপরাজিত ব্যাটার স্মৃতি মান্দানা করেন ৭ বলে ৫ রান । বৃষ্টিতে আর খেলা মাঠে না গড়ানোয় তাতেই তাদের জয় নিশ্চিত হয়ে যায়। ১১ রান খরচায় বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পান মারুফা। ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের দয়ালন হেমলতা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা