সেঞ্চুরির সেঞ্চুরি মিসের আক্ষেপ কোহলির
১১ মে ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১১ মে ২০২৪, ১২:০৫ এএম
জিতলে বেঁচে থাকবে শীর্ষ চারে থেকে প্লে-অফ খেলার ক্ষীণ আশা। হারলে নিশ্চিত হবে শেষ চারের আগেই বিদায় নেওয়া। ধর্মশালায় গতপরশু রাতে এমন সমীকরণ নিয়েই মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাঁচামরার সেই ম্যাচটি ৬০ রানে জিতেছে কোহলি-ডু প্লেসিদের ব্যাঙ্গালুরু। আর মুম্বাই ইন্ডিয়ানসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের স্বপ্ন বিসর্জন দিল পাঞ্জাব। ১২তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এটি পঞ্চম জয়। এই পাঁচ জয়ের চারটিই সর্বশেষ চার ম্যাচে পেয়েছে দলটি। এরপরও অবশ্য ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতেই পড়ে আছে ব্যাঙ্গালুরু। অন্যদিকে সমান ম্যাচে অষ্টম হারের স্বাদ পেল স্যাম কারেনের পাঞ্জাব। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে দলটি।
ব্যঙ্গালুরুর জয়ের নায়ক বিরাট কোহলি। ০ ও ১০ রানে দুবার জীবন পাওয়া ভারতের সাবেক অধিনায়ক আইপিএল ক্যারিয়ারের নবম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯২ রানে ফেরেন। তার ৪৭ বলের ইনিংসে ভর করেই টসে হেরে ব্যাটিং পাওয়া ব্যাঙ্গালুরু করে ৭ উইকেটে ২৪১ রান। আইপিএলে কোহলিদের এটি চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়ায় পাঞ্জাব ১৭ ওভারে অলআউট ১৮১ রানে।
ব্যাঙ্গালুরু ৫ ওভারের মধ্যেই হারিয়ে ফেলেছিল অধিনায়ক ফাফ ডু প্লেসি (৭ বলে ৯) ও উইল জ্যাকসকে (৭ বলে ১২)। এরপর রজত পাতিদারকে নিয়ে ৭৬ রানের জুটি কোহলির। ১০ম ওভারের শেষ বলে পাতিদার যখন আউট হলেন ব্যাঙ্গালুরুর স্কোর ১১৯/৩। ২৩ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৫৫ রান করেছেন পাতিদার।
ব্যাঙ্গালুরু সমানতালে রান করেছে শেষ ১০ ওভারেও। ইনিংসের দ্বিতীয় ভাগে ৪ উইকেটে ১২২ রান তোলে দলটি। এই ভাগে কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেটে কোহলি-গ্রিন যোগ করেন ৯২ রান। ১৮তম ওভারে পেসার অর্শদীপ সিংকে ছক্কা মারতে গিয়ে একস্ট্রা কাভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার আগে ৭টি চার ও ৬টি ছক্কা মেরেছেন আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। এদিন সেঞ্চুরি পেয়ে গেলে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি হয়ে যেত কোহলির। চতুর্থ উইকেটে কোহলির সঙ্গী অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ২৭ বলে করেন ৪৬ রান।
রান তাড়ায় ৬ রানে প্রথম উইকেট হারালেও ভালোই জবাব দিচ্ছিল পাঞ্জাব। প্রথম ১০ ওভারে ৩ উইকেট ১১৪ রান তুলেছিল দলটি। জমজমাট সমাপ্তির আশা জাগানো দলটি এরপর হতাশ করে। এরপর প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়ে রান তোলার গতি হারিয়ে ফেলে পাঞ্জাব। তাদের ইনিংসে ২৭ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। এ ছাড়া শশাঙ্ক সিং ১৯ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৬ বলে ২৭ ও স্যাম কারেন ১৬ বলে ২২ রান করেন। ব্যাঙ্গালুরুর বোলাররা ভাগাভাগি করেই নিয়েছেন উইকেট। ৪৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট মোহাম্মদ সিরাজের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে: ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠিত
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন