তাসকিনকে নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ
১৪ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ মে ২০২৪, ১২:০৩ এএম
জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বল করে সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। তাকে ঘিরে বিশ্বকাপেও অনেক আশা বাংলাদেশের। তবে এই সিরিজ খেলতে গিয়েই সাইড স্ট্রেনের চোটে পড়েছেন ডানহাতি পেসার। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ দলে থাকবেন কিনা, এই প্রশ্ন এখন বড়। এবার যদি মিস করেন তাহলে তাসকিন হয়তো ইনজুরির কারণেই তিনটা বিশ্বকাপ মিস করবেন!
জিম্বাবুয়ে সিরিজের পর পর গতকালই বিশ্বকাপ দল ঘোষণার একটা ভাবনা ছিলো। তবে তাসকিনের চোটের খবর বদলে দেয় পরিস্থিতি। তাসকিনের চোটের হাল বুঝতে করা হয় এমআরআই স্ক্যান। সেই রিপোর্ট এখন নির্বাচকদের হাতে। আজ বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানান, তাসকিনের জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট, ‘তাসকিনের এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তার ব্যাপারে ঘোষণা দেবেন।’ তাসকিনের চোট সম্পর্কে সর্বশেষ ধারণা দিয়ে লিপু আরো বলেন, ‘তাসকিনের চোট ঠিক সাইড স্ট্রেইন নয়। জিম্বাবয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কোমরের ডান অংশে ব্যাথা পান তাসকিন। সেই ডান পাঁজরের আশ-পাশের একটা নরম হাড়ে খানিক আঁচড় লেগেছে। সেটাই তাকে ভোগাচ্ছে।’
আনুষ্ঠানিক ঘোষণার আগে তাসকিনের থাকা, না থাকার বিষয় খোলাসা করতে চাইছেন না নির্বাচকরা। তবে একটি সূত্রে জানা গেছে, চোট সারাতে কিছুটা সময় লাগবে তাসকিনের। বিশ্বকাপ থেকে একদম ছিটকে না পড়লেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজে তার খেলার সম্ভাবনা একেবারেই নেই। বিশ্বকাপের উদ্দেশে ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের হয়ে দেশ ছাড়বে। এমনিতেও অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেরা একাদশের সবাইকে খেলানোর চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে পেসারদের বিশ্রাম দিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে এই সিরিজ খেলানো হবে। তাসকিন যেহেতু চোটে আছেন। তিনি পুরোপুরি বিশ্রামে থাকবেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। এরপরই শুরু বিশ্বকাপ মিশন। সাইড স্ট্রেনের সাধারণ চোটেও অন্তত ১০-১২ দিন বিশ্রামের প্রয়োজন হয়। কাজেই তাসকিনের এমনিতেই এই সিরিজ খেলার কথা নয়।
যুক্তরাষ্ট্র সিরিজ খেলতে না পারলেও বিশ্বকাপ সম্ভাবনায় এখনি ছিটকে যাচ্ছেন না বাংলাদেশের অন্যতম সেরা পেসার। দলের সঙ্গেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে চালাবেন পুনর্বাসন। টুর্নামেন্টের আগে সুস্থ হয়ে উঠলে তো চিন্তা গেলই। কিন্তু কোন কারণে যদি মনে হয় তার সেরে উঠতে সময় লাগছে তাহলে যেকোনো সময় বিকল্প নেওয়ার সুযোগ আছে। এমনিতে ২৫ মে পর্যন্ত কোন কারণ ছাড়াই স্কোয়াডে বদল আনা যাবে। তবে চোটে পড়া খেলোয়াড় বদল করা যায় টুর্নামেন্ট শুরুর পরও। তখন কেবল আইসিসির অনুমোদন নিতে হয়।
১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে তাই তাসকিনের থাকার সম্ভাবনাই বেশি। তবে বিশ্বকাপের আগে শেষ মুহ‚র্ত পর্যন্ত তাসকিনকে দলে পেতে অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদি প্রয়োজন হয় তখন তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তবে যেহেতু তাকে নিয়ে অনিশ্চয়তা আছে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে হাসান মাহমুদকে রাখা হবে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। মূল স্কোয়াডে অন্তত চারজন পেসার রাখার চিন্তা আছে দলের। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সাথে তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন দু’জনকেই দলে রাখা হতে পারে।
আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে: ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠিত
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন