শুরু হচ্ছে পাকিস্তানের ‘বিশ্বকাপ অভিযান’
০৯ মে ২০২৪, ০৪:২৭ পিএম | আপডেট: ০৯ মে ২০২৪, ০৪:২৭ পিএম
আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির সিরিজ শুরু করছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। শুক্রবার থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দু’দল।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এছাড়া দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হচ্ছে দুই দলের। আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মেগা ইভেন্টে খেলতে নামার আগে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ও ইংল্যান্ডের সাথে ৪টি। এই দুই সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্বাচন করবে উপমহাদেশের দলটি।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের পাকিস্তান দলে ফিরেছেন দুই পেসার হারিস রউফ এবং হাসান আলি। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন হারিস। ইনজুরি ও অফ-ফর্মের কারণে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি হাসানের।
প্রথমবারের মত পাকিস্তান টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার আগা সালমান। দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার।
সিরিজ শুরুর আগে দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে চিন্তায় আছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ভিসা জটিলতায় এখনও দলের সাথে যোগ দিতে পারেননি তিনি। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে অনিশ্চিত আমির।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘বিশ্বকাপের তিন সপ্তাহ আগে আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজ খেলতে পারাটা দারুন ব্যাপার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে আমাদের। এই দু’টি সিরিজ দিয়ে ভালোভাবে প্রস্তুতির সেরা সুযোগ আমাদের সামনে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। গ্রুপের অন্য তিনটি দল- কানাডা, ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা পাকিস্তানের বিপক্ষে ও ত্রিদেশীয় সিরিজ খেলবো। এরমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারন পাকিস্তান বিশে^র অন্যতম সেরা দল। বড় দলের বিপক্ষে খেললে, ভুলগুলো সহজে ফুটে উঠে। এছাড়া বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ আছে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ঐ ম্যাচে পাকিস্তান ৩৯ রানে হারিয়েছিলো আইরিশদের। শেষ পর্যন্ত আসরের ট্রফি জিতেছিলো পাকিস্তান।
১০, ১২ এবং ১৪ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ শেষে ২২ মে থেকে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ