টানা দুইয়ে আবাহনীর ২৩
০১ মে ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০১ মে ২০২৪, ১২:১১ এএম
টানা দ্বিতীয় বারের মত প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতলো ঢাকা আবাহনী লিমিটেড। দুই ম্যাচ হাতে রেখে টানা ১৪ ম্যাচ জিতে শিরোপা নিজেদের ঘরে রাখলো নীল - হলুদ জার্সীধারীরা। সেইসাথে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি লিগে নিজেদের ২৩তম শিরোপা ঘরে তুললো আবাহনী। এবারের লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা।
বিকেএসপিতে সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে তারা। বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের দেয়া ২৬৮ রানের টার্গেটে পৌছতে আবাহনীর খেলতে হয়েছে ৪৯ . ৫ বল। ৬ উইকেট হারিয়ে তারা করে ২৭৩ রান। শেষ দুই ওভারে জমে ওঠে ম্যাচ। আবাহনীকে শঙ্কায় ফেলে দিয়েছিলো শেখ জামালের রিপন মন্ডল আর শফিকুল ইসলাম। শেষ দুই ওভারে জয়ের জন্য আবাহনীর দরকার ছিলো ২০ রান। ৪৯ তম ওভারের পঞ্চম বলে তানজীম সাকিবকে বোল্ড আউট করে আবাহনীকে বিপদে ফেলে দেয় রিপন মন্ডল। ঐ অবস্থায় মোসাদ্দেক আর রকিবুল হাসান কোনো ঝুকি না নিয়ে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দেয়। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাব্বির হোসেনের উইকেট হারায় আবাহনী। এরপর শেখ জামালের বোলারদের দেখে শুনে খেলে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ নাইম ও এনামুল হক বিজয়। ব্যক্তিগত ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাইম। দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ১০৩ রানের পার্টনারশীপ গড়েন এনামুল বিজয় ও আফিফ হোসেন। ৮০ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন বিজয়। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বাকি কাজটা করে দেন আফিফ ও মোসাদ্দেক হোসেন। ৮৮ বলের ইনিংসে দুটি ছয় আর আটটি চারের মারে ৮৩ রান করেন আফিফ। অধিনায়ক মোসাদ্দেক অপরাজিত থাকেন ৫৩ রানে। শেখ জামালের শফিকুল ইসলাম ৬০ রানে পান দুই উইকেট।
এরআগে টস হেরে ব্যাটিংয়ে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা বিরতির পর এম্যাচে শেখ জামালের হয়ে মাঠে নামেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের শুরুটা ভালো হয়নি শেখ জামালের। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানের মাথায় প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা। সৈকত আলীকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয়টা সামাল দেন সাকিব আল হাসান। স্কোর বোর্ডে রান বাড়াতে দুজনে মিলে দেখে শুনে খেলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে সাকিব আর সৈকত মিলে দলের স্কোরবোর্ডে যোগ করেন ৭২ রান। ৪১ রান করে সৈকত আলী ৬৬ বলে ৬১ রান করে আউট হলেও তখনও উইকেটে সাকিব আল হাসান। অধিনায়ক নুরুল হাসান সোহানের সাথে জুটি বেঁধে দলের খাতায় যোগ করেন ২৩ রান। এক রানের জন্য হাফ সেঞ্চুরির দেখা পাননি সাকিব। ৫৬ বলে তিনটি ছয় ও দুটি চারের মারে ৪৯ রান করে আউট হন এই অলরাউন্ডার।
দলের রান তখন ৫ উইকেটে ১১০। এঅবস্থায় অধিনায়ক নুরুল হাসান সোহান দলের স্কোর বাড়াতে চেষ্টা করে গেলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। ৪১ রান করে সোহান আউট হলে বড় পুঁজির আশা ছেড়ে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এসময় দৃশ্যপটে হাজির হন জিয়াউর রহমান। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি। জিয়ার ব্যাটিং তান্ডবে ৫০ ওভার শেষে ২৬৭ রানের পুঁজি পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জিয়াউর রহমান ৫৮ বল খেলে ৮টি ছয় এবং ছয়টি চার মেরে দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন। আবাহনীর রকিবুল হাসান ২৯ রানে এবং তানজীব হাসান সাকিব ৬২ রানে তিনটি করে উইকেট পান। এছাড়া নাহিদুল ইসলাম ৩১ রানে নেন দুই উইকেট।
দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের করা ২৫৫ রানের জবাবে ২৪৭ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিকে ফতুল্লায় দিনের তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ৭ উইকেটে হেরেছে গাজী গ্রæপ ক্রিকেটার্স। আগে ব্যাট করে ৪৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান করে গাজী। জবাবে তামিম-মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ৩১.৩ বলে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক। তামিম ৭৬ এবং মুশফিক করেন ৫৯ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব