ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য, টিকে গেলেন লিটন
০৮ মে ২০২৪, ০৫:৩২ পিএম | আপডেট: ০৮ মে ২০২৪, ০৫:৩২ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকারও।
তবে ধারাবাহীক বাজে খেলেও দলে টিকে গেছেন লিটন কুমার দাস। না খেলেই বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন। আর পেসার শরিফুল ইসলামকে দেওয়া হয়েছে বিশ্রাম। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতেও একাদশের বাইরে ছিলেন তিনি।
৫ ম্যাচের এই সিরিজে প্রথম তিনটিতেই জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে দলে পরিবর্তন নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিসিবির নির্বাচক আবদুল রাজ্জাক। ভিডিও বার্তায় তিনি কথা বলেন শরীফুল ও মুস্তাফিজের বিশ্রাম দেওয়া নিয়ে।
"শরিফুলকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য এবং মুস্তাফিজকেও আমরা একই কাজ করেছিলাম, ও যখন ভারত থেকে এসেছে। ওর সঙ্গে কথা বলেই আসলে হয়েছে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে, যেহেতু অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে।‘
গত ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে বাংলাদেশে ফেরেন মুস্তাফিজ। ৩ মে থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেননি এই পেসার। তাঁর ব্যাপারেও একই ব্যাখ্যা দিয়েছেন রাজ্জাক, ‘সে যখন ভারত থেকে এসেছে, তার সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে যে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে। অনেক দিন ধরেই ক্রিকেটের মধ্যে রয়েছে।’
বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি লিটনের ফর্ম। চলতি সিরিজের তিন ম্যাচে করেছেন মোটে ৩৬ রান, খেলেছেন ৪৩ বল। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে ফিফটি নেই একটিও। এই সময়ে ১৯.৭৭ গড়ে তিনি করেছেন ১৭৬ রান। স্ট্রাইক রেটও নাজুক, ১০১.১৩! সম্প্রতি তার আউট হওয়ার ধরণও জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
কেবল টি-টোয়েন্টি নয়, সব সংস্করণ মিলিয়েই সবশেষ ২০ ইনিংসে ফিফটি নেই লিটনের। ১০ ইনিংসে থেমেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তার এমন ধারাবাহীক ব্যর্থতার পরও সুযোগ পাননি বিকল্প হিসেবে দলে ডাক পাওয়া পারভেজ। ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অভিষেক তরুণ বাঁহাতি ওপেনারের। ওই ম্যাচের পরই দলে জায়গা হারান তিনি।
সৌম্যর অন্তর্ভুক্তি ও পারভেজের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’
সাকিব না থাকায় দলে জায়গা পেয়েছিলেন আফিফ। সাকিব ফেরায় আফিফের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে।”
এই দুই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফিরছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের জুলাইয়ে সবশেষ এই সংস্করণে খেলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শুক্রবার চতুর্থ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি রোববার শুরু হবে সকাল ১০টায়।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হোসেন, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ