টার্গেট ১৬৫,'খুনে' হায়দরাবাদ জিতল দশ ওভার আর দশ উইকেট হাতে রেখেই !
০৯ মে ২০২৪, ০১:৪৩ এএম | আপডেট: ০৯ মে ২০২৪, ০১:৫০ এএম
দ্বিতীয় ইনিংসের খেলা তখনও দশ ওভারে গড়ায়নি। ট্রাভিস হেড-অভিষেক শর্মার তান্ডবে ততক্ষণে শেষ ম্যাচ।ব্যাটিং কে রীতিমতো মনিটর স্ক্রিনের গেম বানিয়ে গতকাল এই দুজন ২২ গজে যা করলেন তা বিশ্লেষণের সঠিক উপমা পাওয়া কঠিন
ম্যাচ শেষে বিষ্মিত শচীন টেন্ডুকারের টুইট,'বিস্ফোরক পার্টনারশিপ' আখ্যাও হেড-শর্মার কীর্তির প্রতি সুবিচার করতে পারবেনা। আগে ব্যাটিং করলে আজ হায়দ্রাবাদ তিনশোও পেরিয়ে যেত অনায়াসেই।
ঘরের মাঠে আসলে এদিন হায়াদরাবাদের আধিপত্য ছিল অনেকটা ভয়ংকর,খ্যাপাটে। প্রথমে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে লাক্ষ্মৌ সুপার জায়ান্টকে স্বাগতিকেরা আটকে রাখল মাত্র ১৬৫ রানেই।এরপর সফরকারীদের বোলারদের নিয়ে নিষ্ঠুর ছেলেখেলা করে ম্যাচ জিতল মাত্র ৯.৪ ওভারে।এই আইপিএলে প্রতিপক্ষের আতঙ্কের নাম হয়ে ওঠা হায়দ্রাবাদের দুই ওপেনার ব্যাট হাতে এদিন নিজেদের সবচেয়ে বিধংসী রুপটা দেখালেন।
ম্যাচে ফলাফল ভাবনা হাওয়ায় মিলিয়ে দিয়ে এদিন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন এই দুজন।আর তাতে হেড কিছুটা এগিয়ে থাকলেও সমান আগ্রাসী ছিলেন অভিষেকে শর্মাও।
বাউন্ডারির বন্যা বইয়ে দিয়ে ট্রাভিস হেড অপরাজিত ছিলেন ৩০ বলে ৮৯ রানে।১৬ বলে ফিফটি পূর্ণ করা এই অজি বাঁহাতি হাঁকিয়েছেন আট চার ও আট ছক্কা।
আরেক বাঁহাতি অভিষেক শর্মা অপরাজিত থাকেন ২৮ বলে ৭৫ রানে। যে ইনিংসে ৮ চারের সঙ্গে ছক্কা ৬টি। দুজনের জুটি দলকে বলের হিসাবে সবচেয়ে বড় জয় তো এনে দিয়েছেই, এ পথে পাওয়ার প্লেতে তুলেছেন ১০৫ রান, যা আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১২৫ রানও হায়দরাবাদেরই, দিল্লির বিপক্ষে।
পাওয়ারপ্লের রেকর্ড না হলেও দুজনে মিলে এদিন ভেঙেছেন নতুন অনেক রেকর্ড।১০ ওভারে আইপিএলে সর্বোচ্চ রান এসেছে গতকালই আগের সর্বোচ্চ ছিল হায়দরাবাদেরই ৪ উইকেটে ১৫৮, দিল্লির বিপক্ষে এ বছর।
হায়দরাবাদের ৬২ বল হাতে রেখে পাওয়া জয়টি আইপিএল ইতিহাসে বলের দিক থেকে (১০০+ রানের লক্ষ্যে) সবচেয়ে বড় জয়।২০২২ সালে পাঞ্জাবের বিপক্ষে ৫৭ বল বাকি থাকতে জয় পেয়েছিল দিল্লী।
এছাড়া ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তাড়া করে জয় এটিই।আগের রেকর্ড ছিল ব্রিজবেন হিটের। বিগ ব্যাশের ২০১৯ আসরে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্য ঠিক ১০ ওভারে ছুঁয়ে ফেলেছিল তারা।
এদিন চার-ছক্কার নেশা পেয়ে হেড-শর্মাকে। ৫৮ বলের জুটির ৩০ টিই সীমানা ছাড়া করেছেন এ দুজনে মিলে।শুরু থেকে 'খুনে' মেজাজে থাকা দুজন সম্পন্ন হওয়া নয় ওভারের দুটি বাদে বাকি সব ওভারে রান নিয়েছেন ১৫'র উপরে।যে বিরামহীন ধারাবাহিকতায় এ দুজনে পিটিয়ে গেলেন তাতে আজকের ম্যাচ কোন ভয়ংকর দুঃস্বপ্নই লাগার কথা লাক্ষ্মৌ সুপার জায়ান্টের। ম্যাচ শেষে দলটির ক্যাপ্টেন কেএল রাহুলের কন্ঠেও আত্মসমর্পণের সুর,আমার কোন ভাষা নেই।এ ধরণের ব্যাটিং অনেকটা অবিশ্বাস্য। আমরা বুঝে উঠার সুযোগই পায়নি পিচ কিভাবে কাজ করছে,আমাদের কি করা উচিত। ২৪০ রান করলেও হয়তো আজ আমরা হারতাম।
অবশ্য এই ম্যাচে লাক্ষ্ণৌর মামুলি দায় আছে তারও।ওপেনিংয়ে নেমে তার শম্বুক গতির ৩৩ বলে ২৯ রানের ইনিংসে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।১০ ওভারে ৩ উইকেটে ৫৭ রান নিয়ে ধুঁকতে থাকা সফরকারীরা যে শেষ পর্যন্ত ১৬০ পার করতে পেরেছে তার বড় অবদান নিকোলাস পুরান ও আয়োস বাদোনির সৌজন্যে।অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৫২ যোগ করেন ৯৯ রান।৩০ বলে ৫৫ রান করেন বাদোনি।২৬ বলে ৪৮ রান আসে পুরানের ব্যাট থেকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উওোলন অব্যাহত
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ